আলাপ:কুমিল্লা মডেল কলেজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একটি প্রসঙ্গ[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাইয়া, ইতিহাসে লেখা "কুমিল্লা নিউ মডেল সমবায় সমিতি ও ঢাকা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়।" কিন্তু তথ্যছকে লেখা বাংলাদেশ সরকার। এটি কি একটি সরকারি কলেজ? - রাফি (আলাপ) ০৪:১৫, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ user:Rafi Bin Tofa, বিষয়টি ভুলবশত হয়েছে মনে হচ্ছে। অনেক সময় তথ্যছক কপি করে নিয়ে আসার কারণে এরকম হয়। --NahidHossain (আলাপ) ০৪:৩২, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidHossain: না ভাইয়া, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেছে এবং যতটুকু জানি এরকম আরো কয়েকটি মডেল কলেজ সারা বাংলাদেশে আছে। এই নিবন্ধের কলেজটিও তেমন একটি কিনা আমার সঠিক ধারণা নেই। - রাফি (আলাপ) ০৪:৩৬, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এখন তো আমিও কনফিউজড। আমি নিজে রাজশাহী মডেল স্কুল এণ্ড কলেজ থেকে পড়েছি। ওটা সহ বাংলাদেশ এর আরো কয়েকটি কলেজ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রজেক্ট এর মাধ্যমে স্থাপন করা হয়েছিলো. এখন সেগুলা সব সরকারী করণ হয়ে যাওয়ার একটা কথা শুনেছিলাম। এখনকার সঠিক তথ্য জানা নাই। --NahidHossain (আলাপ) ০৪:৪০, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidHossain: তাহলে ভাইয়া একটু ক্ষতিয়ে দেখুন। আর আমরা চাইলে প্রত্যেকটি মডেল স্কুল নিয়ে একটি টেমপ্লেট তৈরি করতে পারি। ঠিক যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ বা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে টেমপ্লেট আছে।- রাফি (আলাপ) ০৪:৫২, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
তা করা গেলে ভালো হবে। তবে এরকম মডেল কলেজ নামে আরো অনেক কলেজ ই হয়ে গেছে। --NahidHossain (আলাপ) ১৭:২১, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]