আহমেদ ফাতহি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমেদ ফাতহি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমেদ ফাতহি আব্দেলমোনেম আহমেদ ইব্রাহীম[১]
জন্ম (1984-11-10) ১০ নভেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
জন্ম স্থান বানহা, মিশর
উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
ইসমাইলিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০০–২০০৭ ইসমাইলিয়া ৮৭ (১৪)
২০০৭ শেফিল্ড ইউনাইটেড (০)
২০০৭–২০১৪ আল আহলি ১১০ (৫)
২০০৭–২০০৮কাজমা (ধার) ২১ (৪)
২০১৩হাল সিটি (ধার) (০)
২০১৪–২০১৫ উম সালাল ১৭ (১)
২০১৫– আল আহলি ৭০ (৪)
জাতীয় দল
২০০২– মিশর ১২০ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০ এপ্রিল ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

আহমেদ ফাতহি (আরবি: أحمد فتحي; মাঝে মাঝে শুধু ফাতহি উচ্চারন করা হয়, জন্ম: ১০ নভেম্বর ১৯৮৪) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি মিশরীয় প্রিমিয়ার লিগ ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মাঝে মাঝে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Al Ahly SC squad