ঝালকাঠি সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝালকাঠি সরকারি কলেজ
নীতিবাক্য শিক্ষা. সততা. সেবা
ধরনসরকারি কলেজ
স্থাপিত০১ জুলাই ১৯৬৪ [১]
অধ্যক্ষপ্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিক [২]
ঠিকানা
বরিশাল-খুলনা মহাসড়কের পাশে
, ,
শিক্ষাঙ্গনউপশহর
সংক্ষিপ্ত নামঝা.স.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
ওয়েবসাইটওয়েবসাইট

ঝালকাঠি সরকারি কলেজ ঝালকাঠি জেলা বাংলাদেশের একটি সরকারি কলেজ । এই কলেজটি ঝালকাঠি কলেজ নামে পরিচিত।[৩] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ সেই সাথে রয়েছে ছাত্রাবাস ও ছত্রীনিবাস]। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৪ সালের ১লা জুলাই ঝালকাঠি শহরের ডাঃ এ জামানের অনুপ্রেরণ্য় সুগন্ধা নদীর তীরে পুরাতন একটি ভবনে ঝালকাঠি কলেজ নামে একটি প্রতিষ্ঠা করেন । পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে কলেজ ক্যাম্পাসের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় । ১৯৮০ ইং সালে বর্তমান স্থানে ১৩.৯২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে কলেজটি নতুন ভাবে প্রতিষ্ঠিত হয় । ১৯৮১ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয় এবং পর্যায় ক্রমে কলেজটি বর্তমান অবস্থায় উপনীত হয়।

প্রতিষ্ঠা[সম্পাদনা]

ঝালকাঠি সরকারি কলেজটি ১৯৬৪ সনে প্রতিষ্ঠত হয় এবং ১৯৮০ সনে কলেজটি জাতীয়করণ করা হয়। অত্র জেলায় এইটাই একমাত্র সহশিক্ষা সরকারি কলেজ । ঝালকাঠি জনবহুল জেলা শহর। ৫০ বৎসরের এই পুরাতন এবং খ্যাতি সম্পন্ন কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেনী হইতে স্নাতক সম্মান পর্যন্ত চালু আছে। কলেজটিতে মানসম্মত শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা পরিচালনা করা হয় । কলেজটিতে ১০০ সিট বিশিষ্ট ১টি ছাত্রাবাস রয়েছে ।

অনুষদসমূহ[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক শ্রেণী

  • মানবিক শাখা
  • ব্যবসায় শিক্ষা শাখা
  • বিজ্ঞান শাখা

ডিগ্রী শ্রেণী

  • বি.এ,
  • বি.বি.এস,
  • বি.এসসি ,

সম্মান শ্রেণী

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ [৪]

অবস্থান[সম্পাদনা]

বরিশাল-খুলনা মহাসড়কের পাশে কলেজ মোড়ে অবস্থিত । ঝালকাঠি প্রধান বাস স্টাণ্ড থেকে ২০-২৫ টাকা রিক্সা ভাড়া দিয়ে আসা যায় আথবা পায়ে হেঁটে ১৫-২০ মিনিটে আসা যায়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]