২০১৮ বঙ্গবন্ধু গোল্ডকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১৮ বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে পুনর্নির্দেশিত)
২০১৮ বঙ্গবন্ধু গোল্ডকাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ১–১২ অক্টোবর ২০১৮
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ৩ (৩টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ফিলিস্তিন (১ম শিরোপা)
রানার-আপ তাজিকিস্তান
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১৫ (ম্যাচ প্রতি ১.৬৭টি)
শীর্ষ গোলদাতাতাজিকিস্তান কোমরোন তুরসুনোভ (২টি গোল)
সেরা খেলোয়াড়ফিলিস্তিন আব্দেলতিফ বাহদরি

২০১৮ বঙ্গবন্ধু গোল্ডকাপ বা ২০১৮ বঙ্গবন্ধু কাপ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পঞ্চম আসর। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৬ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে এই প্রতিযোগিতার চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যভূক্ত ছয়টি দল এই আসরে অংশ নেয়। ২০১৮ সালের ১লা অক্টোবর হতে ১২ই অক্টোবর তারিখ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশের তিনটি শহরের তিনটি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১] ফাইনালে টাইব্রেকারে তাজিকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিলিস্তিন।[২]

অংশগ্রহণকারী দেশ[সম্পাদনা]

২০১৮ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপে সর্বমোট ৬টি দেশ অংশগ্রহণ করে।[৩] বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান যে, বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রত্যেক উপ-কনফেডারেশন হতে একটি দল করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।[৪] আফগানিস্তান জাতীয় ফুটবল দল এই প্রতিযোগিতার জন্য একটি সম্ভাব্য দল ছিল।[৫] এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশ তাদের প্রথম সারির দল প্রেরণ করেছে, শুধুমাত্র ফিলিপাইন ছাড়া; তারা তাদের দ্বিতীয় সারির দল প্রেরণ করেছে।[৬] নিম্নবর্ণিত দেশসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে:

দেশ ফিফা র‍্যাঙ্কিং পূর্ববর্তী সেরা অর্জন
 বাংলাদেশ (স্বাগতিক) ১৯৩ রানার্স-আপ (২০১৫)
 লাওস ১৭৮ – (অভিষেক)
   নেপাল ১৬০ বিজয়ী (২০১৬)
 ফিলিস্তিন ১০০ – (অভিষেক)
 ফিলিপাইন ১১৪ – (অভিষেক)
 তাজিকিস্তান ১২০ – (অভিষেক)

ড্র[সম্পাদনা]

২০১৮ সালের ১লা সেপ্টেম্বর তারিখে, ঢাকার লে মেরিডিয়েন ঢাকা হোটেলে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয় যেখানে প্রত্যেক গ্রুপে ৩টি দল থাকে।[৩][৭]

মাঠ[সম্পাদনা]

এই প্রতিযোগিতার ৯টি ম্যাচ সর্বমোট ৩টি মাঠে আয়োজন করা হয়। সিলেটের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের সকল খেলা অনুষ্ঠিত হয় এবং সেমি-ফাইনাল দুটি অনুষ্ঠিত হয় কক্সবাজারের কক্সবাজার স্টেডিয়ামে। ২০১৮ সালের ১২ই অক্টোবর তারিখে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।[৮]

ঢাকা সিলেট কক্সবাজার
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সিলেট জেলা স্টেডিয়াম কক্সবাজার স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০ ধারণক্ষমতা: ২৫,০০০ ধারণক্ষমতা: ৫,০০০

খেলা পরিচালক[সম্পাদনা]

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফিলিস্তিন +৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 তাজিকিস্তান
   নেপাল −৩
নেপাল   ০–২ তাজিকিস্তান
প্রতিবেদন


ফিলিস্তিন ১–০   নেপাল
প্রতিবেদন
রেফারি: মোহাম্মদ জালাল উদ্দিন (বাংলাদেশ)

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফিলিপাইন +৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 বাংলাদেশ (H)
 লাওস −৩
উৎস: সকারওয়ে
(H) স্বাগতিক।
বাংলাদেশ ১–০ লাওস
প্রতিবেদন
রেফারি: মাহমুদ আল-মাজারাফি (ওমান)


বাংলাদেশ ০–১ ফিলিপাইন
প্রতিবেদন
রেফারি: জাইদ থামের মোহাম্মদ (ইরাক)

নকআউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৯ অক্টোবর
 
 
 ফিলিপাইন
 
১২ অক্টোবর
 
 তাজিকিস্তান
 
 তাজিকিস্তান০ (৩)
 
১০ অক্টোবর
 
 ফিলিস্তিন (পে.)০ (৪)
 
 ফিলিস্তিন
 
 
 বাংলাদেশ
 

সেমি-ফাইনাল[সম্পাদনা]

ফিলিপাইন ০–২ তাজিকিস্তান
প্রতিবেদন
রেফারি: মাহমুদ আল-মাজারাফি (ওমান)

ফিলিস্তিন ২–০ বাংলাদেশ
প্রতিবেদন
রেফারি: জাইদ থামের মোহাম্মদ (ইরাক)

ফাইনাল[সম্পাদনা]

গোলদাতাগণ[সম্পাদনা]

৯ ম্যাচে ১.৬৭ গড় মোট ১৫টি গোল হয়েছে।

১ গোল

বিজ্ঞাপনী উদ্যোগ[সম্পাদনা]

স্থানীয় খেলাধুলাভিত্তিক প্রতিষ্ঠান কে-স্পোর্টস এই প্রতিযোগিতার স্বত্ব ক্রয় করেছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangabandhu Gold Cup 2018 from Oct 1 with 6 international teams" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৯ আগস্ট ২০১৮। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮ 
  2. "বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন"প্রথম আলো। ১২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৮ 
  3. "Bangabandhu Gold Cup: Bangladesh pitted with Philippines, Laos"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "K-Sports snaps up rights to Gold Cup"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ। ১০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮ 
  5. "Gold Cup in October?"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ। ৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮ 
  6. "First teams add fire"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 
  7. "Bangabandhu Gold Cup draw held" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১ সেপ্টেম্বর ২০১৮। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  8. "Bangladesh, Laos to kick off Bangabandhu Gold Cup"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৮