মাচেই রেবুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাচেই রেবুস
২০১৭ সালে মাচেই রেবুস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-08-19) ১৯ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থান লোভিচ, পোল্যান্ড
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড় / রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লকোমটিভ মস্কো
জার্সি নম্বর ৩১
যুব পর্যায়
পেলিকান লোভিচ
২০০৬–২০০৭ এমএসপি জামুতুয়ে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০১২ লেগিয়া ওয়ারশ ১০২ (১৩)
২০১২–২০১৬ তেরেক গ্রজনে ১০১ (১৯)
২০১৬–২০১৭ লিয়োনে ১৯ (০)
২০১৭– লকোমটিভ মস্কো ১৬ (০)
জাতীয় দল
২০০৮ পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০০৮–২০০৯ পোল্যান্ড অনূর্ধ্ব-২১ (২)
২০০৯– পোল্যান্ড ৪৯ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

মাচেই রেবুস (Polish pronunciation: [ˈmat͡ɕɛj ˈrɨbus]; জন্ম: ১৯ আগস্ট ১৯৮৯) হলেন একজন পোলিশ ফুটবলার, যিনি রাশিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব লকোমটিভ মস্কো এবং পোল্যান্ড জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় কিংবা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ক্যারিয়ার[সম্পাদনা]

রেবুস পেলিকান লোভিচে খেলার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে গ্রীষ্মে তিনি এমএসপি জামুতুয়ে-এ যোগদান করেন, যেখানে তিনি মাত্র এক মৌসুম অতিবাহিত করেন। অতঃপর তিনি লেগিয়া ওয়ারশর অধীনে অনুশীলন করেন। তিনি ২০০৭ সালের ১৫ নভেম্বর তারিখে, লেগিয়া ওয়ারশর হয়ে অভিষেক করেন।

আন্তর্জাতিক গোল[সম্পাদনা]

স্কোর এবং ফলাফলের কলামে পোল্যান্ডের গোল সংখ্যা আগে উল্লেখ করা হয়েছে।[১]
# তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ১৮ নভেম্বর ২০০৯ বিদগস্ট, পোল্যান্ড  কানাডা
–০
১–০
প্রীতি ম্যাচ
২. ৪ জুন ২০১৩ ক্রাকুভ, পোল্যান্ড  লিশটেনস্টাইন
–০
২–০
প্রীতি ম্যাচ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maciej Rybus"। 90minut.pl। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে মাচেই রেবুস সম্পর্কিত মিডিয়া দেখুন।