রবার্ট জে. শ্যাসল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট জে. শ্যাসল
জন্ম(১৯৪৬-০৮-২২)২২ আগস্ট ১৯৪৬
বেনিংটন, ভার্মন্ট, যুক্তরাষ্ট্র
মৃত্যু৩০ জুন ২০১৭(2017-06-30) (বয়স ৭০)[১]

রবার্ট "বব" শ্যাসল ছিলেন ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের (এফএসএফ) অন্যতম প্রতিষ্ঠাতাকালীন পরিচালক। শ্যাসল মুক্ত সফটওয়ার ফাউন্ডেশনের একজন তথ্য সংগ্রাহকও ছিলেন।[২] ফ্রি সফটওয়্যার বিষয়ক একজন পূর্ণদিবস বক্তা হিসেবে তিনি এফএসএফ থেকে অবসর নেন।

জীবনী[সম্পাদনা]

রবার্ট বব শ্যাসল ২২ আগস্ট ১৯৪৬ সালে বেনিংটন, ভিটিতে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে তিনি প্রগেসিভ সুপারনিউক্লিয়ার প্যালসিতে (PSP) আক্রান্ত হন, এবং এই রোগে ভুগে ২০১৭ সালের ৩০ জুন মৃত্যুবরণ করেন।

গ্রন্থতালিকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Goodbye to Bob Chassell"Free Software Foundation। ৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৭ 
  2. "GNU's Bulletin"। Free Software Foundation। ১৯৮৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]