আহমাদ আবদুল্লাহজাদে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমাদ আবদুল্লাহজাদে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমাদ আবদুল্লাহজাদে
জন্ম (1993-05-06) ৬ মে ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান [শুষ, ইরান
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্সিভ মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফোলাদ
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৭-২০১২ ফোলাদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২ ফোলাদ ৭৮ (০)
২০১৫-২০১৬ → ট্রাক্টোর সাজি (লোন) ১১ (০)
জাতীয় দল
২০০৮-২০১০ ইরান অনূর্ধ্ব-১৭ ১২ (২)
২০১১-২০১২ ইরান অনূর্ধ্ব-২০ ১৫ (৩)
২০১৭– ইরান (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আহমাদ আবদুল্লাহজাদে (ফার্সি: حمد عبدالله‌زاده; জন্মঃ ৬ মে ১৯৯৩‎) একজন ইরানী পেশাদার ফুটবলার যিনি বর্তমানে ইরানি ফুটবল ক্লাব ফোলাদ এর হয়ে খেলেন।

ক্লাব ক্যারিয়ার[সম্পাদনা]

আবদুল্লাহজাদে ফোলাদের হয়ে কিশোর বয়সে ফুটবল জীবন শুরু করেন। পরবর্তীতে মাজিদ জালালীর অধীনে ফোলাদের মূলদলে সুযোগ পান। ২০১৪-১৫ মৌসুমে ট্রাক্টোর সাজি'র বিপক্ষে ফোলাদের হয়ে অভিষেক হয়। [১]

আন্তর্জাতিক ক্যারিয়ার[সম্পাদনা]

তিনি ২০১০ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়েন্সিপে ইরানের হয়েেটি ম্যাচ খেলে। এছাড়াও তিনি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১২ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়েন্সিপে প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালের ৩ অক্টোবরে পর্তুগালে অনুষ্ঠিত জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। ২০১৭ সালের ৫ অক্টোবর টোগো'র বিপক্ষে ম্যাচের মাধ্যমে জাতীয় দলে তার অভিষেক ঘটে। ২০১৮ সালের মে'তে বিশ্বকাপের জন্য প্রাধমিক স্কোয়াডে ডাক পান। [২]

অর্জন[সম্পাদনা]

ফোলাদ[সম্পাদনা]

  • ইরানীয়ান প্রো লীগ (১) : ২০১৩-১৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Match report: Tractor Sazi 2 Foolad 1"। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮ 
  2. "World Cup 2018: All the confirmed squads for this summer's finals in Russia" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]