রাফায়েল গেরেইরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রাফায়েল গেহেইরো থেকে পুনর্নির্দেশিত)
রাফায়েল গেরেইরো
২০১৮ সালে ফ্রান্সের হয়ে গেরেইরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রাফায়েল আদেলিনো জোসে গেরেইরো[১]
জন্ম (1993-12-22) ২২ ডিসেম্বর ১৯৯৩ (বয়স ৩০)[১]
জন্ম স্থান ল্য বাঁ-মেনিল, ফ্রান্স
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ২২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫৩, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রাফায়েল আদেলিনো জোসে গেরেইরো (পর্তুগিজ: Raphaël Guerreiro; জন্ম: ২২ ডিসেম্বর ১৯৯৩; রাফায়েল গেরেইরো নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি–পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৩ সালে, গেরেইরো পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৪ ম্যাচে ৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রাফায়েল আদেলিনো জোসে গেরেইরো ১৯৯৩ সালের ২২শে ডিসেম্বর তারিখে ফ্রান্সের ল্য বাঁ-মেনিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

গেরেইরো পর্তুগাল অনূর্ধ্ব-১৫, পর্তুগাল অনূর্ধ্ব-১৬, পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯, পর্তুগাল অনূর্ধ্ব-২০, পর্তুগাল অনূর্ধ্ব-২১ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
পর্তুগাল ২০১৪
২০১৫
২০১৬ ১৩
২০১৭
২০১৮ ১০
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
সর্বমোট ৬৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Portugal" (পিডিএফ)। FIFA। ২০ মার্চ ২০১৮। পৃষ্ঠা 7। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮ 
  2. "First team" [প্রথম দল]। fcbayern.com (ইংরেজি ভাষায়)। বায়ার্ন মিউনিখ। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "FC Bayern München – Bundesliga" [ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ – বুন্দেসলিগা]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ২৮ সেপ্টেম্বর ২০২৩। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]