জেরাল্ডিন ফিট্‌জেরাল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরাল্ডিন ফিট্‌জেরাল্ড
Geraldine Fitzgerald
১৯৫৬ সালে জেরাল্ডিন ফিট্‌জেরাল্ড
জন্ম
জেরাল্ডিন ম্যারি ফিট্‌জেরাল্ড

(১৯১৩-১১-২৪)২৪ নভেম্বর ১৯১৩
গ্রেস্টোন্স, কাউন্টি উইকলো, আয়ারল্যান্ড
মৃত্যু১৭ জুলাই ২০০৫(2005-07-17) (বয়স ৯১)
মৃত্যুর কারণআলৎসহাইমারের রোগ
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৩২-১৯৯১
দাম্পত্য সঙ্গীএডওয়ার্ড লিন্ডসে-হগ (বি. ১৯৩৬; বিচ্ছেদ. ১৯৪৬)
স্টুয়ার্ট শেফটেল (বি. ১৯৪৬; মৃ. ১৯৯৪)
সন্তান২, মাইকেল লিন্ডসে-হগ সহ
পুরস্কারডেটাইম এমি পুরস্কার (১৯৭৯)

জেরাল্ডিন ম্যারি ফিট্‌জেরাল্ড (ইংরেজি: Geraldine Mary Fitzgerald; জন্ম: ২৪ নভেম্বর ১৯১৩ - ১৭ জুলাই ২০০৫)[১] ছিলেন একজন আইরিশ অভিনেত্রী এবং আমেরিকান থিয়েটার হল অব ফেমের সদস্য।[২] ষাট বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন এবং উদারিং হাইটস (১৯৩৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফিট্‌জেরাল্ড ১৯১৩ সালের ২৪শে নভেম্বর আয়ারল্যান্ডের কাউন্টি উইকলোর গ্রেস্টোন্সে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা এডওয়ার্ড মার্টিন ফিট্‌জেরাল্ড ছিলেন একজন অ্যাটর্নি এবং মাতা এডিথ ক্যাথরিন রিচার্ডস।[৪][৫] তার পিতা রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী এবং তার মাতা ছিলেন অ্যাংলো-আইরিশ[৪]প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী, যিনি পরবর্তীকালে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন।

তিনি ডাবলিন স্কুল অব আর্টে চিত্রকলা বিষয়ে পড়াশোনা করেন। তার খালা অভিনেত্রী শেলা রিচার্ডের অনুপ্রেরণায় তিনি ১৯৩২ সালে ডাবলিনস গেট থিয়েটারে অভিনয় জীবন শুরু করেন। ডাবলিনে দুই মৌসুম কাটানোর পর তিনি লন্ডনে চলে যান। সেখানে তিনি ব্রিটিশ চলচ্চিত্রে কাজ করে সফলতা অর্জন করেন। তিনি দ্য মিল অন দ্য ফ্লস (১৯৩৬) চলচ্চিত্রে ম্যাগি টুলিবার চরিত্রে অভিনয় করেন ও একই বছরের শেষের দিকে দ্য টার্ন অব দ্য টাইড এবং ক্যাফে মাসকট (১৯৩৭) চলচ্চিত্রে অভিনয় করেন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

ফিট্‌জেরাল্ড চলচ্চিত্রে সফলতা দিয়ে ১৯৩৮ সালে নিউ ইয়র্ক ও ব্রডওয়ে মঞ্চে কাজের সুযোগ পান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অরসন ওয়েলসের বিপরীতে মার্কারি থিয়েটারের প্রযোজনায় হার্টব্রেক হাউজ মঞ্চনাটকে কাজ করেন। হলিউডের প্রযোজক হ্যাল বি. ওয়ালিস এই নাটকে তার কাজ দেখেন এবং তাকে ওয়ার্নার ব্রসের সাথে চুক্তিবদ্ধ করান।[৬] ১৯৩৯ সালে তার প্রধান দুটি সাফল্য হল ডার্ক ভিক্টরি চলচ্চিত্রে বেটি ডেভিসের সাথে ঘনিষ্ঠ বন্ধু চরিত্র এবং উইলিয়াম ওয়াইলারের উদারিং হাইটস চলচ্চিত্রের ইসাবেলা লিন্টন চরিত্র। দ্বিতীয় ছবিটিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Geraldine Fitzgerald"এনএনডিবি। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  2. "Theater Hall of Fame Members"থিয়েটার হল অব ফেম। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  3. "Geraldine Fitzgerald"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  4. অ্যাডামস, বার্নার্ড (১৯ জুলাই ২০০৫)। "Geraldine Fitzgerald"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  5. The Irish Law Times and Solicitors' Journal (ইংরেজি ভাষায়)। জে. ফ্যালকনার। ১৯৬৬। পৃষ্ঠা ২২। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  6. লাইম্যান, রিক (১৯ জুলাই ২০০৫)। "Geraldine Fitzgerald, 91, Star of Stage and Film, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]