আলেক্সেই ব্রুসিলভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক্সেই আলেক্সেয়েভিচ ব্রুসিলভ
১৯১৪ সালে আলেক্সেই ব্রুসিলভ
জন্ম৩১ আগস্ট ১৮৫৩
তিফলিস, ককেশাস ভাইসরয়‍্যাল্টি, রুশ সাম্রাজ্য (বর্তমান তিবিলিসি, জর্জিয়া)
মৃত্যু১৭ মার্চ ১৯২৬
মস্কো, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন (বর্তমান মস্কো, রাশিয়া)
আনুগত্যরুশ সাম্রাজ্য রুশ সাম্রাজ্য
টেমপ্লেট:দেশের উপাত্ত Russian Republic রুশ প্রজাতন্ত্র
রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত রাশিয়া
সেবা/শাখারুশ সাম্রাজ্য রুশ সাম্রাজ‍্যের সেনাবাহিনী
রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র লাল ফৌজ
কার্যকাল১৮৭২–১৯২৪
পদমর্যাদাজেনারেল অফ দ‍্য ক‍্যাভালরি
যুদ্ধ/সংগ্রামরুশ–তুর্কি যুদ্ধ
প্রথম বিশ্বযুদ্ধ
পোলিশ–সোভিয়েত যুদ্ধ
পুরস্কারsee below
স্বাক্ষর

আলেক্সেই আলেক্সিয়েভিচ ব্রুসিলভ (রুশ: Алексе́й Алексе́евич Бруси́лов; ৩১ আগস্ট ১৮৫৩ – ১৭ মার্চ ১৯২৬) ছিলেন একজন রুশ জেনারেল এবং রণকৌশলবিদ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উক্ত যুদ্ধে রাশিয়ার সবচেয়ে সফল আক্রমণাভিযান ব্রুসিলভ আক্রমণ ১৯১৬ সালে তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। এসময় ব‍্যবহৃত নতুন আক্রমণাত্মক রণকৌশল ছিল তার নিজস্ব উদ্ভাবন। তার উদ্ভাবনী ও সফল রণকৌশল পরবর্তীতে জার্মানরা অনুকরণ করে।

অভিজাত পরিবারে জন্ম নেয়া ব্রুসিলভ অশ্বারোহী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন, কিন্তু ১৯১৪ সালের মধ‍্যে তিনি অনুধাবন করেন যে মেশিনগান ও গোলন্দাজ বাহিনীর কাছে অসহায় অশ্বারোহী বাহিনী নতুন যুগের রণকৌশলে গুরুত্বহীন। ইতিহাসবিদদের মতে, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রুসিলভ ছিলেন একমাত্র রুশ জেনারেল যিনি বড় কোনো যুদ্ধ জয়ে সক্ষম ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ব্রুসিলভ ১৮৫৩ সালের ৩১ আগস্ট তদানীন্তন রুশ সাম্রাজ্যের ককেশাস ভাইসরয়-শাসিত প্রদেশের তিফলিস শহরে (বর্তমান জর্জিয়ার তিবিলিসি) জন্মগ্রহণ করেন। তার বাবা আলেক্সেই ব্রুসিলভ ছিলেন জাতিতে রুশ, আর তার মা অ‍্যানা লুইজা নিয়েস্তোজেমস্কা ছিলেন জাতিতে পোলিশ। ব্রুসিলভের পরিবারের সদস‍্যরা তিন পুরুষ ধরে জারের সৈন‍্যবাহিনীতে অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, এবং তার দাদা ১৮১২ সালে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময় নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার বাবা ছিলেন রুশ সৈন‍্যবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল। তিনি ১৮৫৬ সালে যক্ষ্মায় মৃত‍্যুবরণ করেন। ব্রুসিলভের মাও এর অল্প কিছুদিনের মধ্যেই মারা যান এবং শিশু অবস্থায় তিনি কুতাইসিতে তার আত্মীয়দের কাছে বড় হন।

১৪ বছর বয়স পর্যন্ত তার জন‍্য বাড়িতেই শিক্ষাগ্রহণের ব‍্যবস্থা করা হয়। তিনি ১৮৬৭ সালে সেন্ট পিটার্সবার্গে ইম্পেরিয়াল কোর অফ পেইজেস-এ যোগ দেন। প্রথম বছরের পর ব্রুসিলভের একজন শিক্ষক তার সম্পর্কে মন্তব্য করেন

রুশ–তুর্কি যুদ্ধ[সম্পাদনা]

প্রথম বিশ্বযুদ্ধ[সম্পাদনা]

ব্রুসিলভ আক্রমণ[সম্পাদনা]