মাসিহুজ্জামান সেরনিয়াবাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত)

মাসিহুজ্জামান সেরনিয়াবাত

বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)
জন্ম(১৯৬২-০২-১৪)১৪ ফেব্রুয়ারি ১৯৬২
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ বিমানবাহিনী
কার্যকাল১৯৮০–২০২১
পদমর্যাদা এয়ার চীফ মার্শাল
নেতৃত্বসমূহস্টাফ কলেজ, মিরপুরের ডিএস
স্টাফ কলেজ, মিরপুরের এসআই
পরিচালক, এয়ার ট্রেনিং
পরিচালক, এয়ার অপারেশন
পরিচালক, পরিকল্পনা ও বিমান সচিব, বিমান সদর
এয়ার অফিসার কমান্ডিং
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং
কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন)
সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন)
দাম্পত্য সঙ্গীইয়াসমিন জামান

এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (জন্ম: ২৪ ফেব্রুয়ারি, ১৯৬২) বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান। আবু এসরার অবসর গ্রহণের পর ২০১৮ সালের ১২ জুন তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।[১][২][৩][৪] একই দিন তাঁকে এয়ার চিফ মার্শাল পদমর্যাদা প্রদান করা হয়। ২০২১ সালের জুনে শেখ আব্দুল হান্নান তার স্থলাভিষিক্ত হন।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

মাসিহুজ্জামান সেরনিয়াবাত ১৯৬২ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি নটরডেম কলেজ, ঢাকা থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাশ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

ফ্লাইট ক্যাডেট হিসেবে ১৯৮০ সালের ১৬ মার্চ বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ১৯৮২ সালের ১৯ জুন কমিশন পান তিনি। মিগ-২৯ ফাইটার স্কোয়াড্রনের প্রথম কমান্ডার ছিলেন মাসিহুজ্জামান। রয়্যাল মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ ও চীনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির অধিনায়ক ও বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়কসহ বিভিন্ন কমান্ড ও প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন তিনি।  পেশাগত জীবনে কর্মদক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মাসিহুজ্জামান ‘বিমান বাহিনী পদক’ ও ‘অসামান্য সেবা পদক’ পেয়েছেন।[৫][৬][৭]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

মাসিহুজ্জামান সেরনিয়াবাত ইয়াসমিন জামানকে বিয়ে করেন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিমান বাহিনীর প্রধান হলেন এয়ার মার্শাল মাসিহুজ্জামান"। ইত্তেফাক। ২০২১-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  2. "বিমান বাহিনীর প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত"sharenews24.com। ২০১৮-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  3. "বিমানবাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  4. "বিমান বাহিনী প্রধান হলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত | প্রিয়.কম"প্রিয়.কম। ২০১৮-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  5. "বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত"bangla.bdnews24.com। ২০২০-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  6. "বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  7. "বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত"www.channelionline.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৬ 
  8. "নতুন বিমানবাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত"। dailynayadiganta। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
সামরিক দপ্তর
পূর্বসূরী
এয়ার চিফ মার্শাল আবু এসরার
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
২০১৮ - ২০২১
উত্তরসূরী
এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান