ডাঃ জহুরুল কামাল সরকারি কলেজ

স্থানাঙ্ক: ২৩°৫৭′১৬″ উত্তর ৮৯°৩১′০৬″ পূর্ব / ২৩.৯৫৪৪০১৮৯° উত্তর ৮৯.৫১৮৩৭৩° পূর্ব / 23.95440189; 89.518373
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ থেকে পুনর্নির্দেশিত)
ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ, দুলাই।
ধরনসরকারি কলেজ[১]
স্থাপিত১৯৯৪
অধ্যক্ষআব্দুল লতিফ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৮৩
শিক্ষার্থী৩০০০+
স্নাতকবি.এ, (পাস),

বি.এ (সম্মান), বিবিএ (পাস), বিবিএ (সম্মান),

বি.বি.এস (পাস)
অবস্থান
দুলাই, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা

২৩°৫৭′১৬″ উত্তর ৮৯°৩১′০৬″ পূর্ব / ২৩.৯৫৪৪০১৮৯° উত্তর ৮৯.৫১৮৩৭৩° পূর্ব / 23.95440189; 89.518373
শিক্ষাঙ্গনশহর
ভাষাবাংলা
সংক্ষিপ্ত নামদুলাই কলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটdzkgc.edu.bd
মানচিত্র

ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ পাবনা জেলার সুজানগর উপজেলার একটি সরকারী কলেজ।

ইতিহাস[সম্পাদনা]

ডাঃ জহুরুল কামাল কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি অনেক প্রতিযোগিতার পর ২০১৮ সালের ৮ই আগস্ট জাতীয়করণ ভুক্ত হয়।[২]

অবস্থান[সম্পাদনা]

কলেজটি পাবনা-ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত। ঢাকা থেকে পাবনা যেতে হাতের বামে এবং পাবনা থেকে ঢাকা যাবার সময় হাতের ডান পাশে পরে কলেজটি। দুলাই কলেজ বাজার নেমে ২ মিনিট হাটলেই কলেজে যাওয়া যায়।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

কলেজটি ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স করিয়ে আসছিল। পরে ২০১৩ সাল থেকে ৬ টি বিষয়ে অনার্স চালু করা হয়।

কোর্সসমূহ[সম্পাদনা]

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষাদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও সম্মান / স্নাতক কোর্সে শিক্ষাদান করা হয়। অনার্স/স্নাতক কোর্সসমূহঃ

  1. বাংলা বিভাগ
  2. অর্থনীতি বিভাগ
  3. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  4. ইতিহাস বিভাগ
  5. হিসাববিজ্ঞান বিভাগ
  6. ব্যবস্থাপনা বিভাগ

প্রত্যেক বিভাগেই ৬০ টি করে আসন রয়েছে।

ভবনসমূহ[সম্পাদনা]

এই কলেজে মোট ৫টি ভবন রয়েছে। এদের মধ্যে ১টি চার তলা সমৃদ্ধ, ২টি তিন তলা, ১ টি এক তলা এবং ১টি বিশাল টিনশেড ভবন রয়েছে।

গ্রন্থাগার[সম্পাদনা]

কলেজটিতে একটি সুবিশাল কক্ষে গ্রন্থাগার রয়েছে। সম্মান শ্রেণীর ৬টি বিভাগের জন্য আলাদা আলাদা বই দ্বারা সুসজ্জিত ৪টি আলমারি রয়েছে। রয়েছে এখানেই বসে পড়ার সুযোগ এবং লাইব্রেরী কার্ড এর মাধ্যমে বাইরে নিয়ে বই পড়ার সুযোগ।

তথ্যসূত্র[সম্পাদনা]