লেমুয়া ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°২৬′৪৭″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৪৪৬৩৯° পূর্ব / 22.95417; 91.44639
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেমুয়া
ইউনিয়ন
৯নং লেমুয়া ইউনিয়ন পরিষদ
লেমুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লেমুয়া
লেমুয়া
লেমুয়া বাংলাদেশ-এ অবস্থিত
লেমুয়া
লেমুয়া
বাংলাদেশে লেমুয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°২৬′৪৭″ পূর্ব / ২২.৯৫৪১৭° উত্তর ৯১.৪৪৬৩৯° পূর্ব / 22.95417; 91.44639 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাফেনী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোশাররফ উদ্দিন নাছিম
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯০১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

লেমুয়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

আয়তন ৬.৪ (বর্গ কি:মি:)

জনসংখ্যা[সম্পাদনা]

লোক সংখ্যা ৩৫,০০০ জন (প্রায়)

জনবল[সম্পাদনা]

লেমুয়া ইউনিয়ন পরিষদে তের জন নির্বাচিত পরিষদ সদস্য,একজন ইউনিয়ন পরিষদ সচিব ও ০৯ (নয়) জন ইউনিয়ন গ্রাম পুলিশ রয়েছে।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

ফেনী সদর উপজেলার দক্ষিণাংশে লেমুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ফরহাদনগর ইউনিয়ন, উত্তরে ছনুয়া ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কালিদহ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে ধলিয়া ইউনিয়ন এবং দক্ষিণে কালিদাস পাহালিয়া নদীসোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

লেমুয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • লেমুয়া
  • দক্ষিণ লেমুয়া
  • মধ্যম লেমুয়া 
  • কেরনীয়া
  • বাণিজ্যিক এলাকা
  • সওদাগর পাড়া
  • মাষ্টার পাড়া
  • নেয়াজপুর
  • তেরবাড়ীয়া           
  • মীরগঞ্জ
  • উত্তর চাঁদপুর
  • মধ্যম চাঁদপুর             
  • দক্ষিণ চাঁদপুর 
  • ধর্মপুর          
  • রামপুর
  • নেয়ামতপুর             
  • নারায়নপুর
  • কসবা             

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

[তথ্যসূত্র প্রয়োজন]

মাধ্যমিক বিদ্যালয়:-
  • লেমুয়া উচ্চ বিদ্যালয়
  • শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়
  • উত্তর চাঁদপুর উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা:-
  • লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • আব্দুল কাদের জিলানী মাদ্রাসা
  • লেমুয়া মডেল মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয় -
  • দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ চাঁদপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ চাঁদপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেরোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নেয়াজপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • মজুমদারহাট মডেল একাডেমী
  • লেমুয়া একাডেমী
  • দি চিলড্রেন এডুকেশন ইনস্টিটিউট
  • এন এস পিপলস একাডেমী

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ফেনী শহর হতে ৭ কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লেমুয়া ব্রীজ এর অবস্থান। প্রধান যোগাযোগ মাধ্যম আনন্দ সুপার বাস ও লেগুনা।

খাল ও নদী[সম্পাদনা]

কালিদাস পাহালিয়া খাল।

হাট-বাজার[সম্পাদনা]

লেমুয়া বাজার, কসকা বাজার, মজুমদার হাট।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

নিহাল পল্লী, লেমুয়া বেইলী ব্রীজ।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ:[২]

  • মো: ইসহাক ভূঁঞা
  • মুন্সি নুর আহাং (ভারপ্রাপ্ত)
  • শাহাদাত হোসেন (মিন্টু)
  • শেখ মো: বাহার উল্ল্যাহ্
  • আবু তাহের শাহীন
  • মো: জাফর উল্ল্যাহ ভূঁঞা (ভারপ্রাপ্ত)
  • মো: ফেরদৌস কোরাইশী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লেমুয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 
  2. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]