অবনীভূষণ চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবনীভূষণ চট্টোপাধ্যায়
জন্ম১৮৯১
মৃত্যু১৯৫৬
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ববাংলাদেশি
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষক, প্রকাশক, গণিতের পাঠ্যপুস্তক প্রণেতা।
দাম্পত্য সঙ্গীমালতী দেবী
সন্তানদীনেশচন্দ্র চট্টোপাধ্যায়

অবনীভূষণ চট্টোপাধ্যায় (১৮৯১—১৯৫৬) একজন বাঙালি গণিতজ্ঞ ও প্রকাশক। বিশিষ্ট শিশুসাহিত্যিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় তার পুত্র।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

অবনীভূষণ চট্টোপাধ্যায় ব্রিটিশ ভারতেযশোর জেলার পাইকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা যাদবচন্দ্র জমিদারের সেরেস্তায় অল্প আয়ে চাকরি করতেন। অতি দরিদ্র পরিবারে তার পড়াশোনার খরচ চালাবার উপায় ছিলনা। পড়ার একান্ত আগ্রহে অবনী বাড়ি ছাড়েন ও লক্ষীপাশা গ্রামে তার শিক্ষক পণ্ডিত শশধর ভট্টাচার্যের বাড়িতে থেকে পড়াশোনা করেন। দীর্ঘ সময় গৃহ শিক্ষকতার কাজ করেছেন এবং কলকাতা এসে 'পি এম বাগচী' প্রকাশনা সংস্থার কাজে যুক্ত হন। এসময় তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক নিয়ে স্নাতক পাশ করেন।[১]

অবদান[সম্পাদনা]

অবনীভূষণ গণিতের পাঠ্যবই রচনা ও প্রকাশনার কাজ শুরু করেন কলকাতায় থেকে। তার রচিত বইগুলি হল বুনিয়াদী গণিত, প্রাথমিক গণিত, মধ্যশিক্ষা গণিত, উচ্চশিক্ষা গণিত, বীজগণিত প্রবেশ (প্রথম ও দ্বিতীয় ভাগ)।[২] অঙ্ক ছাড়াও তিনি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। সংস্কৃত টীকা সহ বাংলা বিশ্লেষন ও ব্যাখ্যাকারে শ্রীমদভাগবত গীতার অনুবাদ করেন।[৩][৪] তার প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার নাম বিদ্যোদয় লাইব্রেরী। পরে পুত্র সাহিত্যিক দীনেশচন্দ্র এই সংস্থাকে আরো বড় করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় (২০১২)। প্রথম পুরুষ। কলকাতা: পত্র ভারতী। পৃষ্ঠা ৩২, ১৫৯। আইএসবিএন 81-86986-21-9 
  2. "বীজগণিত-প্রবেশ অবণীভূষণ চট্টোপাধ্যায়"। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. চট্টোপাধ্যায়, অবনীভূষণ (২০১৯)। শ্রীমদ্ভগবদ্গীতা। Sādhanā-Ēka Patrabhāratī Udyōga। আইএসবিএন 978-81-941261-0-2 
  4. Siksha o sahitya: Teachers' journal। All-Bengal Teachers' Association.। ১৯৭৬। 
  5. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৩০। আইএসবিএন 81-86806-99-7