পূর্ব ছাতনাই ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব ছাতনাই
ইউনিয়ন
ডাকনাম: পূর্ব ছাতনাই ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাডিমলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআব্দুল লতিফ খান
উচ্চতা[১]৫৫ মিটার (১৮০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৫,০০০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

পূর্ব ছাতনাই ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[২] পূর্ব ছাতনাই ইউনিয়ন একটি সীমান্তবর্তি ও তিস্তা নদীর অববাহিকায় হওয়ায় অনুন্নত একটি এলাকা।

অবস্থান[সম্পাদনা]

পূর্ব ছাতনাই ইউনিয়নের উত্তর ও পূর্বে ভারত, দক্ষিণে খগাখড়িবাড়ী ইউনিয়ন এবং পশ্চিমে বালাপাড়া ইউনিয়নপশ্চিম ছাতনাই ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বাংলাদেশ - ভারত সীমান্ত রেখা বরাবর তিস্তা নদী বহমান।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

পূর্ব ছাতনাই ইউনিয়ন ৪টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

  • গ্রামসমূহ-
  1. ছাতনাই
  2. পূর্ব ছাতনাই
  3. ঝাড়সিংহেশ্বর

ইতিহাস[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

পূর্ব ছাতনাই ইউনিয়নের জনসংখ্যা উপাত্ত[৩]-

মোট জনসংখ্যাঃ ৩০০০০ জন।
নারীঃ
পুরুষঃ

শিক্ষা[সম্পাদনা]

ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ০৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি কিন্ডার গার্ডেন রয়েছে।

গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সমুহ-

  • ছাতনাই কলোনী মহাবিদ্যালয়
  • ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • পূর্ব ছাতনাই আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
  • ছাতনাই কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেরিট কেয়ার একাডেমি
  • নর্থ বেঙ্গল নুর একাডেমি

অর্থনীতি[সম্পাদনা]

এখানে মানুষের প্রধান জীবিকা নির্বাহের উৎস হচ্ছে কৃষি।

ইউনিয়নের হাট ও বাজার-

  • কলোনী

দর্শনীয় স্থান[সম্পাদনা]

তিস্তার বিস্তৃতি ঠেকাতে যে বাঁধ (স্পার) দেওয়া হয়েছে। স্পারে অনেক লোকজন বেড়াতে আসে। বিশেষ করে ঈদের সময় সাধারণ পর্যটকদের ভীড় লক্ষ্য করা যায়। তাছাড়া স্থানীয় মানুষেরা গরমের সময় স্পারে বসে শীতল হাওয়া উপভোগ করে।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

আব্দুল লতিফ খাঁনঃ- তিনি এই ইউনিয়ন এর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি জনতা ডিগ্রি কলেজ এর একজন লেকচারার। সাধারণ মানুষ এর আস্থার, ভালবাসার একজন মানুষ তিনি।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ: ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রাখা সাহসী যোদ্ধার জন্ম এই ভূমিতে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Geographic coordinates of Dimla, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  2. "জাতীয় তথ্য বাতায়ন"। পূর্ব ছাতনাই ইউনিয়ন। 
  3. "পশ্চিম ছাতানই ইউনিয়নের জনসংখ্যা"www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫