ডেনিস মাইকেল রোহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল রোহান
জন্ম
মাইকেল ডেনিস রোহান

১ জুলাই ১৯৪১
মৃত্যুঅজানা
জাতীয়তাঅস্ট্রেলীয়
পরিচিতির কারণআল-আকসা মসজিদ পোড়ানোর জন্যে

ডেনিস মাইকেল রোহান একজন অস্ট্রেলীয় পর্যটক। ওয়ার্ল্ডওয়াইড চার্চ অফ গড নামক এভাঞ্জেলিকাল খ্রিষ্টান গোষ্ঠীর সদস্য ছিলেন। তার ধারণা ছিল যে মসজিদুল আকসা পুড়িয়ে ফেলার মাধ্যমে তিনি যীশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করতে পারবেন এবং ইহুদি মন্দির তৈরীর পথ করতে পারবেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট রোহান কর্তৃক আল-আকসা মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।[১] রোহানকে এরপর একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে সেই বছর রাবাতে মুসলিম দেশগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ এর উদ্যোক্তা ছিলেন। এই অগ্নিকান্ডের ঘটনা ওআইসি গঠনের ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jews and Muslims to share al-Aqsa Mosque? (প্রতিবেদন)। Al Jazeera English। ১৩ নভে ২০১৩।