আর্থার লো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্থার লো
Arthur Lowe
জন্ম(১৯১৫-০৯-২২)২২ সেপ্টেম্বর ১৯১৫
মৃত্যু১৫ এপ্রিল ১৯৮২(1982-04-15) (বয়স ৬৬)
বার্মিংহাম, ইংল্যান্ড[১]
মৃত্যুর কারণস্ট্রোক
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৫-১৯৮২

আর্থার লো (ইংরেজি: Arthur Lowe; আর্থার লূয়্‌, জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯১৫ - ১৫ এপ্রিল ১৯৮২) ছিলেন একজন ইংরেজ অভিনেতা। ত্রিশ বছরের অধিক অভিনয় জীবনে তিনি অসংখ্য মঞ্চনাটক, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটিশ সিটকম ড্যাড্‌স আর্মি-এ ক্যাপ্টেন ম্যানারিং চরিত্রে অভিনয় করে টেলিভিশনে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন[২] এবং এই কাজের জন্য সাতবার বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ও লাকি ম্যান! (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লো ১৯১৫ সালের ২২শে সেপ্টেম্বর ডার্বিশায়ারের হেফিল্ডে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা আর্থার লো সিনিয়র (১৮৮৮-১৯৭১) ও মাতা ম্যারি অ্যানি ফোর্ড (১৮৮৫-১৯৮১)। তার পিতা একটি রেলওয়ে কোম্পানিতে কাজ করতেন এবং বিশেষ রেলের মাধ্যমে উত্তর ইংল্যান্ড ও মিডল্যান্ডে মঞ্চ সফরকারী কোম্পানির এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের দায়িত্বে ছিলেন।[৪] আর্থার জুনিয়র ম্যানচেস্টারের লেভেনশুলমের চ্যাপেল স্ট্রিটের চ্যাপেল স্ট্রিট জুনিয়র স্কুলে পড়াশোনা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Family Announcements, Arthur Lowe - Funeral Directors and services - Family Announcements Announcements"ফ্যামিলি অ্যানাউন্সমেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ 
  2. পেরি, জিমি (১৬ এপ্রিল ২০১৩)। "Dad's Army creator on 'captain of comedy' Arthur Lowe: from the archive, 16 April 1982"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ 
  3. GRO Register of Births: DEC 1915 7b 1413 HAYFIELD – Arthur Lowe।
  4. "The Stardom of Suburban Man", ইভনিং নিউজ, লন্ডন, ২৮ অক্টোবর ১৯৮৮।

বহিঃসংযোগ[সম্পাদনা]