খন্দকার আজিজুল হক আরজু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খন্দকার আজিজুল হক আরজু
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৮
পূর্বসূরীআবদুল করিম খন্দকার
উত্তরসূরীআহমেদ ফিরোজ কবির
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-04-07) ৭ এপ্রিল ১৯৫৮ (বয়স ৬৬)
পাবনা জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশাব্যবসা, রাজনীতি

খন্দকার আজিজুল হক আরজু (জন্ম: ৭ এপ্রিল ১৯৫৮) বাংলাদেশের ৬৯, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। [১]

জন্ম ও প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আজিজুল হক আরজু পাবনা জেলার বেড়া উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহন করেন। যমুনা নদীর ভাঙনে তার পৈতৃক বাড়ি বিলীন হয়ে গেলে, পরে জাতসাখিনী ইউনিয়নের রাজনারায়ণপুর গ্রামে নতুন বসতভিটা তৈরি করেন।[২] তার বাবার নাম খন্দকার জনাব আলী ও মায়ের নাম সৈয়দা মাহফুজুন্নাহার বেগম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি হলেন সপ্তম।

শিক্ষাজীবন[সম্পাদনা]

আজিজুল হক নাটিয়াবাড়ি প্রি-প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১৯৭৩ সালে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৭৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং ১৯৮১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

পেশায় ব্যবসায়ী আজিজুল হক আরজু রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।[৩] ২০১৪ সালে তিনি পাবনা-২ আসন থেকে প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]

বিতর্ক[সম্পাদনা]

২০২৩ সালে ধর্ষণ মামলায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।[৫] পরে ১৩ মার্চ ভুক্তভোগীকে ভরণপোষণ বাবদ ৫০ লাখ টাকা দেয়া এবং তাকে বিয়ে করার শর্তে তাকে জামিন দেয় আদালত।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পাবনা-২, খন্দকার আজিজুল হক আরজু। "Constituency 69_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮ 
  2. "Kh. Azizul Huq Arzu"Amarmp। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  3. "Nagarbari ghat on the verge of destruction"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  4. "খন্দকার আজিজুল হক আরজু"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২২ 
  5. "ধর্ষণ মামলায় পাবনা-২ আসনের সাবেক এমপি কারাগারে"। সময় টিভি। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 
  6. হোসেন, আফজাল (১৩ মার্চ ২০২৩)। "ধর্ষণ মামলায় জামিন মিলল সাবেক এমপি আরজুর"। সময় টিভি। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]