প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল ভারতএর দরিদ্র পরিবারের মহিলাসমূহের মুখে হাসি আনার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার-এর দ্বারা ২০১৬ সালের ১ মে তে আরম্ভ করা একটা যোজনা। এই যোজনার অধীনে দরিদ্র মহিলাদেরকে বিনামূল্যে এল.পি.জি. সংযোগ যোগান দেওয়া হয়।

এই যোজনার মুখ্য উদ্দেশ্য হল গ্রামাঞ্চলে খাদ্য বানাবার জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির জায়গায় এল.পি.জি.র ব্যবহারকে অধিক গুরুত্ব দেয়া। তারোপরি মহিলার সশক্তিকরণকে অধিক গুরুত্ব দেয়ার সাথে তাদেরকে স্বাস্থ্যের সুরক্ষাও এই যোজনার অন্য একটি উদ্দেশ্য। এই যোজনার জন্য মন্ত্রীমণ্ডল ৮,০০০ কোটি টাকার বাজেট নির্মাণ করেছেন।

সুবিধা[সম্পাদনা]

ভারত সরকার LPG সংযোগের জন্য ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে নগদ ₹১,৬০০/- টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে নগদ ₹১,১৫০/- প্রদান করবে, যার মধ্যে-

  • সিলিন্ডারের নিরাপত্তা আমানত - ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ₹১,২৫০/- টাকা বা ৫ কেজি সিলিন্ডারের জন্য ₹৮০০/- টাকা।
  • প্রেসার রেগুলেটর - ₹১৫০/- টাকা
  • এলপিজি হোস - ₹১০০/- টাকা
  • গার্হস্থ্য গ্যাস গ্রাহক কার্ড - ₹২৫/- টাকা
  • পরিদর্শন / ইনস্টলেশন / প্রদর্শনের চার্জ - ₹৭৫/- টাকা

তেল বিপণন কোম্পানিগুলি সমস্ত PMUY সুবিধাভোগীদের ডিপোজিট ফ্রি সংযোগের সাথে প্রথম এলপিজি রিফিল এবং উনুন/চুলা উভয়ই বিনামূল্যে প্রদান করবে। এছাড়া বছরে মোট ১২ টি সিলিন্ডার রিফিলেংর জন্য সিলিন্ডার প্রতি ₹৩০০/- টাকা করে সাবসিডি প্রদান করা হবে। [১][২]

যোগ্যতার মানদণ্ড[সম্পাদনা]

  • ১৮ বছর বয়স হতে হবে
  • SC/ST পরিবার
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)
  • সর্বাধিক অনগ্রসর শ্রেণী / মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস (MBC)
  • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
  • বর্তমান এবং প্রাক্তন চা বাগান উপজাতি
  • বনবাসী পরিবার
  • দ্বীপ এবং নদী দ্বীপে বসবাসকারী মানুষ
  • সোসিও ইকোনমিক এন্ড কাস্ট সেনসাস (SECC) লিস্টের পরিবার
  • ১৪-দফা ঘোষণা অনুযায়ী দরিদ্র পরিবার [৩][৪]

প্রয়োজনীয় নথিপত্র[সম্পাদনা]

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • বিপিএল কার্ড
  • পাসপোর্ট সাইজ ফোটো
  • ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি
  • মোবাইল নম্বর [৫]

আবেদন[সম্পাদনা]

PMUY এর আবেদন অফিসিয়াল ওয়েবসাইট pmuy.gov.in থেকে অথবা যে কোনও এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে করা যাবে। [৬][৭]

বহিঃসংযোগ[সম্পাদনা]

pmuy.gov.in

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, লিস্ট, গ্যাস কানেকশন স্ট্যাটাস চেক ও আবেদন"Jojona। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  2. "LPG Price: আরও 100 টাকা সস্তা গ্যাস সিলিন্ডার! পুজোর আগে যোজনায় ভর্তুকি বাড়াল মোদী সরকার"Eisamay। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  3. "Free LPG Cooking Gas Connection: ৭৫ লাখ পরিবারকে বিনামূল্যে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা সেই রান্নার গ্যাস পাবেন?"Hindustantimes। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  4. "প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, লিস্ট, গ্যাস কানেকশন স্ট্যাটাস চেক ও আবেদন"Jojona। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  5. "PM Ujjwala Yojana: ৭৫ লক্ষ ফ্রি গ্যাস কানেকশন দেবে সরকার,কারা-কীভাবে পাবেন এই সুবিধা ?"ABP Ananda। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  6. "Free LPG Cylinder: বিনামূল্যে গ্যাস সিলিন্ডার! কারা পাবেন-কীভাবে আবেদন? জেনে নিন"Aaj Tak। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪ 
  7. "PM Ujjwala Yojana: ৭৫ লক্ষ ফ্রি গ্যাস কানেকশন দেবে সরকার,কারা-কীভাবে পাবেন এই সুবিধা ?"ABP Ananda। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রু ২০২৪