কিউ (২০১১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিউ
পরিচালকলরেন্ট বোহনিক
রচয়িতালরেন্ট বোহনিক
শ্রেষ্ঠাংশেডেবোরাহ রেভি
হেলেন যিমার
সুরকারআর্নেস্ট সেইন্ট লরেন্ট
চিত্রগ্রাহকডমিনিক কলিন
সম্পাদকভ্যালেরি পিকো
মুক্তি
  • ১৪ সেপ্টেম্বর ২০১১ (2011-09-14)
স্থিতিকাল১০৩ মিনিট
দেশফ্রান্স
ভাষাফরাসি

কিউ হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফরাসি যৌনউত্তেজক চলচ্চিত্র যেটি পরিচালনা করেছিলেন লরেন্ট বোহনিক।[১][২] চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে ডিজায়ার নামে মুক্তি দেওয়া হয়।[৩]

কাহিনী[সম্পাদনা]

ফ্রান্সের চেগ শহরে অর্থনৈতিক মন্দা চলছে। পুরুষেরা নারীসঙ্গ পাচ্ছেনা। হঠাৎ কিছু পুরুষ কেকিল নামের একটি নারীর দেখা পায়। এই কেকিল এক কামুক নারী। কেকিলের বয়স ২০ বছর। তার পিতা মারা গিয়েছে। সে বিভিন্ন চেনা এবং অচেনা পুরুষের সঙ্গে দৈহিকমিলন করতে চায়। ক্যান্স নামের একটা ছেলে হচ্ছে কেকিলের প্রেমিক এবং একজন ছোটোখাটো অপরাধী। ছেলেটা কেকিলের যৌনচাহিদা মেটাতে পারেনা ঠিকমত। ম্যাট হচ্ছেন একজন গাড়ির মেকানিক যার প্রেমিকার নাম হচ্ছে এলিস যে তার সঙ্গে যৌনমিলন করতে চায়না। কেকিল তার বন্ধুদের উপদেশ দেয় কীভাবে নারী এবং পুরুষদেরকে যৌনআনন্দ দিতে হয় এবং কীভাবে দিতে হয়না। কেকিল ক্যান্স, ম্যাট এবং এলিসের সঙ্গে সমকাম করেও প্রকৃত যৌনসুখ না পেয়ে অন্য উপায় খোঁজে।

চরিত্র[সম্পাদনা]

  • ডেবোরাহ রেভি - কেকিল
  • হেলেন যিমার - এলিস
  • গোয়ান ডিডি - ম্যাট
  • জনি এমারো - ক্যান্স
  • জন লিবারেউ - মানু
  • জ্যাঁ-ফ্রাঁসোয়া গ্যালোট - পেরে ডি'এলিস
  • ব্রিস ফরনিয়ার - মরিস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Laurent Bouhnik : le Q en questions"La Dépêche du Midi (French ভাষায়)। ২০১১-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৯ 
  2. "Q"UniFrance। সংগ্রহের তারিখ ২০১৭-১১-২৯ 
  3. "Q"। IMDB। 

বহিঃসংযোগ[সম্পাদনা]