ক্লক এবং ড্যাগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লক এবং ড্যাগার
ধারাবাহিকের লোগো
ধরন
নির্মাতাজো পোকাস্কি
ভিত্তিবিল ম্যান্টলো কর্তৃক 
ক্লক এবং ড্যাগার (কমিকস)
অভিনয়ে
  • অলিভিয়া হোল্ট
  • অব্রি জোসেফ
  • গ্লোরিয়া রুবেন
  • অ্যান্ড্রিয়া রোথ
  • জ. ড. এভারমোর
  • মাইল্‌স মাসেডেন
  • কার্ল লান্ডটেড
  • এমা লাহানা
  • জেইমি যেভালোস্
সুরকারমার্ক ইসহাম
মূল দেশযুক্তরাষ্ট্র
মূল ভাষাইংরেজি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা(পর্বের তালিকা)
নির্মাণ
নির্বাহী প্রযোজক
  • জিনা প্রিন্স-বাইথউড (শুধুমাত্র ১x০১)
  • অ্যালান ফাইন
  • স্টান লি
  • জো কুয়েসাডা
  • করিম য্রেইক
  • জিম কোরি
  • জেফ লোয়েব
  • জো পোকাস্কি
প্রযোজক
  • বারবারা ডি'আলেজান্দ্রো (শুধুমাত্র ১x০১)
  • জেনি ক্লেইন
নির্মাণের স্থাননিউ অর্লিনস
চিত্রগ্রাহক
  • টামি রিকার
  • ক্লিফ চার্লস
সম্পাদক
  • টেরিলিন এ. শোপসায়ার
  • ইয়ান এস. ট্যান
  • উইলিয়াম ইয়েহ্
  • জেনা ব্লিয়ার
ব্যাপ্তিকাল৪২–৪৯ মিনিট
নির্মাণ কোম্পানি
পরিবেশকডিজনি–এবিসি ডমেস্টিক টেলিভিশন
মুক্তি
মূল নেটওয়ার্কফ্রিডম
মূল মুক্তির তারিখজুন ২০১৮ (2018-06) –
বর্তমান
ক্রমধারা
সম্পর্কিত অনুষ্ঠানমার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স
বহিঃসংযোগ
অফিসিয়াল ওয়েবসাইট

মার্ভেল'স ক্লক এবং ড্যাগার (ইংরেজি: Marvel's Cloak & Dagger) একটি আমেরিকান টেলিভিশন সিরিজ যা ফ্রিডম চ্যানেলে প্রতি বুধবার সম্প্রচারিত হয়। জো পোকাস্কি নির্মিত এই টেলিভিশন ধারাবাহিকটি একই নামের অপর একটি মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) অংশ হিসেবে তৈরি এই ধারাবাহিকটি যৌথভাবে প্রযোজনা করেছে এবিসি সিগনেচার স্টুডিওস, মার্ভেল টেলিভিশন এবং ওয়ান্ডারিং রক্‌স প্রোডাকশনস্ আর পরিবেশনা করছে পোকাস্কি

ধারাবাহিকটিতে অলিভিয়া হোল্ট এবং অব্রি জোসেফ যথাক্রমে ট্যান্ডি বোয়েন/ড্যাগার এবং টাইরন জনসন/ক্লক নামক দুই টিনএজারের ভূমিকায় অভিনয় করেন যারা অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী ও পরস্পরের সঙ্গে প্রেমঘটিত সম্পর্কে জড়িত।

১০ পর্ব সমন্বিত ধারাবাহিকটি সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালের ৭ জুন এবং সর্বশেষ পর্ব প্রচারিত হবে ২ আগস্ট। ২০১৮ সালের জুলাইয়ে ধারাবাহিকটিকে ১০ পর্ব সমন্বিত দ্বিতীয় মোরশুমের জন্য নবায়িত করা হয় যার সম্প্রচার শুরু হবে ৪ এপ্রিল ২০১৯ সালে।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

নিউ অর্লিন্সে বসবাসরত দুই টিনেজার ট্যান্ডি বোয়েন আর টাইরন জনসন। উভয়ে বড় হয়েছে সমাজের ভিন্ন শ্রেণিতে। রক্সন গাল্‌ফ প্লাটফর্মে ঘটা এক দূর্ঘটনায় তারা দু'জনেই অর্জন করে অতিপ্রাকৃত শক্তি। একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে শীঘ্রই দু'জনে উপলব্ধি করে যে তাদের ক্ষমতা সবচেয়ে ভালো কাজ করে যখন তারা একত্রে থাকে। আর একই সাথে এটাও বোঝে যে একে-অপরের প্রতি এই অনূভুতিগুলো তাদের ইতোমধ্যে জটিল জগৎকে আরও কঠিন করে তুলছে।[১]

মুখ্য চরিত্র[সম্পাদনা]

২০১৮ সালের মার্চ মাসে হোল্ট এবং অব্রি
  • ট্যান্ডি বোয়েন/ ড্যাগার ভূমিকায় অলিভিয়া হোল্ট[২]
  • টাইরন জনসন/ ক্লক ভূমিকায় অব্রি জোসেফ[২]
  • এডিনা জনসন ভূমিকায় গ্লোরিয়া রুবেন
  • মেলিসা বোয়েন ভূমিকায় অ্যান্ড্রিয়া রোথ
  • কনার্স ভূমিকায় জে. ডি. এভারমোর
  • ওটিস জনসন ভূমিকায় মাইলস মাসেডেন
  • লিয়াম ওয়াল্স ভূমিকায় কার্ল লান্ডটেড
  • ব্রিজিড ও'রিলি ভূমিকায় এমা লাহানা
  • ডেলগাডো ভূমিকায় জেইমি ডেভালস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wagmeister, Elizabeth (এপ্রিল ৭, ২০১৬)। "Freeform Greenlights Marvel Romance Superhero Series 'Cloak and Dagger' (EXCLUSIVE)"Variety। এপ্রিল ৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১৬ 
  2. Borders, Meredith (মার্চ ১২, ২০১৮)। "'Cloak and Dagger' Review: Freeform's Marvel Pilot Promises a Great Superhero TV Show [SXSW]"/Film। মার্চ ১২, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]