ইয়াংজু বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াংজু বিশ্ববিদ্যালয়
扬州大学
ধরনসরকারি
স্থাপিত১৯০২
সভাপতিচিয়াও শিনআন (焦新安)
স্নাতক২৫,০০০ (২০১৭)
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটwww.yzu.edu.cn

ইয়াংজু বিশ্ববিদ্যালয় (YZU; সরলীকৃত চীনা: 扬州大学; প্রথাগত চীনা: 揚州大學; ফিনিন: Yángzhōu Dàxué) হচ্ছে চীনের চিয়াংসু প্রদেশের ইয়াংজুতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালে ছয়টি স্থানীয় কলেজকে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উক্ত বিশ্ববিদ্যালয়টি চালু করা হয়। এই প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তরে কার্যক্রম পাঠদান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

চিয়াংসুর প্রাদেশিক সরকার ১৯৮৮ সালে চিয়াংসু এগ্রিকালচার কলেজ (江苏农学院), ইয়াংজু টিচার্স কলেজ (扬州师范学院), ইয়াংজু ইনস্টিটিউট অব টেকনোলোজি (扬州工学院), ইয়াংজু মেডিক্যাল কলেজ (扬州医学院), চিয়াংসু ওয়াটার কনজারভেন্সি কলেজ (江苏水利工程专科学校) এবং চিয়াংসু কমার্স কলেজ (江苏商业专科学校) কে একত্রীকরণের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয়। ১৯৯২ সালে এটি বাস্তবায়িত হয়।[১][২]

স্কুলসমূহ[সম্পাদনা]

ইয়াংজু বিশ্ববিদ্যালয়

ইয়াংজু বিশ্ববিদ্যালয় ২৪টি স্কুলের মাধ্যমে ৯২টি স্নাতক প্রোগ্রাম প্রদান করে থাকে:

  • স্কুল অব চায়নিজ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার
  • সোশ্যাল ডেভেলপমেন্ট
  • এডুকেশন সাইন্স এন্ড টেকনোলোজি (দ্য টিচার্স কলেজ)
  • ফরেইন ল্যাংগুয়েজ
  • ম্যাথম্যাটিক্যাল সাইন্স
  • ফিজিক্যাল সাইন্স এন্ড টেকনোলোজি
  • কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ফিজিক্যাল এডুকেশন
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচারাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ওয়াটার কনজারভেন্সি এন্ড হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং
  • এনভাইরেনমেনটাল ইঞ্জিনিয়ারিং
  • এগ্রিকালচার
  • এনিম্যাল সাইন্স এন্ড টেকনোলোজি
  • ভ্যাটারেনারি সাইন্স
  • বায়ো-সাইন্স এন্ড বায়ো-টেকনোলোজি
  • একনমিক্স
  • ম্যানেজমেন্ট
  • মেডিসিন
  • আর্টস
  • টোরিজম এন্ড কুইজিন (ফুড সাইন্স)
  • গুয়াংলিং কলেজ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jiangsu Provincial Chorographies: Education Chorography, Part 1 (江苏省志·教育志(上)) (Chinese ভাষায়)। Nanjing: Jiangsu Guji Press। ২০০০। পৃষ্ঠা 478। আইএসবিএন 7-80643-269-8 
  2. "YZU History"Yangzhou University। ২৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]