লালমাটিয়া সরকারি মহিলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(লালমাটিয়া মহিলা কলেজ থেকে পুনর্নির্দেশিত)
লালমাটিয়া সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৬
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
সভাপতিঅ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি
অধ্যক্ষপ্রফেসর ড. মো. রফিকুল ইসলাম
ঠিকানা
লালমাটিয়া বি ব্লক
, ,
১২০৭
,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামলামক
ওয়েবসাইটwww.lalmatiamohilacollege.edu.bd
মানচিত্র

লালমাটিয়া সরকারি মহিলা কলেজ ঢাকা বাংলাদেশের একটি সরকারি কলেজ। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।[১]

কলেজটির যাত্রা শুরু ২৫ জন শিক্ষার্থী নিয়ে, ১২ বিঘা জমির ওপর ভবন। কলেজের এক স্মরণিকায় উল্লেখ করা হয়েছে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল লালমাটিয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটির উদ্যোগে। সোসাইটির টাকা, নিজেদের ব্যক্তিগত সংগ্রহ এবং বিত্তবান ব্যক্তিদের সহায়তায় কলেজটি দাঁড়িয়ে গেছে। এখন এর শিক্ষার্থী প্রায় সাত হাজার। শিক্ষক ১৩১ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৬ সালে লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। এখন ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক কোর্সের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস, সম্মান, মাস্টার্স প্রিলিমিনারি এবং ফাইনাল কোর্স রয়েছে এখানে।

প্রতিষ্ঠা ও অর্জন[সম্পাদনা]

কলেজটি ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক স্তরে ঢাকা মহানগরের শ্রেষ্ঠ শিক্ষালয়ের গৌরব অর্জন করেছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাংকিং-২০১৫ এ সমগ্র বাংলাদেশের সরকারি ও বেসরকারী পর্যায়ের অনার্স ও মাস্টার্স কলেজের মধ্যে ১০ম এবং বেসরকারী কলেজের মধ্যে ২য় স্থান অধিকার করে। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে দেশের অন্যতম সেরা পোস্ট গ্রাজুয়েট কলেজ হওয়ার গৌরব অর্জন করে এবং মহিলা কলেজগুলো মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।[৩][৪]

অনুষদ সমূহ[সম্পাদনা]

  • ইংরেজি,
  • রাষ্ট্রবিজ্ঞান,
  • সমাজকর্ম,
  • অর্থনীতি,
  • মার্কেটিং,
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং,
  • হিসাববিজ্ঞান,
  • ব্যবস্থাপনা,
  • গণিত,
  • প্রাণিবিদ্যা,
  • বিবিএ (প্রফেশনাল)

গবেষণাগার[সম্পাদনা]

কলেজটিতে পর্দথবিজ্ঞান, গণিত, রসায়ন, জীববিজ্ঞান, সাচিবিকবিদ্যা ও অফিস ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং ভূগোল সহ ৮টি গবেষণাগার রয়েছে।

অবস্থান[সম্পাদনা]

লালমাটিয়া মহিলা কলেজ
লালমাটিয়া হাউজিং সোসাইটি
লালমাটিয়া
ঢাকা-১২০৭, বাংলাদেশ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]