নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ
নীতিবাক্যজ্ঞানই আলো
ধরনসরকারি কলেজ
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৩ [১]
অধ্যক্ষঅধ্যাপক আসফাক হোসেন[২]
ঠিকানা
পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
, ,
শিক্ষাঙ্গনউশহর
সংক্ষিপ্ত নামন.ফ.স.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা [৩]
ওয়েবসাইটnfgc.edu.bd
মানচিত্র

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ লাকসাম উপজেলা কুমিল্লা বাংলাদেশের একটি সরকারি কলেজ । এই কলেজটি ফয়জুন্নেছা কলেজ নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।[৪]

ভর্তির যোগ্যতা[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

  • বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ৪.০০
  • মানবিক বিভাগে নূন্যতম জিপিএ ২.৫০
  • ব্যবসায় শিক্ষা বিভাগে নূন্যতম জিপিএ ৩.০০

থাকতে হয়।

ল্যাবসমূহ[সম্পাদনা]

কলেজটিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদানের যতেষ্ট ল্যাব রয়েছে।

  • কম্পিউটার ল্যাব
  • টাইপ ল্যাব
  • সাইন্স ল্যব

অনুষদ সমূহ[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক

  • মানবিক বিভাগ
  • ব্যবসায় শিক্ষা,
  • বিজ্ঞান বিভাগ,

স্নাতক

  • বি.এ
  • বি.এস.এস
  • বি.এস.সি
  • বি.বি.এস

স্নাতক (সম্মান)

  • অর্থনীতি
  • ইংরেজি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • গণিত
  • হিসাববিজ্ঞান
  • ব্যবস্থাপনা

গ্রন্থাগার[সম্পাদনা]

শিক্ষার্থীদের জ্ঞানার্জনের চাহিদা পূরণের জন্য আছে সমৃদ্ধ লাইব্রেরী।

সুযোগ সুবিধা[সম্পাদনা]

ডিজিটাল কন্টেন্ট নির্ভর পাঠদানের লক্ষ্যে চালু করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাশরুম।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]