২০১৮–১৯ কোপা দেল রেই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১৮–১৯ কোপা দেল রে থেকে পুনর্নির্দেশিত)
২০১৮–১৯ কোপা দেল রে
দেশস্পেন স্পেন
দল৮৩
ম্যাচ খেলেছে৬৬
গোল সংখ্যা১৬০ (ম্যাচ প্রতি ২.৪২টি)
শীর্ষ গোলদাতাস্পেন আনহেল
ক্যামেরুন একাম্বি
(প্রত্যেকে ৫ গোল করে)
শীর্ষ গোলদাতাস্পেন আনহেল
ক্যামেরুন একাম্বি
(প্রত্যেকে ৫ গোল করে)
২০১৯–২০

২০১৮–১৯ কোপা দেল রে হচ্ছে স্পেনীয় কাপ প্রতিযোগিতা কোপা দেল রে-এর ১১৭তম আসর। এই আসরের বিজয়ী দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বে সয়াসরি প্রবেশ করবে।

লা লিগার ক্লাব বার্সেলোনা এই প্রতিযোগিতার চার বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।

সময়সূচী এবং বিন্যাস[সম্পাদনা]

পর্ব ড্রয়ের তারিখ তারিখ সময়সূচী ক্লাব বিস্তারিত বিন্যাস
প্রথম পর্ব ৩০ জুলাই ২০১৮ ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮ ৮৩→৬৫ নতুন প্রবেশ: তেরসেরা এবং সেহুন্দা দিভিসিওন বি-এ অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন প্রবেশ অর্জন করবে।
বিদায়: সেহুন্দা দিভিসিওন বি/তেরসেরা-এর ৫টি ক্লাব বিদায় গ্রহণ করবে।
প্রতিপক্ষ পাত্র: দলগুলোর নিকটবর্তী মাপদণ্ড অনুযায়ী প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।
স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে।
নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ
কোপা ফেদেরাসিওন বাছাইপর্ব: হেরে যাওয়া ক্লাবগুলো কোপা ফেদেরাসিওন, জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হবে।
দ্বিতীয় পর্ব ১২ সেপ্টেম্বর ২০১৮ ২২ ৬৫→৪৩ নতুন প্রবেশ: সেহুন্দা দিভিসিওনে অংশগ্রহণকারী ক্লাবগুলো প্রবেশ করবে।
বিদায়: সেহুন্দা দিভিসিওন বি/তেরসেরা-এর ১টি ক্লাব বিদায় গ্রহণ করবে।
প্রতিপক্ষ পাত্র: ২০টি সেহুন্দা দিভিসিওন ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে (+২ বিদায়)।
স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে।
নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ।
তৃতীয় পর্ব ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭ অক্টোবর ২০১৮ ১১ ৪৩→৩২ বিদায়: ১টি সেহুন্দা দিভিসিওন ক্লাব বিদায় গ্রহণ করবে।
প্রতিপক্ষ পাত্র: ১০টি সেহুন্দা দিভিসিওন ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে।
স্থানীয় দল পাত্র: ড্রয়ের মাধ্যমে।
নকআউট টুর্নামেন্ট ধরন: একক ম্যাচ।
৩২ দলের পর্ব ১৯ অক্টোবর ২০১৮ ৩১ অক্টোবর ২০১৮ ১৬ ৩২→১৬ নতুন প্রবেশ: লা লিগা অংশগ্রহণকারী ক্লাবগুলো প্রবেশ করবে।
প্রতিপক্ষ পাত্র: ২০১৮–১৯ উয়েফা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭টি লা লিগা দল, ৬টি সেহুন্দা দিভিসিওন বি ও তেরসেরা দিভিসিওন ক্লাব এবং সেহুন্দা দিভিসিওনের ১টি দল লড়বে।
অন্য ৫টি সেহুন্দা দিভিসিওন ক্লাব লা লিগা দলের বিপক্ষে লড়বে।
৮টি লা লিগা ক্লাব একে অপরের বিরুদ্ধে লড়বে।
স্থানীয় দল পাত্র: নিম্ন বিভাগের ক্লাবগুলো তাদের হোমে প্রথম লেগ খেলবে।
নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ
৫ ডিসেম্বর ২০১৮
১৬ দলের পর্ব ১৩ ডিসেম্বর ২০১৮ ৯ জানুয়ারি ২০১৯ ১৬→৮ প্রতিপক্ষ পাত্র: ড্রয়ের মাধ্যমে।
স্থানীয় দল পাত্র: নিম্ন বিভাগের ক্লাবগুলো তাদের হোমে প্রথম লেগ খেলবে।
নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ।
১৬ জানুয়ারি ২০১৯
কোয়ার্টার ফাইনাল অনির্ধারিত ২৩ জানুয়ারি ২০১৯ ৮→৪ প্রতিপক্ষ পাত্র: ড্রয়ের মাধ্যমে।
স্থানীয় দল পাত্র: ড্রয়ের ভাগ্য অনুযায়ী।
নকআউট টুর্নামেন্ট ধরন: ডাবল ম্যাচ।
৩০ জানুয়ারি ২০১৯
সেমি ফাইনাল অনির্ধারিত ৬ ফেব্রুয়ারি ২০১৯ ৪→২
২৭ ফেব্রুয়ারি ২০১৯
ফাইনাল ২৫ মে ২০১৯[১] ২→১ একক ম্যাচ, আরএফইএফ দ্বারা স্টেডিয়াম নির্ধারিত হবে।
উয়েফা ইউরোপা লীগ বাছাইপর্ব: বিজয়ী ক্লাব সরাসরি ২০১৯–২০ উয়েফা ইউরোপা লীগের গ্রুপ পর্বে প্রবেশ করবে।
নোট
  • ডাবল ম্যাচের রাউন্ডে অ্যাওয়ে গোল নিয়ম কার্যকর, একক ম্যাচের রাউন্ডে নয়।
  • একক ম্যাচ যদি সমতায় শেষ হয়, তবে অতিরিক্ত সময়ের খেলার মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে; এবং যদি এরপরও সমতা থাকে তবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "La final de Copa cerrará la temporada 18/19" (স্পেনীয় ভাষায়)। RFEF। ৩০ জুলাই ২০১৮। ৩১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]