মেলিন্ডা ডিলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেলিন্ডা ডিলন
Melinda Dillon
১৯৭৬ সালে ডিলন
জন্ম
মেলিন্ডা রুথ ডিলন

(১৯৩৯-১০-১৩)১৩ অক্টোবর ১৯৩৯
মৃত্যু৯ জানুয়ারি ২০২৩(2023-01-09) (বয়স ৮৩)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬২-২০০৭
দাম্পত্য সঙ্গীরিচার্ড লিবার্তিনি
(বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৭৮)
সন্তান

মেলিন্ডা রুথ ডিলন (ইংরেজি: Melinda Ruth Dillon; জন্ম: ১৩ অক্টোবর ১৯৩৯)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। ১৯৬৩ সালে হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ? নাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয় এবং এই কাজের জন্য তিনি একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৭৭ সালে ক্লোজ এনকাউন্টার্স অব দ্য থার্ড কাইন্ড চলচ্চিত্রে জিলিয়ান গিলার এবং ১৯৮১ সালের অ্যাবসেন্স অব ম্যালিস চলচ্চিত্রে টেরেসা চরিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল বাউন্ড ফর গ্লোরি (১৯৭৬), ফিস্ট (১৯৭৮), আ ক্রিসমান স্টোরি (১৯৮৩),[২] হ্যারি অ্যান্ড দ্য হেন্ডারসন্স (১৯৮৭), দ্য প্রিন্স অব টাইডস (১৯৯১) এবং ম্যাগনোলিয়া (১৯৯৯)। বাউন্ড ফর গ্লোরি ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Melinda Dillon Biography (1939-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮ 
  2. "'A Christmas Story' Cast: Where Are They Now?"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮ 
  3. "Melinda Dillon"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]