দারাই নূর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দারাই নূর জেলা
Darai Nur District

دره نور
জেলা
দারাই নূর জেলা, নঙ্গারহার প্রদেশ
দারাই নূর জেলা, নঙ্গারহার প্রদেশ
দেশ আফগানিস্তান
প্রদেশনঙ্গারহার প্রদেশ
রাজধানীদারাই নুর
জনসংখ্যা (২০০২[১])
 • মোট১,২০,০০০
সময় অঞ্চলআফগানিস্তান মান সময় (ইউটিসি+৪:৩০)

দারাই নূর (পুশতু/ফার্সি/পশায়ি: دره نور) আফগানিস্তানের নঙ্গারহার প্রদেশের উত্তরে অবস্থিত একটি জেলা। ২০০২ সালের আদমশুমারির আনুমানিক হিসাবঅনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১২০,০০০ জন এর মতো। যার মধ্যে প্রায় ২৮,০০০ জন এর মত ১২ বছরের কম বয়সী শিশু রয়েছে। জেলাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হলো পশায়ি এবং পশতু।

দারাই নুর নামক গ্রামটি হচ্ছে জেলাটির কেন্দ্রীয় এলাকায় জেলাটিতে মোট নয়টি বড় গ্রাম এবং বেশ কিছু ছোট ছোট গ্রামও রয়েছে। দারাই নূরের বেশ কিছু বিখ্যাত গ্রাম রয়েছে, যার মধ্যে আমলা, বারকোট, খেওয়া, কালাই শাহী, সুতান লাম, নূর গাল এবং কাশমুন্দ অন্যতম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "MRRD Provincial profile for Nangarhar Province" (পিডিএফ)। ৪ মার্চ ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]