মর্নিং গ্লোরি (১৯৩৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মর্নিং গ্লোরি
যুক্তরাষ্ট্রে মুক্তির মূল পোস্টার
পরিচালকলোয়েল শারম্যান
প্রযোজকপান্ড্রো এস. বারম্যান
চিত্রনাট্যকারহাওয়ার্ড জি. গ্রিন
উৎসজো আকিন্স কর্তৃক 
মর্নিং গ্লোরি
শ্রেষ্ঠাংশে
সুরকারমাক্স স্টাইনার
চিত্রগ্রাহকবার্ট গ্লেনন
সম্পাদকউইলিয়াম হ্যামিলটন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকআরকেও রেডিও পিকচার্স
মুক্তি
  • ১৮ আগস্ট ১৯৩৩ (1933-08-18) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল৭০ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৩৯,০০০[১]
আয়$৫৮২,০০০[১]

মর্নিং গ্লোরি হল লোয়েল শেরমান পরিচালিত ১৯৩৩ সালের মার্কিন নাট্য চলচ্চিত্র। নাট্যকার জো আকিন্সের একই নামের মঞ্চনাটক অবলম্বনে এর চিত্রনাট্য লিখেন হাওয়ার্ড জি. গ্রিন।[২] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন, ডগলাস ফেয়ারব্যাঙ্কস জুনিয়র ও আডলফ মেনজো।[৩]

চলচ্চিত্রটি ১৯৩৩ সালে ১৮ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। হেপবার্ন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৬ষ্ঠ একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন। ১৯৫৮ সালে স্টেজ স্ট্রাক নামে চলচ্চিত্রটি পুনর্নির্মিত হয়।

কুশীলব[সম্পাদনা]

  • ক্যাথরিন হেপবার্ন - ইভা লাভলেস
  • ডগলাস ফেয়ারব্যাঙ্কস জুনিয়র - জোসেফ শেরিডান
  • আডলফ মেনজো - লুই ইস্টন
  • ম্যারি ডানকান - রিটা ভেরনম
  • সি অব্রি স্মিথ - রবার্ট হার্লি "বব" হেজেস
  • ডন আলভারাদো - পেপি ভেলেজ
  • ফ্রেডরিক স্যান্টলি - উইল সিমোর, ইস্টনের সহকারী
  • রিচার্ল কার্ল - হেনরি লরেন্স, মঞ্চ সমালোচক
  • টাইলার ব্রুক - চার্লি ভ্যান ডুয়েসেন
  • জেনেভা মিচেল - গোয়েন্ডোলিন হল
  • হেলেন ওয়্যার - নেলি নাভার

নির্মাণ[সম্পাদনা]

ইভা লাভলেস চরিত্রের জন্য প্রযোজনা কোম্পানি আরকেও পিকচার্সের প্রথম পছন্দ ছিল তৎকালীন সুপরিচিত অভিনেত্রী কনস্ট্যান্স বেনেট। কিন্তু নবাগত হেপবার্ন যখন প্রযোজক পান্ড্রো এস. বারম্যানের টেবিলের উপর এই চলচ্চিত্রের পান্ডুলিপি দেখেন এবং তাকে বুঝাতে সক্ষম হন যে তিনি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য জন্মগ্রহণ করেছেন, প্রযোজক তাকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেন।[৪]

মূল্যায়ন[সম্পাদনা]

বক্স অফিস[সম্পাদনা]

সিনেমা সার্কিটগুলো তাদের প্রদর্শনীর খরচ বাদ দিয়ে বক্স অফিস টিকেট বিক্রির ১১৫,০০০ মার্কিন ডলার মুনাফা অর্জন করে।[১]

সমালোচকদের প্রতিক্রিয়া[সম্পাদনা]

পর্যালোচনা সংগ্রাহক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ৯টি পর্যালোচনার ভিত্তিতে ৬.১/১০ গড়ে চলচ্চিত্রটির রেটিং স্কোর ৮৭%।[৫]

পুরস্কার[সম্পাদনা]

৬ষ্ঠ একাডেমি পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Richard Jewel, 'RKO Film Grosses: 1931-1951', Historical Journal of Film Radio and Television, Vol 14 No 1, 1994 p55
  2. AFI Catalog of Feature Films: Morning Glory Linked 2013-11-02
  3. HALL, MORDAUNT (১৮ আগস্ট ১৯৩৩)। "Katharine Hepburn, Douglas Fairbanks Jr., and Adolphe Menjou in "Morning Glory.""দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮ 
  4. Berg, Scott A. (২০০৪) [2003]। Kate Remembered: Katharine Hepburn, a Personal Biography। London: Pocket। পৃষ্ঠা 85আইএসবিএন 0-7434-1563-9 
  5. "MORNING GLORY1933"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]