নবাবপুর ইউনিয়ন, সোনাগাজী

স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯১°২৭′৪৭″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯১.৪৬৩০৬° পূর্ব / 22.91944; 91.46306
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবাবপুর
ইউনিয়ন
৯নং নবাবপুর ইউনিয়ন পরিষদ
নবাবপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
নবাবপুর
নবাবপুর
নবাবপুর বাংলাদেশ-এ অবস্থিত
নবাবপুর
নবাবপুর
বাংলাদেশে নবাবপুর ইউনিয়ন, সোনাগাজীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯১°২৭′৪৭″ পূর্ব / ২২.৯১৯৪৪° উত্তর ৯১.৪৬৩০৬° পূর্ব / 22.91944; 91.46306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাসোনাগাজী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯৩২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নবাবপুর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

নবাবপুর ইউনিয়নের আয়তন ২৩.৭৮ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সোনাগাজী উপজেলার উত্তর-পূর্বাংশে নবাবপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে আমিরাবাদ ইউনিয়ন, পশ্চিমে আমিরাবাদ ইউনিয়নফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন, উত্তরে কালিদাস পাহালিয়া নদীফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন এবং পূর্বে কালিদাস পাহালিয়া নদীফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

নবাবপুর ইউনিয়ন সোনাগাজী উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাগাজী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  • ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়।
  • দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমিরাবাদ বি,সি লাহা স্কুল এন্ড কলেজ,নবাবপুর বাজার।
  • গোয়ালিয়া অন্নদা চরন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ভোর বাজার আদর্শ কিন্ডার গার্ডেন।
  • তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।
  • নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • নাজিরপুর সুফিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা।
  • আল - আমিন আদর্শ নূরানী মাদ্রাসা।
  • দারুন নাজাত হিফযখানা ও মাদ্রাসা।ভোর বাজার।
  • আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • নবাবপুর রয়্যাল ইনস্টিটিউট।
  • মধ্যম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ফতেহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

১। ফেনী থেকে লালপুল হয়ে কসকা বাজার। তারপর কসকা থেকে ৪ কিলোমিটার দক্ষিণে সিএনজি যোগে নবাবপুর, তারপর ভোর বাজার।

২। ফেনী থেকে লালপুল হয়ে সোজা দক্ষিণে ডাক বাংলা।তারপর ডাক বাংলা হয়ে পূর্ব দিকে সিএঞ্জি যোগে ভোর বাজার ।তারপর আবার সিএঞ্জি যোগে সোজা পূর্ব দিকে নবাবপুর বাজার।

খাল ও নদী[সম্পাদনা]

কালিদাস পাহালিয়া খাল,

মুহুরী নদী

হাট-বাজার[সম্পাদনা]

নবাবপুর বাজার

ভোর বাজার

বন্দর মার্কেট

পাটোয়ারী পুকুর

স্লুইস গেইট

মহদিয়া

মমতাজ মিয়ার হাট এর একাংশ

দর্শনীয় স্থান[সম্পাদনা]

জহির রায়হানের পুরাতন বাড়ি। পরীর দিঘি, খাজা আহম্মদ সেতু, কালিদাস পাহালিয়া নদী এবং বন্দর মার্কেট সেতু। ১নং স্লুইসগেট।

জনপ্রতিনিধি : ইউপি চেয়ারম্যান - জহিরুল আলম জহির[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]