ব্যবহারকারী আলাপ:Ashfaqur1991

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]


সুপ্রিয় Ashfaqur1991!

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প তে অবদানের জন্য ধন্যবাদ।
আডলফ হিটলারের মৃত্যু নিবন্ধটি আপনাকে কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করত হবে, যা আপনি করেন নি (নিবন্ধটির ইতিহাস দেখলেই বুঝবেন)। আপনাকে অনুরোধ ৯০০০ বাইট শীঘ্র যোগ করুন। ওটি আমি লেখা শুরু করেছিলাম। আপনি হয়ত ভুলবশত কাজ চলছে টেমপ্লেটের মানে না বুঝে কাজ শুরু করে দিয়েছেন। ভবিষ্যতে নীচের নিয়মগুলি দেখে লেখা জমা দেবেন।

অনুগ্রহ করে মার্চের পূর্বের লেখা উপযুক্ত তালিকা থেকে হলেও মার্চের পর সম্প্রসারিত হিসাবে জমা দিতে গেলে, পুনরায় কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করে দেবেন।

  • যে নিবন্ধটি সম্প্রসারনের জন্য নিচ্ছেন পাতাটির 'ইতিহাস' থেকে দেখে নিন যিনি তৈরি করেছেন তিনি মার্চের পরে লিখে থাকলে জমা করেছেন কিনা।
  • জমা দেবার সময় নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}}
  • নতুন নিবন্ধ হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|}} এবং
  • সম্প্রসারিত হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|সম্প্রসারিত=হ্যাঁ}} টেমপ্লেট ব্যবহার করুন। আপনার লেখা শুভ হোক।


কিছু অসুবিধা হলে আমাকে জানান। বাংলার মূল তালিকা এটি

সুমিতা রায় দত্ত ১৩:১১, ২১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)