উদয় (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উদয় (তামিল চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
উদয়
পরিচালকআড়াগাম পেরুমাল
প্রযোজকপিরামিড নাটরাজন
রচয়িতাসুজাতা রঙ্গরাজন (সংলাপ)
চিত্রনাট্যকারআড়াগাম পেরুমাল
কাহিনিকারআড়াগাম পেরুমাল
শ্রেষ্ঠাংশেবিজয়
সিমরান
নছর
বিবেক
সুরকারএ আর রহমান (গান)
প্রবীণ মণি (আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকপ্রিয়া
সম্পাদকরাজা মোহাম্মাদ
প্রযোজনা
কোম্পানি
পিরামিড এন্টারটেইনমেন্ট
মুক্তি১৪ এপ্রিল ২০০৪
স্থিতিকাল১৩৩ মিনিট
দেশভারত
ভাষাতামিল

উদয় হচ্ছে ২০০৪ সালে মুক্তি পাওয়া একটি তামিল চলচ্চিত্র যেটি আড়াগাম পেরুমাল পরিচালনা করেন। চলচ্চিত্রটিতে বিজয় এবং সিমরান মুখ্য ভূমিকায় অভিনয় করেন, এছাড়াও বিবেক, নছর এবং রাজেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। চলচ্চিত্রটির গানগুলোর সুর এ আর রহমান করেছিলেন এবং আবহ সঙ্গীতের দায়িত্ব ছিলেন প্রবীণ মণি।

প্রযোজনা[সম্পাদনা]

তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতনামা পরিচালক মণি রত্নম এর সহকারী হিসেবে কাজ করা আড়াগাম পেরুমাল পরিচালিত এই 'উদয়' ছিলো প্রথম চলচ্চিত্র।[১] সিমরানকে নেওয়া হয় মুখ্য অভিনেত্রীর চরিত্রে এবং ১৯৯৮ সালের শুরুর দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।[২][৩] বিজয় এবং সোফিয়া হককে নিয়ে একটি আইটেম গানের শুটিং করা হয় ২০০০ সালে।[৪]

চলচ্চিত্রটির কাজ শেষ হতে দেরি হওয়ায় পেরুমালকে সবাই দুর্ভাগা পরিচালক হিসেবে আখ্যা দিতে থাকে, অরবিন্দ স্বামী এবং কারিশমা কাপুরকে নিয়ে করা চলচ্চিত্র 'মুদাল মুদালাগা' আলোর মুখ দেখতে পারেনি। যদিও মণি রত্নমের প্রযোজনায় পেরুমাল 'দম দম দম' পরিচালনা করেন মাধবন এবং জ্যোতিকাকে নিয়ে যেটা জনপ্রিয়তাসহ ব্যবসাসফলতা পেয়েছিলো।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "rediff.com, Movies: 'I'm jealous of Mani Ratnam!'"। Rediff। ২০০১-০৪-২৪। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৪ 
  2. http://chandrag.tripod.com/nov98/
  3. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry"। Rediff। ১৯৯৯-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৪ 
  4. "TFM Old News Items"। Tfmpage.com। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৪ 
  5. ""We Rise fast, fall fast": Jyothika"। Cinematoday2.itgo.com। সংগ্রহের তারিখ ২০১২-০৪-২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]