২০১৮-১৯ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮-১৯ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা
তারিখ ৩১ অক্টোবর – ১৭ নভেম্বর ২০১৮
অধিনায়ক অ্যারন ফিঞ্চ ফাফ দু প্লেসিস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শন মার্শ (১২৮) ডেভিড মিলার (১৯২)
সর্বাধিক উইকেট মার্কাস স্টইনিস (৮) ডেল স্টেইন (৭)
কাগিসো রাবাদা (৭)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান গ্লেন ম্যাক্সওয়েল (৩৮) ফাফ দু প্লেসিস (২৭)
সর্বাধিক উইকেট নাথান কোল্টার-নাইল (২)
অ্যান্ড্রু টাই
লুঙ্গি এনগিডি (২)
ক্রিস মরিস (২)
অ্যান্ডিল ফেহলাকওয়াইও (২)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে, যা অক্টোবর থেকে নভেম্বর ২০১৮-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

ওডিআই টি২০আই
 অস্ট্রেলিয়া  দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া  দক্ষিণ আফ্রিকা

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

২০ ওভার খেলা: প্রধানমন্ত্রী একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

৩১ অক্টোবর ২০১৮
১৩:৫০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা 
১৭৩ (৪২ ওভার)
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ
৬/১৭৪ (৩৬.৩ ওভার)
এইডেন মার্করাম ৪৭ (৫১)
উসমান কাদির ৩/২৮ (১০ ওভার)
জোশ ফিলিপ ৫৭ (৫৩)
লুঙ্গি এনগিডি ২/১৬ (৬ ওভার)
প্রধানমন্ত্রী একাদশ ৪ উইকেটে জয়ী
ম্যানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: শন ক্রেগ (অস্ট্রেলিয়া) ও সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জোশ ফিলিপ (প্রধানমন্ত্রী একাদশ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ব্ল্যাক এডওয়ার্ডস (প্রধানমন্ত্রী একাদশ) তার লিস্ট এ অভিষেক হয়।

৫০ ওভার খেলা: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বনাম দক্ষিণ আফ্রিকা[সম্পাদনা]

১৪ নভেম্বর ২০১৮
১৪:০০
দক্ষিণ আফ্রিকা 
৫/২০১ (২০ ওভার)
অ্যালেক্স রস ৪০ (৩৫)
ক্রিস মরিস ২/৩৫ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪১ রানে জয়ী
অ্যালান বোর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: জেরার্ড আবুড (অস্ট্রেলিয়া) ও ফিলিপ গিলেস্পি (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৪ নভেম্বর ২০১৮
১১:২০
অস্ট্রেলিয়া 
১৫২ (৩৮.১ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৪/১৫৩ (২৯.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ওডিআইতে ১৫০ তম উইকেট।

২য় ওডিআই[সম্পাদনা]

৯ নভেম্বর ২০১৮
১৩:৫০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
২৩১ (৪৮.৩ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
৯/২২৪ (৫০ ওভার)
ডেভিড মিলার ৫১ (৭১)
মার্কাস স্টইনিস ৩/৩৫ (১০ ওভার)
অস্ট্রেলিয়া রানে ৭ জয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: জেরার্ড আবুড (অস্ট্রেলিয়া) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১১ নভেম্বর ২০১৮
১৩:৫০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা 
৫/৩২০ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
৯/২৮০ (৫০ ওভার)
ডেভিড মিলার ১৩৯ (১০৮)
মিচেল স্টার্ক ২/৫৭ (১০ ওভার)
শন মার্শ ১০৬ (১০২)
কাগিসো রাবাদা ২/৪০ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী
বেলেরিভ ওভাল, হোবার্ট
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)

টি২০আই সিরিজ[সম্পাদনা]

একমাত্র টি২০আই[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০১৮
১৮:২০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা 
৬/১০৮ (১০ ওভার)
 অস্ট্রেলিয়া
৭/৮৭ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২১ রানে জয়ী
কারারা স্টেডিয়াম, গোল্ডকোস্ট
আম্পায়ার: জেরার্ড আবুড (অস্ট্রেলিয়া) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাব্রাইজ শামসী (দক্ষিণ আফ্রিকা)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি কারণে বৃষ্টি প্রতি পার্শ্ব ১০ ওভার হ্রাস করা হয়।
  • এই স্থানটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ 
  2. "Six Test matches in Australia's 2018-19 home season"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮ 
  3. "Schedule revealed for 2018-19 season"Cricket Australia। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]