উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই তালিকাতে সাধারণত বাংলা ভাষায় প্রকাশিত অথবা বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত এমনসব উৎসের তালিকা রয়েছে যা বাংলা উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাবে না। তালিকাটি উইকিপিডিয়ার নির্ভরযোগ্য উৎসের নীতিমালা অনুসারে সম্প্রদায়ের সম্মতিতে তৈরি করা হয়েছে। এই তালিকাতে না থাকলেও কোন উৎস উইকিপিডিয়াতে ব্যবহারের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎসের নীতিমালা অনুসারে অনির্ভরযোগ্য হতে পারে। তালিকাটি কোনক্রমেই মূল নীতিমালাকে স্থানান্তর করবে না বরং মূল নীতিমালার সাথে সাথে এটি বাংলা উইকিপিডিয়ার প্রেক্ষাপটে নিবন্ধ তৈরির ক্ষেত্রে অবদানকারীর জন্য সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।

স্প্যামিং বা মূল নীতিমালা অনুসারে একেবারেই অনির্ভরযোগ্য (যেমন, ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগ, ব্যবহারকারী কর্তৃক বিষয়বস্তু জেনারেট হয় এমন সাইট ইত্যাদি) ডোমেইনসমূহ এই তালিকাতে নেই। সংবাদভিত্তিক উৎসসমূহ এখানে প্রাধান্য দেয়া হয়েছে। তালিকাতে কোন ডোমেইন যুক্ত করা অথবা তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ এই পাতার আলাপ পাতায় রাখতে পারেন।

তালিকা

আরও দেখুন