বস্কিম চন্দ্র সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বস্কিম চন্দ্র সেন
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ

বস্কিম চন্দ্র সেন একজন ভারতীয় সাংবাদিক ছিলেন। [১] আনন্দ বাজার পত্রিকার সম্পাদক গ্রেপ্তার হলে তিনি অস্থায়ী সম্পাদক ছিলেন (১৯৩০)। আইন অমান্য আন্দোলনের সমর্থনে প্রবন্ধ লেখার জন্য তিনি গ্রেপ্তার হন (১৯৪২)। ভগবৎ সাধনায় অনুরাগী হয়ে বিভিন্ন স্থানে বৈষ্ণব শাস্ত্র ও ধর্ম বিষয়ে বক্তিতা দিতেন এবং বৈষ্ণব ধর্মের উপর কয়েকটি গ্রন্থও রচনা করেন (১৯৪৪)। ‘দেশ’ পত্রিকা থেকে অবসর নেন (১৯৫৮)। তিনি ১৯৬৮ সালে মৃত্যুবরণ করেন।

জন্ম[সম্পাদনা]

তিনি ১৮৯২ সালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। [২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি কলিকাতায় আনন্দবাজার পত্রিকায় যোগ দেন (১৯১৭) এবং ‘দেশ’ পত্রিকার সম্পাদক হন (১৯৩৩)।

উল্লেখযোগ্য গ্রন্থ[সম্পাদনা]

গীত মাধুরী, লোকমাতা রানী রাসমনি, জীবন-মৃত্যুর সন্ধিস্থলে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বস্কিম চন্দ্র সেন একজন ভারতীয় সাংবাদিক ছিলেন। আনন্দ বাজার পত্রিকার সম্পাদক গ্রেপ্তার হলে তিনি অস্থায়ী সম্পাদক ছিলেন । আইন অমান্য আন্দোলনের সমর্থনে প্রবন্ধ লেখ"bn.xn----7sbiewaowdbfdjyt.pp.ua। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আমাদের টাঙ্গাইল" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  3. Tangail, আজকের টাঙ্গাইল :: Ajker। "আজ টাঙ্গাইলের ১৫০তম জন্মদিন"Ajker Tangail (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২