নাকাই ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাকাই
ইউনিয়ন
নাকাই ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

নাকাই ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা

একটি প্রশাসনিক এল।াকা।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

এই অঞ্চলের শিক্ষাহাড় ৬৫%

কৃষি[সম্পাদনা]

নাকাই ইউনিয়ন কৃষিতে অনেক সমৃদ্ধ।

এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভরশীল বেশি।

প্রচুর ধান উৎপাদন হয় এখানে।

অর্থনীতি[সম্পাদনা]

এই অঞ্চলের লোকজন অর্থনৈতিক ভাবে মোটামুটি সমৃদ্ধশালী

কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]

মোঃ আবুল হোসেল

অঞ্চলের এক সময়ের বিখ্যাত বিড়ি

আবুল বিড়ি ফ্যাক্টরির মালিক।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

এক নজরে নাকাই ইউনিয়নঃ কালের স্বাক্ষী বহনকারী গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নাকাই ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ নাকই ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধমীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব স্বকিয়তা আজও সমুজ্জল। (ক)নাম-০৮নং নাকাই ইউনিয়ন পরিষদ। (খ) আয়তন-১৫(বর্গ কি.মি.) (গ) লোকসংখ্যা- ৩৯২০০জন (প্রায়)। (ঘ) গ্রামের সংখ্যা- ১১টি। (ঙ) মৌজা সংখ্যা-১১টি। (চ) হাট/বাজার সংখ্যা-০২টি। (ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম-সি এনজি, রিক্সা, ভ্যান। (জ) শিক্ষার হার-৮০%। (ঝ) তহসীল অফিস-১টি (ঞ) ডাকঘর-২টি কমিউনিটি ক্লিনিক-০৩টি কলেজ-২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৯টি। বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়-০৭টি। উচ্চ বিদ্যালয়-০৩টি। এবতেদায়ী মাদ্রাসা-০৫টি। দাখিল মাদ্রাসা-০৩টি। (ঝ) দায়িত্বরত চেয়ারম্যান-জনাব আব্দুল কাদের প্রধান (ঞ) ইউপি ভবন স্থাপন কাল-০৩/১০/২০১০ইং।