রিয়াল মাদ্রিদ সি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াল মাদ্রিদ সি
পূর্ণ নামরিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুটবল
ডাকনামRMC
প্রতিষ্ঠিত১৯৫২ (রিয়াল মাদ্রিদ সি.এফ. এফিসিওনাদোস নামে)
বিলুপ্তি২০১৫
মাঠলা সিউদাদ দেল রিয়াল মাদ্রিদ,
মাদ্রিদ, স্পেন
ধারণক্ষমতা৩,০০০
সভাপতিফ্লোরেন্তিনো পেরেজ
ম্যানেজারহোসে আউরলিও গে
লিগতেরসেরা ডিভিশন – গ্রুপ ৭
২০১৪-১৫৯ম

রিয়াল মাদ্রিদ সি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সংরক্ষিত দল হিসেবে ব্যবহৃত হতো।তবে ২০১৫ তে ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়।

ইতিহাস[সম্পাদনা]

রিয়াল মাদ্রিদ সি.এফ. এফিসিওনাদোস[সম্পাদনা]

১৯৫২ সালে রিয়াল মাদ্রিদ এই অপেশাদার দলটি গঠন করে।

রিয়াল মাদ্রিদ সি[সম্পাদনা]

১৯৯১ সালে নামকরণ নিয়ে নতুন নিয়মের কারণে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় রিয়াল মাদ্রিদ সি।খরচ কমানোর উদ্দেশ্যে ২০১৫ সালে ক্লাবটি বন্ধ করে দেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।[১][২]

অর্জন[সম্পাদনা]

বিজয়ী (৫): ১৯৮৪-৮৫, ১৯৯০-৯১, ১৯৯১-৯২, ১৯৯৮-৯৯, ২০০৫-০৬
বিজয়ী (১): ১৯৮২-৮৩ (কোপা দে লা লিগা তেরসেরা ডিভিশন)
  • কেম্পেয়নাতো দে এস্পানা দে আফিসিওনাদোস
বিজয়ী (৮): ১৯৫৯-৬০, ১৯৭১-৬২, ১৯৬২-৬৩, ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫, ১৯৬৫–৬৬, ১৯৯৬৬–৬৭, ১৯৬৯-৭০
  • কোপা দে কমিউনিদাদ
বিজয়ী (২): ২০০২-০৩

ম্যানেজার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]