কন্যাদান (১৯৯৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কন্যাদান
কন্যাদান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকদেলোয়ার জাহান ঝন্টু
প্রযোজকশাবানা
রচয়িতাদেলোয়ার জাহান ঝন্টু
শ্রেষ্ঠাংশে
সুরকারআনোয়ার জাহান নান্টু
চিত্রগ্রাহকজাকির হোসেন
সম্পাদকদিলদার হাসান
প্রযোজনা
কোম্পানি
এস. এস. প্রোডাকশন্স লিঃ
পরিবেশকএস. এস. প্রোডাকশন্স লিঃ
মুক্তি
  • ৩ মার্চ ১৯৯৫ (1995-03-03)[১]
স্থিতিকাল১৫১ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কন্যাদান হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং এস. এস. প্রোডাকশন্স লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শাবানা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, সালমান শাহ, লিমা, ও হুমায়ুন ফরীদি

চলচ্চিত্রতি ১৯৯৫ সালের ৩রা মার্চ বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব[সম্পাদনা]

এছাড়া আরও অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন আওলাদ, হারুন, সেকান্দর, জামাল, কমল, চুন্নু, মাহবুব, ফরহাদ, রাজু, ও আনোয়ার।

সঙ্গীত[সম্পাদনা]

কন্যাদান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান নান্টু। গীত রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."খান চাচার জান বাঁচা"দেলোয়ার জাহান ঝন্টুআনোয়ার জাহান নান্টুআগুন 
২."পাগল আমায় বলোনা"দেলোয়ার জাহান ঝন্টুআনোয়ার জাহান নান্টুএন্ড্রু কিশোর 
৩."এক দুষ্টু মেয়টির মিষ্টি হাসি"দেলোয়ার জাহান ঝন্টুআনোয়ার জাহান নান্টুএন্ড্রু কিশোর 
৪."রিমঝিম রিমঝিম বর্ষা এলো"দেলোয়ার জাহান ঝন্টুআনোয়ার জাহান নান্টুএন্ড্রু কিশোর ও রুনা লায়লা 
৫."শোন শোন খুকুমনি"দেলোয়ার জাহান ঝন্টুআনোয়ার জাহান নান্টুআঁখি আলমগীর 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]