ময়মনসিংহ-৯

স্থানাঙ্ক: ২৪°৩৪′ উত্তর ৯০°৪১′ পূর্ব / ২৪.৫৭° উত্তর ৯০.৬৯° পূর্ব / 24.57; 90.69
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়মনসিংহ-৯
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ৩,৫৭,৫১৯ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৮৩,৫৪০
  • নারী ভোটার: ১,৭৩,৯৭২
  • হিজড়া ভোটার: ৭
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআবদুস সালাম

ময়মনসিংহ-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৪নং আসন।

সীমানা[সম্পাদনা]

ময়মনসিংহ-৯ আসনটি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ কুদরতুল্লাহ মন্ডল বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ হাবিব উল্লাহ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
১৯৮৬ রফিক উদ্দীন ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগ[৫]
১৯৮৮ খুররম খান চৌধুরী স্বতন্ত্র[৬]
১৯৯১ আনওয়ারুল হোসেন খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ জহরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আবদুস সালাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ খুররম খান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আবদুস সালাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আনোয়ারুল আবেদীন খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আনোয়ারুল আবেদীন খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আবদুস সালাম বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনোয়ারুল আবেদীন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৯[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুস সালাম ১,২৭,৩০৯ ৬৮.০ +২৯.৩
বিএনপি খুররম খান চৌধুরী ৫৬,৮৪৩ ৩০.৪ -১৩.৫
বিকল্পধারা জহুরুল ইসলাম খান ২,৫৭৩ ১.৪ প্র/না
স্বতন্ত্র আ স ম আকরাম ৪৭৫ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭০,৪৬৬ ৩৭.৬ +৩২.৪
ভোটার উপস্থিতি ১,৮৭,২০০ ৮১.৫ +১৬.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৯[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খুররম খান চৌধুরী ৬৫,৯৯২ ৪৩.৯ +১৬.৪
আওয়ামী লীগ আবদুস সালাম ৫৮,১৫৭ ৩৮.৭ -০.৫
স্বতন্ত্র মো: আব্দুল মতিন ভুইয়া ১৮,৫৫৩ ১২.৩ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো: আব্দুল হাকিম ভুইয়া ৭,০১৮ ৪.৭ প্র/না
স্বতন্ত্র কামরুন মহিউদ্দিন ৪১০ ০.৩ প্র/না
জাতীয় পার্টি মো: আবু বকর সিদ্দিক ২৫০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,৮৩৫ ৫.২ -৫.৯
ভোটার উপস্থিতি ১,৫০,৩৮০ ৬৪.৮ +৫.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৯[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আবদুস সালাম ৪১,১৮২ ৩৯.২ +৪.৪
জাতীয় পার্টি মো: জহুরুল ইসলাম খান ২৯,৫২২ ২৮.১ +২৭.৬
বিএনপি খুররম খান চৌধুরী ২৮,৯২৩ ২৭.৫ -১৩.৭
ইসলামী ঐক্য জোট সাইদুর রহমান ১,৮১৪ ১.৭ প্র/না
জামায়াতে ইসলামী সামস উদ্দিন আহমেদ ১,৭৮৬ ১.৭ -৪.২
জাকের পার্টি সামসুল হক তাহকুর ৮৭৮ ০.৮ -০.৬
গণফোরাম আ স ম আকরাম ৬৫৯ ০.৬ প্র/না
ফ্রিডম পার্টি মো: আলিম উদ্দিন ২৯৫ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১১,৬৬০ ১১.১ +৪.৭
ভোটার উপস্থিতি ১,০৫,০৫৯ ৫৯.০ +১৭.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৯[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আনওয়ারুল হোসেন খান চৌধুরী ৩৩,১০৭ ৪১.২
আওয়ামী লীগ রফিক উদ্দিন ভুইয়া ২৭,৯৮১ ৩৪.৮
স্বতন্ত্র নুরুল করিম ৪,৮০০ ৬.০
জামায়াতে ইসলামী মোয়াজ্জেম হোসেন ৪,৭১৫ ৫.৯
জাসদ গিয়াস উদ্দিন ৩,০৬৫ ৩.৮
স্বতন্ত্র ফারুক মিয়া ২,০৫৩ ২.৬
বাংলাদেশ জনতা পার্টি এ কে এম মাহবুবুল করিম ১,৯৫৮ ২.৪
জাকের পার্টি মো: আমিনুল ইসলাম ভুইয়া ১,১০৩ ১.৪
এনডিপি আলিম উদ্দিন ফকির ৫৬৪ ০.৭
জাতীয় পার্টি আব্দুর রশীদ ৪২২ ০.৫
জাসদ (রব) মো: নাজিম উদ্দিন ৩৬৫ ০.৫
কমিউনিস্ট পার্টি সামসুল বারী ২৫৬ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৫,১২৬ ৬.৪
ভোটার উপস্থিতি ৮০,৩৮৯ ৪১.৬
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ময়মনসিংহ-৯ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Mymensingh-9"। ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]