কেউন্দি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পাউডার্ড ব্যারন থেকে পুনর্নির্দেশিত)

কেউন্দি
Powdered Baron
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Euthalia
প্রজাতি: E. monina
দ্বিপদী নাম
Euthalia monina
(Moore, 1859)
প্রতিশব্দ
  • Papilio monina Fabricius, 1787
  • Adolias ramada Moore, 1859
  • Nora perakana Fruhstorfer, 1899
  • Nora gardineri Fruhstorfer, 1906
  • Adolias kesava Moore, 1859
  • Euthalia rangoonensis Swinhoe, 1890
  • Adolias salia Moore, 1857

পাউডার্ড ব্যারন (বৈজ্ঞানিক নাম: Euthalia monina (Moore))এক প্রজাতির মাঝারী আকারের বাদামী রঙের প্রজাপতি। এরা নিমফ্যালিডি পরিবার এবং এউথালিয়া উপগোত্রের সদস্য।

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত পাউডার্ড ব্যারন এর উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত পাউডার্ড ব্যারন এর উপপ্রজাতি হল- [১]

  • Euthalia monina kesava Moore, 1859 – Assam Powdered Baron

আকার[সম্পাদনা]

পাউডার্ড ব্যারন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৫০-৮০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২][৩]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পুরুষ এবং স্ত্রী নমুনা ভিন্নরূপ। পুরুষের ডানার উপরিতল কালচে বাদামী অথবা কালো। পিছনের ডানার উপরিতল এর প্রান্তিক অর্দ্ধ এবং সামনের ডানার ডিসকাল বন্ধনী যেন নীল পাউডার এর মত গুঁড়ো ছড়ানো। সামনের ডানার শীর্ষ অথবা শীর্ষকোন তীক্ষ্ণ। পিছনের ডানার টর্নাস অংশ ছড়ানো এবং টর্নাসের উপরে টার্মেন অথবা প্বার্শপ্রান্ত উত্তলাকৃতি। ডানার নিম্নতল হলদে-বাদামী।[৪]

স্ত্রী নমুনায়, ডানার উপরিপৃষ্ঠে ফ্যাকাসে বাদামী এবং দুটি কালচে ডিসকাল রেখা যুক্ত। ওই দুই ডিসকাল রেখার মধ্যবর্তী অংশ একইরকম দেখতে অন্যান্য ব্যারন প্রজাতির স্ত্রী নমুনার চাইতে অনেক ফ্যাকাসে অথবা বিবর্ণ। পিছনের ডানার উপরিতলে সেল এর মধ্যে দুটি দাগ বিদ্যমান। সামনের ডানায় ফ্যাকাসে ডিসকাল বন্ধনী। ডানার নিম্নভাগ হলদে এবং বাদামী, পিছনের ডানার নিম্নতল হালকা সবুজ। [৫]

আচরণ[সম্পাদনা]

এরা খুব দ্রুত ওড়ে।[৬] উচ্চ বৃষ্টিপাতযুক্ত ঘন চিরহরিৎ জঙ্গল এই প্রজাতির খুব পছন্দের। এছাড়া মাটির ভিজে ছোপের উপড়ও এদের বসতে দেখা যায়। মাটি থেকে কয়েক ফুট উপড়ে পাতার উপরিতলে এরা রোদ পোহায়। তরাই অঞ্চলের গভীর জঙ্গলে নদীর কিনারায় এদের দর্শন মেলে। পচা ফোলের রস পান করে এবং নিচু উচ্চতায় প্রায়অ্যশই উড়িতে দেখা যায় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Euthalia monina Fabricius, 1787 – Powdered Baron"। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮ 
  2. "Samui Butterlies"। ১৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৯ 
  3. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 98। 
  4. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Filed Guide Butterflies of India। Mumbai: Bombay Natural History Society, Hornbill House। পৃষ্ঠা ৪২৬-৪২৭। আইএসবিএন 978 938467801 2 
  5. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 381। আইএসবিএন 978 019569620 2 
  6. Baidya, Sarika; Karmakar, Tarun; Roychaudhury, Devsena (২০১৯)। Butterflies of Buxa Tiger Reserve (1 সংস্করণ)। Kolkata: Buxa Tiger Conservation Foundation Trust Wildlife Wing, Directorate of Forests, Goverment of West Bengal। পৃষ্ঠা 69। আইএসবিএন 978-93-81493-75-5