নাউতারা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাউতারা
ইউনিয়ন
ডাকনাম: নাউতারা ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাডিমলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসাইফুল ইসলাম লেলিন
উচ্চতা[১]৫৫ মিটার (১৮০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,৬৫০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নাউতারা ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[২]

অবস্থান[সম্পাদনা]

৬নং নাউতারা ইউনিয়ন নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে খগাখড়িবাড়ী ইউনিয়ন, পূর্বে খালিশা চাপানী ইউনিয়নঝুনাগাছা চাপানী ইউনিয়ন, দক্ষিণে জলঢাকা উপজেলা এবং পশ্চিমে ডিমলা অবস্থিত। এ ইউনিয়নের মাঝ বরাবর নাউতারা নদী এবং পূর্ব দিকে তিস্তা সেচ ক্যানেল বয়ে গেছে।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

নাউতারা ইউনিয়ন ৫টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[৩] গ্রাম সমূহ-

  • আকাশকুড়ি
  • নিজপাড়া
  • নাউতারা
  • কাকড়া
  • সাতজান
  • শালহাটী

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

নাউতারা ইউনিয়নের মোট জনসংখ্যা= ৩১,৬৫০ জন[৪]

  • মহিলা= ১৫,০৩২ জন
  • পুরুষ= ১৬,৬১৮ জন

শিক্ষা[সম্পাদনা]

এ ইউনিয়নে ১টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে।[৫]

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান-

  • নাউতারা আবিউন্নেচ্ছা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
  • নাউতারা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • নিজপাড়া ফাজিল মাদ্রাসা
  • আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়
  • সাতজান উচ্চ বিদ্যালয়
  • সাতজান সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি[সম্পাদনা]

নাউতারা ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এ ইউনিয়নের প্রধান ফসল ধান। তবে ধান ছাড়াও বর্তমানেভূট্টা, গম সহ আরও নানা ধরনের ফসল ফলানো হচ্ছে।

নদ-নদী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Geographic coordinates of Dimla, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  2. জাতীয় তথ্য বাতায়ন
  3. একজনরে নাউতারা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "নাউতারা ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫ 
  5. নাউতারা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]