উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮/সংগ্রহশালা/ফেব্রুয়ারি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পর্যালোচক প্রসঙ্গে[সম্পাদনা]

অভিজ্ঞ পর্যালোচকবৃন্দ অনেক বিষয় নিয়ে পর্যালোচনা করতে পারেন। কিন্তু শুধু বানান ও ভাষাগত সম্পাদনার জন্য কোনো পর্যালোচকের দরকার আছে কি? সেক্ষেত্রে আমি আমার নাম প্রস্তাব করতে চাই। আত্মবিশ্বাস থেকে যদি বলি, আমার বাংলা বানান বাংলা একাডেমির নিয়মে ৯৭-৯৮ শতাংশ শুদ্ধ হয়। গৌতম (আলাপ) ০১:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

গৌতম দা, অবশ্যই। আমাদের এই বিষয়টি আরও বেশি পরিমাণে প্রয়োজন :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০২:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সেক্ষেত্রে কি এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যে-- বানান ও ভাষা পর্যালোচনার জন্য একটি আলাদা তালিকা থাকবে, আমি সেখান থেকে সময়ে সময়ে কাজ করতে লাগলাম? বাস্তবতার কারণেই আমি অনলাইনে বেশি সময় দিতে পারি না। গৌতম (আলাপ) ২২:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকাভুক্ত নিবন্ধ[সম্পাদনা]

নমস্কার গ্রহণ করবেন। আমি একজন নতুন ব্যবহারকারী। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চাই। তবে তার আগে একটা বিষয় জানতে চাই। আমাকে কি এই তালিকাভুক্ত নিবন্ধগুলিই তৈরি করতে হবে না কি তালিকার বাইরে থেকেও নতুন নিবন্ধ তৈরি করতে পারব? ধন্যবাদান্তে, তনয় (০৭:৩২, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি))[উত্তর দিন]

প্রতিযোগিতা শুরু হলে শুধু এই তালিকা থেকেই তৈরি করা যাবে। কিন্তু তালিকা এখনো ফাইনাল হয়নি। তবে বর্তমানে যে লাল লিংকগুলো রয়েছে সেগুলো থাকবে সাথে আরও কিছু যুক্তহতে পারে। এ মাসের শেষ সপ্তাহে তালিকা ফাইনাল করার আশা রাখছি। এছাড়া আপনিও যদি এমন নিবন্ধ তালিকাতে দেখতে চান যেটা বর্তমানে নেই সেক্ষেত্রে প্রস্তাব রাখতে পারেন, কোন সমস্যা নেই। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০১, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
শুভকামনার জন্য ধন্যবাদ। আমি "স্বাদেশ তালিকা" (ইংরাজি : Swadesh List) এবং "আন্তর্জাতিক সহায়ক ভাষা" (ইংরাজি : International Auxiliary Language নিবন্ধ দুটি তালিকায় যোগ করার অনুরোধ রাখছি। আমি "এয়াক ভাষা"-র সঙ্গে এই দুটি বিষয়ে নিবন্ধ তৈরি করতে ইচ্ছুক। আশা করি আমার অনুরোধটি বিবেচিত হবে। ধন্যবাদ, তনয় ১৮:০৫, ১২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
@NahidSultan: এই নিবন্ধটি একটু দেখবেন। ৭ জুলাই ২০১৭ তারিখে সর্বশেষ সম্পাদন করা হয়েছে। এই তালিকাটি মনে হয় হালনাগাদ করতে হবে। --- তনয় (০৯:০৯, ১৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি))[উত্তর দিন]
@NahidSultan: আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। "স্বাদেশ তালিকা", যেটি নিবন্ধ তালিকায় যুক্ত করা হয়েছে আমার অনুরোধে (তার জন্য আপনাকে ধন্যবাদা জানাই), সেটির নাম সম্বন্ধে আমার মনে একটি দ্বিধা তৈরি হয়েছে। যাঁর নামে এই তালিকাটি, অর্থাৎ "Morris Swadesh", তাঁর পদবিটির উচ্চারণ আধ্ববতে হচ্ছে /ˈswɒdɛʃ/। এখন ব্যপারটা হচ্ছে আমি "স্বাদেশ" লিখেছি ঠিকই, কিন্তু এটা "সোয়াদেশ" হবে কি? পদবির শুরুতে "Sw-" থাকাতে আমি বাংলায় "স্বা-" লিখেছিলাম। কিন্তু সেটা "স্বা-" হবে না "সোয়া-" হবে সে বিশয় দ্বিধাগ্রস্ত। এখন আপনার বা অন্য কোন প্রশাসকের কাছ থেকে নির্দেশ পেলে আমি সেই অনুযায়ী নিবন্ধ শুরু করব। ধন্যবাদান্তে, তনয় ০৯:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই, সমস্যা নেই। আপনি তালিকার নামেই আপাতত শুরু করুন, নিবন্ধ যেকোন সময় নাম পরিবর্তন করা যায় সুতরাং আপনি শুরু করুন, পরবর্তীতে কারও মতামত পেলে নামটি স্থানান্তর করে দিলেই হবে :)--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৬, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: ধন্যবাদ, কিন্তু এখন দেখছি নিবন্ধটি Rokib3101 শুরু করে দিয়েছেন। :( যাই হোক, অগত্যা অন্য নিবন্ধই লিখি তাহলে। তনয় ১৪:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  • নাহিদ সুলতান ভাই, শুভেচ্ছা নিবেন। আমি এই তালিকায় আরেকটি নিবন্ধ যোগ করার প্রস্তাব নিয়ে এসেছি। এর ইংরেজি নাম হলো "Cape Sparrow"  যার বাংলা নাম এখনো বের করতে পারিনি। --Bang Bang50 ১:৪৭ ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইভটিসি)
এটা চড়াই পাখি কিন্তু বাংলা নাম আমিও খুঁজে পেলাম না সুতরাং কেপ স্প্যারো নামেই যুক্ত করেছি। নিবন্ধ তৈরি করলে পরে নাম স্থানান্তর করা যাবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫১, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  • নমস্কার, আমার প্রণাম নেবেন৷ আমি এই তালিকায় কিছু সনাতনধর্মসংক্রান্ত নিবন্ধ যোগ করতে ইচ্ছুক:
  1. আত্মষট্কম্ [১]
  2. গজেন্দ্র মোক্ষ [২]
ধন্যবাদ, কিন্তু প্রথম নিবন্ধটি বাংলাতে অনুবাদের জন্য যথেষ্ঠ বড় নয় এবং দ্বিতীয় নিবন্ধটি ইংরেজিতেই অনেক সমস্যা বিদ্যমান এবং তালিকার অন্য নিবন্ধগুলোর চেয়ে কিছুটা ছোটও বটে। আপনি চাইলে একই বিষয়ে অন্য কোন নিবন্ধ যেটা ইংরেজিতে যথেষ্ঠ বড় এবং বাংলাতে নেই এমন নিবন্ধ প্রস্তাব করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার প্রস্তাবনা দুটি না যুক্ত করলেও আমি কয়েকটি একই বিষয়ে নিবন্ধ যুক্ত করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শুধুই ভারত ও বাংলাদেশ?[সম্পাদনা]

আমি নিশ্চিত যে প্রতিযোগিতার আহ্বায়ক শুধুমাত্র এই দুই দেশের উইকিপিডিয়ানদের মধ্যেই এই প্রতিযোগিতাকে সীমাবদ্ধ রাখতে চান না। যদিও বাস্তবে ভারত ও বাংলাদেশ বাদে অন্য কোন দেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভবনা ক্ষীণ, তবুও প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে কি ভারত বা বাংলাদেশ এই শব্দগুলি পরিহার করা যায় না? কল্যাণ সরকার (আলাপ) ১৯:০৪, ২৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটা আসলে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে কারণ পুরস্কার পাঠানোর একটি ব্যাপারে রয়েছে যেখানে আমরা ভারত ও বাংলাদেশের বাইরে এখন পাঠাতে প্রস্তুত না।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৭, ২৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ওহ, বুঝলাম। ধন্যবাদ। ‍‍‍‍‍‍‍‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১০:৫২, ২৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

What language?[সম্পাদনা]

Hey! Namaste from Hyderabad, India. I just wanna know the language we have to translate the articles into. Hindi or Bangla? Oh! And I also wanted to propose a new topic for translation- Neerja Bhanot. Thanks! PS. I’m sorry if you are not able to understand my question very well! I’m typing this in English. So when you translate it from Bangla, it gets messed up! Astuti Sinha (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

Hey @Astuti Sinha: As you can see on the central notice, this contest is at Bangla Wikipedia so obviously you have to translate articles into Bangla. Thanks for proposing a new topic and you'll be happy to know that this specific article is actually already available in Bangla Wikipedia, but that's not the point, biographical articles are not acceptable to this contest but you are more than welcome to propose another topic though. Cheers,~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Telugu Yuva prakash (আলাপ) ০৮:১১, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত।[সম্পাদনা]

আদাব। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু আমি আমার নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার নাম তালিকায় লাল বর্ণ হিসেবে দেখাচ্ছে। আমি এখন কি করতে পারি? তালিকায় আমার ক্রমিক নম্বর ৬৯। # Mi01saad

তাতে সমস্যা নেই। সামাজিক যোগাযোগের মত করে যদি বলি তাহলে ওটা আপনার প্রোফাইল পাতা, আপনি আপনার প্রোফাইল পাতাতে কিছু লিখেননি তাই লাল দেখাচ্ছে। আপনি অনুবাদ করুন, আপনার পাতা লাল বা নীল যাই হোক না কেন সেটি প্রভাব পড়বে না।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ : অনুবাদ ব্যতিরেকে মাতৃভাষা সম্পর্কে মৌলিক প্রবন্ধ লেখা যাবে কী ? উইকিপিডিয়ায় 'মাতৃভাষা দিবস' উপলক্ষ্যে যে প্রবন্ধ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে হৃদয়োৎসারিত অভিনন্দন জানাচ্ছি। গত দিনে নাম নথিভুক্ত করেছি। এখন জানতে ইচ্ছে করছে মাতৃভাষা নিয়ে মাতৃভাষায় কোনো মৌলিক প্রবন্ধ রচনা করা যাবে কী ? জানতে পারলে খুশি হতাম। যদি মাতৃভাষা নিয়ে উইকিপিডয়ায় কিছু কাজ করতে পারি তবে নিজেকে ধন্য মনে করব। উদ্যোক্তাদের ধন্যবাদ। sukan (আলাপ) ১৮:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রতিযোগিতায় শুধু তালিকা থেকেই নিবন্ধ তৈরি করা যাবে। তাছাড়া এমনিতে উইকিপিডিয়াতে মৌলিক নিবন্ধ লিখা যাবে (যতক্ষণ পর্যন্ত সেটা গবেষণাধর্মী না হবে)।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বিষয় অন্তর্ভুক্তি প্রসঙ্গ[সম্পাদনা]

ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় যেমন হাইড্রোলিক্স, মেকানিক্স ইত্যাদি বিষয় গুলো অন্তর্ভুক্ত করুন Raihan123456 (আলাপ) ১৮:৫৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য, আপনার প্রস্তাবিত বিষয়সমূহ আমরা শীঘ্রই যুক্ত করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় ব্যবহারকারী Raihan123456, উক্ত বিষয়ের নিবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, আরো করা হবে। ধন্যবাদ। — অংকন (আলাপ) ১৬:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি নতুন বিষয় অনুবাদ করতে চাই এই প্রতিযোগিতার জন্যে[সম্পাদনা]

Bamboo blossom এটা বাংলা ভাষায় আমি অনুবাদ করতে চাই । এটি যে আমি অনুবাদ করবো এটা নথিভুক্ত কি করে করবো ?

আমি আগে কোনোদিন উইকিপিডিয়া তে কাজ করিনি তাই অনুবাদ করার পর লেখা গুলো কি করে সেট আপ করবো একটু সাহায্য চাই .. Biswajit Das Nicken (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আমি গত বছর একটি টিউেোরিয়াল লিখেছিলাম, আপনি দেখে নিতে পারেন এখানে। এটাকেই আরও সমৃদ্ধ করে আজ কালের মধ্যে একটি নতুন টিউটোরিয়াল প্রতিযোগিতা পাতায় যুক্ত করে দেব। এবং Bamboo blossom নিবন্ধটি প্রতিযোগিতার অন্যান্য নিবন্ধের তুলনায় বেশ ছোট বলে এটি যুক্ত করতে পারছি না তবে আপনি তালিকার অন্য কোন নিবন্ধ বা ইংরেজি বেশ বড় কোন নিবন্ধ প্রস্তাব করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বিষয় নির্বাচন[সম্পাদনা]

বাংলাদেশের রাজনীতির পালাক্রম যুক্ত করা যেতে পারে।

ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য, আপনার প্রস্তাবিত বিষয়টি আমরা যুক্ত করার চেষ্টা করবো। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ ১১:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বিষয় অন্তর্ভুক্তি প্রসঙ্গ[সম্পাদনা]

বাংলাদেশের সকল নদীর নাম নতুন বিষয় হিসেবে অন্তর্ভুক্তিকরণ প্রসঙ্গে অনুরোধ করছি ইমন মেশবাউল (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য। আপনার প্রস্তাবিত বিষয় বিবেচনায় রইল। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ ১১:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ইতিমধ্যেই বাংলাদেশের সব নদী নিয়ে নিবন্ধ রয়েছে। বাংলাদেশের নদীর তালিকা ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Movie "127 Hours"[সম্পাদনা]

I want to translate this. Are it possible? Myrakibalamin (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

যুক্ত করে দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মোবাইল টেলিফোনি পাতার অনুবাদ[সম্পাদনা]

আসসালামু আলাইকুম। আমি মোবাইল টেলিফোনি পাতার অনুবাদ কাজ শুরু করেছি। দয়া করে পরীক্ষা করে দেখবেন কি আমার অনুবাদ সঠিক পথে এগোচ্ছে কিনা?? ধন্যবাদ। Ieahhiea (আলাপ) ১৯:২৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে , আপনি অনুবাদ করতে থাকুন । --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Is this contest only for bangla or our own languages? Brindha C (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Brindha C: Unfortunately, yes. We are really sorry that all of you are forced to see the notice in English Wikipedia. As of this moment, Wikimedia's CN banner can't be geolocated by state. Otherwise, We could have been adding only West Bengal in it. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তালিকাতে নিবন্ধ যোগের অনুরোধ[সম্পাদনা]

নিবন্ধ তালিকাতে Water Supply and Women in developing countries (উন্নয়নশীল দেশে জল সরবরাহ ও মহিলা) নিবন্ধটি যোগ করার অনুরোধ রইল। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যুক্ত করেছি। তবে পরবর্তীতে দয়া করে তালিকায় যুক্ত করা পর্যন্ত অপেক্ষা করবেন এবং আরও একটু বড় নিবন্ধ দেওয়ার চেষ্ঠা করবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকায় নতুন নিবন্ধ যোগ প্রসঙ্গে[সম্পাদনা]

তালিকায় Zion Square নিবন্ধটি যোগ করার অনুরোধ করছি। Shahidul Hasan Roman (আলাপ) ০৩:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যুক্ত করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

About statistics[সম্পাদনা]

Sorry for posting in English. I don't know Bangla. If you are interested in tracking this competition statistics like this then I can help you. I had done in Odia wikipedia. Thanks. --Ranjithsiji (আলাপ) ১০:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Ranjithsiji: Thanks, I was just browsing your stats this morning and my thought exactly. This would be great, how soon can you start? :D ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: Will setup your statistics page today. Checking the requirements now. Will update soon. --Ranjithsiji (আলাপ) ০৩:১৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
  • I'm very much interested in 'International Mother Language Day' competition organized by Wikipedia. Unfortunately I had logged-in with Bangla or Bengali page. Is there any separate page for Tamil? If it is so, please send me the link. Brindha C (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
Unfortunately, no. This contest is only at Bangla Wikipedia. We are really sorry that all of you are forced to see the notice in English Wikipedia. As of this moment, Wikimedia's CN banner can't be geolocated by state. Otherwise, We could have been adding only West Bengal in it. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: Statistics Active - You can get it at Stats Page --Ranjithsiji (আলাপ) ১৫:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Thanks, Ranjithsiji. We have added the stats link on the contest page. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রোফেশনাল রেসলিংয়ের নানা জানা অজানা তথ্য[সম্পাদনা]

বাংলাদেশসহ পুরো বিশ্বেই আজ রেসলিং একটি জনপ্রিয় বিনোদনের মাধ্যম হিসেবে সুপরিচিত। তাই এ সম্বন্ধে বিস্তারিতভাবে বাংলাদেশের যুবাদের জানানোর ইচ্ছা প্রকাশ করতেছি। Ratul Islam Antor (আলাপ) ১৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, ধন্যবাদ। আপনার প্রস্তাবনা অনুসারে “নতুন যুক্ত করা হয়েছে” ছকে কিছু কুস্তি সম্পর্কিত নিবন্ধ যুক্ত করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উদ্ধৃতি ত্রুটি সম্পর্কে[সম্পাদনা]

আমি মোবাইল টেলিফোনি নামক নিবন্ধের অনুবাদ করছি। সমস্যাটি হচ্ছে ৫ নং তথ্যসূত্রে ত্রুটি দেখাচ্ছে। সমাধান কি? Ieahhiea (আলাপ) ২০:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটি কোন সমস্যা নয়, একই তথ্যসূত্র মাঝে মাঝে নিবন্ধের কয়েকটি স্থানে ব্যবহার করা হয়। তখন বারবার লিংক দেওয়ার পরিবর্তে একই তথ্যসূত্রের জন্য একটি নাম এ্যাসাইন করা হয়। একটি মাত্র স্থানে নামসহ সেই তথ্যসূত্র থাকে, বাকী জায়গাগুলোতে তথ্যসূত্রের ওই নাম ব্যবহার করা হয়। আপনার নিবন্ধের ওই তথ্যসূত্রের নাম হলো “Steinhauser-Holson”। যখন কোন নিবন্ধে শুধু তথ্যসূত্রের ওই নামটি পাওয়া যায় কিন্তু পুরো লিংক পাওয়া যায় না তখনই এই ত্রুটি দেখায়। লিংকটি যেখানে আছে সে পর্যন্ত আপনি এখনো অনুবাদ করেন নি। আপনি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করলে এটা আপনাআপনি ঠিক হয়ে যাবে। তারপরও ঠিক না হলে কোন পর্যালোচক পর্যালোচনার সময় সংশোধন করে দেবন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

account related[সম্পাদনা]

I can't open an account of Wikipedia. when I try it reply me that you already 6 account opened!!!!! 103.14.27.130 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়াতে স্প্যামিং রোধের জন্য একটি নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক একাউন্টই তৈরি করা যায় ২৪ ঘন্টায়। আপনি খুব সম্ভবত শেয়ার্ড আইপি ব্যবহার করেন এবং এই আইপি ব্যবহার করে অন্য কেউ বেশ কিছু একাউন্ট তৈরি করেছেন। আপনি ২৪ ঘন্টা পর আবার চেষ্ঠা করে দেখুন অথবা আপনার মোবাইলের আইপি ঠিকানা পরিবর্তন করে দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫১, ৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইজরায়েল–গাজা বিরোধ[সম্পাদনা]

"গাজা-ইজরায়েল বিরোধ" ইজরায়েল-ফিলিস্তানের সংঘাতগুলোর মধ্যে অন্যতম। ২০০৫ ও ২০০৬ সালে ইসলামি রাজনৈতিকদল হামাস সরকারের জরুরী নির্বাচন ঘোষণার ফলে ফিলিস্তানি যোদ্ধাদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওয়েস্ট ব্যাংকে ফাতাহ্ সরকার এবং গাজায় হামাস সরকারের মধ্যে বিরোধ বাঁধে এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে যার ফলে ফাতাহ্ সরকার নির্বাচনে হামাসের কাছে হেরে যায়। ইজরায়েলের উপর ফিলিস্তানি রকেট হামলা এবং গাজার উপর মিশরীয় - ইজরাইলিয়দের যৌথ অবরোধ বিক্ষোভকে উস্কে দেয়। Imamul Hossain Nomani (আলাপঅবদান) এই ইমামুল মন্তব্যটি যোগ করেছেন।ইমামুল

নিবন্ধটি ইতিমধ্যেই তালিকার “সাম্প্রতিক” অনুচ্ছেদে যুক্ত রয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫২, ৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সৌদি ভিশন ২০৩০[সম্পাদনা]

বাংলাদেশসহ পুরো বিশ্বেই আলোড়ন সৃষ্টিকারী সৌদি আরবের নেয়া একটা উদ্যোগ হল "ভিশন ২০৩০"। তাই এ সম্বন্ধে বিস্তারিতভাবে সকল মানুষকে জানানোর ইচ্ছা প্রকাশ করতেছি। ধন্যবাদ। — Farhamahsan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ধন্যবাদ আপনার প্রস্তাবের জন্য। কিন্তু ইংরেজি নিবন্ধটি থেকে ছক ও অন্যান্য বিষয় বাদ দিলে নিবন্ধের মূল লেখা খুব বেশি বড় নয়। প্রতিযোগিতায় যদিও এটি যুক্ত করতে পারছি না তবুও আপনি চাইলে প্রতিযোগিতা ছাড়াই এমনিতে নিবন্ধটি বাংলাতে তৈরি করতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

রেফারেন্স[সম্পাদনা]

কিভাবে রেফারেন্স যুক্ত করবো । — Farhamahsan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি ইংরেজি উইকিপিডিয়াতে দেওয়া বাক্যের শেষে যে তথ্যসূত্রগুলো রয়েছে সেগুলো সরাসরি কপি করে যুক্ত করে দিতে পারেন। অথবা উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন? এই টিউটোরিয়ালটি দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পুরষ্কার[সম্পাদনা]

প্রথম পুরষ্কারটি দেখে নিবন্ধ সম্পাদনা করা থেকে মন উঠে গেল। বর্তমানে পক্যট রাউটারগুলো তেমন চলে নাহ। যেহুতো এসব রাউটারের কাজ এখন স্মার্টফোনেই করা যায় হটসপট শেয়ারের মাধ্যমে। বরং টিপি লিংকের ২ এন্টেনার একই দামের অনেক ভালো রাউটার দেওয়া যেত এবং একই দামে আরো অনেক ভালো পুরষ্কার দেওয়া যেত। --Najimul

একই দামের মধ্যে যিনি প্রথম হবেন তিনি অন্য কোন পুরস্কার চাইলে আমরা সেটিও বিবেচনা করেতে পারি। এটি কোন সমস্যা নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একই বিষয় দুটি পৃথক নিবন্ধ[সম্পাদনা]

নমস্কার নেবেন, আমি আজ 'শুঙ্গ সাম্রাজ্য' নামে একটি নিবন্ধ অনুবাদ করেছি এবং পর্যালোচনার জন্য জমাদান করেছি। একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, দেখুন, "নতুন যুক্ত করা হয়েছে" শীর্ষক তালিকার ১৫ নং নিবন্ধটি হল "শুঙ্গ সাম্রাজ্য" আবার "ইতিহাস" শীর্ষক তালিকার ২.২ নং নিবন্ধটিও হল "সুঙ্গ সাম্রাজ্য"। দুটি ভিন্ন বানানের জন্য দুটি নিবন্ধ প্রদান করা হয়েছে, অথচ দুটিরই ইংরেজি লিঙ্কটি কিন্তু এক। ব্যাপারটি বিভ্রান্তিকর, দ্বিতীয় নিবন্ধটি যদি অন্য কেউ অনুবাদ করেন তবে কার অনুবাদ গৃহীত হবে? এই প্রসঙ্গে অ্যাডমিনের মনোযোগ আকর্ষণ করছি। এই প্রসঙ্গে একটা মন্তব্য করি, ছোটবেলা থেকে এই শুঙ্গ সাম্রাজ্য নিয়ে পড়াশুনা করবার সময়ে সবসময়েই কিন্তু শুঙ্গ বানানে পেয়েছি "শ"। কাজেই উল্লিখিত তালিকার "শুঙ্গ" বানানটাই শুদ্ধ হবে বলে মনে করি। পরবর্তী বিচার আপনাদের ওপর রইল। ধন্যবাদান্তে - --শান্তনু চট্টোপাধ্যায় (আলাপ) ১৬:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@শান্তনু চট্টোপাধ্যায়: দাদা, ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সুঙ্গ নামটি সঠিক নামে পুনর্নির্দেশ করে দিয়েছি। সুতরাং একই নিবন্ধ দুইবার হওয়া সম্ভাবনা নেই। নতুন নিবন্ধ যুক্ত করার সময় ইতিহাসে এই নিবন্ধের স্থানে অন্য একটি বসিয়ে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন বিষয় যুক্ত করা[সম্পাদনা]

আমার মতে,আপনাদের ফরাসি বিপ্লবকেও একটি বিষয় হিসেবে নির্বাচন করা উচিত — নুহিয়াত আরেফিন (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ইতিহাস অনুচ্ছেদে ফরাসি বিপ্লব সম্পর্কিত কয়েকটি নিবন্ধ যুক্ত করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের ভাষা আন্দোলন (প্রাচীনকাল থেকে বর্তমান)[সম্পাদনা]

বাংলা ভাষার ইাতহাস এবং ভাষার জন্য প্রাণ দানের গৌরব শুধু বাংলা ভাষীদের বিশেষত বাংলাদেশিদের আছে। সেই প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত এর অনেক ইতিহাসিই অজানা। তাই এমন একটি প্রবন্ধ থাকা অতীব জরুরী বলে আমি মনে করি।

দ্রষ্টব্য: বর্তমানে যে প্রবন্ধগুলো রয়েছে তার বেশির ভাগই ১৯৫২ সালকে কেন্দ্র করে রচিত। কিন্ত ভাষার জন্য এ লড়াই তারও অনেক আগে থেকে হয়ে আসছে এবং তার উল্লেখ কোনো প্রবন্ধে বিস্তরভাবে নেই। — Antara Labiba Tiash (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Antara Labiba Tiash: আপনার মতামততের জন্য ধন্যবাদ। আমাদের এই প্রতিযোগিতায় শুধুমাত্র ইংরেজিতে রয়েছে এবং যথেষ্ঠ বড় এরকম বিষয়ভিত্তিক ও বাংলা উইকিপিডিয়ার জন্য গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোই শুধুমাত্র যুক্ত করা হয়। ভাষা আন্দোলন সম্পর্কিত ও অন্যান্য যে নিবন্ধগুলো আছে আমাদের কাছে সবগুলোই গুরুত্বপূর্ণ এবং এই প্রতিযোগিতায় আপনার প্রস্তাবনাটি গ্রহণ করতে না পারলেও আমরা আপনাকে এই নিবন্ধ নিয়ে কাজ করতে বাংলা উইকিপিডিয়তে স্বাগত জানাচ্ছি। তবে অনুগ্রহ করে মনে রাখুন, উইকিপিডিয়ায় শুধুমাত্র পূর্বে প্রকাশিত হয়েছে এমন উল্লেখযোগ্য উৎসের তথ্যই যুক্ত করা যায়, অন্য যেকোন মৌলিক গবেষণা বা এ জাতীয় কোন কিছু যুক্ত করা যায় না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মায়ের ভাষায় মাকে চিঠি[সম্পাদনা]

মায়ের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে তাদের প্রতিহত করেছিল এই বাংলা মায়ের সন্তানরা।আমরা নতুন প্রজন্ম ভাষার প্রতি সেই আবেগ,সেই ভালবাসা থেকে অনেকটাই দুরে সরে গিয়েছি।যদি এমন হয় এই ভাষার মাসেই সকল সন্তানরা তাদের মায়ের কাছে চিঠি লিখুক তাদের মায়ের ভাষাতেই।আর তার মধ্য থেকে শ্রেষ্ঠ চিঠিগুলো স্থান পাবে জাতীয় জাদুঘর ও বাংলা উইকিপিডিয়ায়।বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্ববাসীকেও মায়ের ভাষার গুরুত্ব আরও ভালভাবে বোঝানো যাবে। Mahmudul Hasan Pathik (আলাপ) ০৭:০১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার মতামতের জন্য। দয়া করে পড়ুন: উইকিপিডিয়া:উইকিপিডিয়া কি নয়~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রতিযোগিতায় ২ টি নতুন বিষয় যুক্ত করতে অনুরোধ[সম্পাদনা]

তালিকায় দুটি বিষয় যুক্ত করতে অনুরোধ করা যাচ্ছে। ১। নগর পরিকল্পনাবিদ (Urban Planner) ২। আঞ্চলিক পরিকল্পনা (Regional Planning) এই দুটি প্রবন্ধ ইংরেজীতে আছে কিন্তু বাংলায় নেই। — Solaiman Khan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। প্রথম নিবন্ধটি যুক্ত করে দিচ্ছি তবে দ্বিতীয়টি করতে পারছি না করণে দ্বিতীয নিবন্ধটি অনেক ছোট। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

গণিত বিষয়ক নিবদ্ধ তালিকাভুক্ত করার অনুরোধ[সম্পাদনা]

নমস্কার, গণিত বিশয়ক দুটি নিবন্ধ যুক্ত করতে অনুরোধ জানাই - ১)ভেন ডায়াগ্রাম (Venn diagram) ২)ইউলার ডায়াগ্রাম (Euler diagram) — Sgsinha (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

“নতুন যুক্ত করা হয়েছে” অনুচ্ছেদে এই দুটি নিবন্ধ যুক্ত করা হয়েছে। ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

গনিত বিষয়ক নিবন্ধ যুক্ত করার আবেদন[সম্পাদনা]

</১)ইউডক্সাসের গোলক(Eudoxas's circle)/> — 103.78.161.190 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

“নতুন যুক্ত করা হয়েছে” অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জল সরবরাহ ও পানি সরবরাহ[সম্পাদনা]

উইকিপিডিয়ার একটি পুরনো সমস্যা নিয়ে বলতে চলেছি। জল ও পানি এই শব্দ নিয়ে বহু দিন থেকে উইকিতে সমস্যা। আমি ৫-০২-২০১৮ তারিখে জল সরবরাহ নামে একটি নিবনওধ লিখেছিলাম নিবন্ধ প্রতিযোগিতার জন্য। নিবন্ধটি সম্পূর্ণ হয়েছিল না, তবে বেশ কিছু অংশ লেখা হয়েছিল। কিন্তু ১০-০২-২০১৮ তারিখে একজন পানি সরবরাহ নামে নিবন্ধ লেখেন। পানি সরবরাহ নিবন্ধটি অনেকটাই লেখা হয়েছে। এর মধ্যে একটি আকর্ষনিয় বিষয় হল আমি জল সরবরাহ নিবন্ধটি উইকিডাটায় ভাষা গুলির মধ্যে যে অন্তসংযোগ করেছিলাম (৫-০২-২০১৮) তা ১১-০২-২০১৮ তারিখে পরিবর্তন করা হয় এবং সেখানে পানি সরবরাহ নিবন্ধ যোগ করা হয়। এই খানে নিবন্ধ দুটি একই সাইজের অর্থাত জল সরবরাহ নিবন্ধ থেকে কপি করা হয়েছে। ভাষা সংযোগটি একাউন্ট লগআউট করে করা হয়েছে। ফলে প্রশাসন কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় রয়েছি।খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি তালিকাতে পানি সরবরাহ নামে ছিল, সুতরাং কোন ব্যবহারকারী যদি প্রতিযোগিতার নিয়ম অনুসারে পানি সরবরাহ নামে শুরু করে তাহলে তাকে কিছু বলার থাকে না। আপনি যদি প্রতিযোগিতার জন্যই তৈরি করেছেন সেক্ষেত্রে তালিকার নামে তৈরি করে পরে স্থানান্তর করে দিলেতো হতো, সেক্ষেত্রে নামটি নীল দেখাতো তালিকাতে এবং কেউ তৈরি করতো না। নিবন্ধ দৃটির সাইজ এক নয়, পানি সরবরাহ নিবন্ধটি বেশি অনুবাদ করা। যদি নিবন্ধটি ব্যবহারকারী জমা দেন সেক্ষেত্রে তারটা গ্রহণ করা ছাড়া আমাদের উপায় নেই এই প্রতিযোগিতায় কারণ তালিকাতে ওই নামে ছিল এবং তিনি নিয়ম অনুসরণ করেছেন। তালিকার বাইরে ভিন্ন নামে যদি প্রতিযোগিতার জন্য তৈরি করেন সেটি কিন্তু অন্য কেউ জানার কথা নয় (নতুনরা বিশেষ করে)। সুতরাং প্রতিযোগিতার মেরিটে পানি সরবরাহটাই গৃহীত হবে। তবে আপনি এই বিষয়ে যদি উক্ত ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে রাজী করাতে পারেন সেক্ষেত্রে আমাদের কোন সমস্যা নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটা কিন্তু মান মানসম্মত উত্তর হল না। ইংরাজি নিবন্ধ থেকে প্রথমে আমি জল সরবরাহ নামে নিবন্ধ লেখা শুরু করেছি। ফলে একই নিবন্ধ অন্য নামে কেউ লিখতে পাড়ে না। আর নিবন্ধ প্রতিযোগিতায় আমি যোগ করি আর না করি সেটি পরের কথা। নিবন্ধ দুটি দেখুন আমি যেটুকু লেখে ছিলাম সেটি কপি করে পানি সরবরাহ নিবন্ধ লেখা হয়েছে। আর যুদ্ধমন্ত্রী আপনি যে কথাটি বলেছেন যে আমি যে হেতু অন্য নামে নিবন্ধ লিখেছি ফলে নিবন্ধ প্রতিযোগি কি করে বুঝবে নিবন্ধ লেখা হয়েছে। পানি সরবরাহ নিবন্ধটির লেখক ইংরাজি পাতাটি থেকে অনুবাদের সময় বুঝতে পেরেছে যে এইতিমধ্যে নিবন্ধটি লেখা হয়েছে কারন ইংরাজি নিবন্ধের পাসে অন্য ভাষা হিসাবে বাংলা ছিল। আর যেহেতু আমার নিবন্ধের লেখা তার নিবন্ধ লেখা হয়েছে হুবহু ফলে জলসরবরাহ নিবন্ধ সম্পর্কে তার না জানার কথা নয়। পানি সরবরাহ নিবন্ধ প্রথমে অপসারন করা হয়েছিল পরে তিনি আবার লিখেছেন। খাঁ শুভেন্দু (আলাপ) ০৯:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ একত্রীকরণ করে জল সরবরাহতে নিয়ে গেলে আমার কোন সমস্যা নেই। তবে, যেহেতু প্রতিযোগী তালিকার নামে তৈরি করেছেন এবং শেষ করেছেন অনুবাদ করে সুতরাং প্রতিযোগিতায় নিবন্ধটি তার নামে গৃহীত হবে। প্রতিযোগিতা ছাড়া নিবন্ধটি যেহেতু আপনি আগে জল সরবরাহ নামে শুরু করেছেন সেহেতু জল সরবরাহতে নিবন্ধটি স্থানান্তর করা যেতে পারে। যেহেতু সমস্যা হয়েছে সুতরাং এখানে প্রতিযোগিতার যিনি নিয়ম মেনে করেছেন তারটাই গ্রহণ করা উচিত হবে। এটা আপনার কাছে মান সম্মত উত্তর না হলেও। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যে পানি সরবরাহ নিবন্ধ লিখেছে সে জল সরবরাহ নিবন্ধ সম্পর্কে জানার পরেই লিখেছে কারন, ইংরাজি উইকিতে অন্যান ভাষায় বাংলা ছিল আর ইংরাজি উইকি থেকে পানি সরবরাহ যেহেতু অনুবাদ করা হয়েছে। আমি জল সরবরাহ নিবন্ধ জমা দিচ্ছি না। ফলে প্রতিযোগিতায় কোনো সমস্যা নেই। তবে ভাষা সংযোগ থেকে জল সরবরাহ নিবন্ধ সরিয়ে দেওয়া হল কেনও। আর আমার অনুরোধ জলসরবরাহ নিবন্ধ যেনও অপসারন করা হয় বা নাম পরিবর্তন করা না হয়। এর আগে আমার এক নিবন্ধ লেখার কিছু দিন পর একই নিবন্ধ লিখেছিলেন একজন আলাদা ভাবে। সেক্ষেত্রে পরে লেখা নিবন্ধ প্রথমে লেখা নিবন্ধে মিশিয়ে দেওয়া হয়েছিল। ....খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:২৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে জল সরবরাহ পাতায় সব তথ্য স্থানান্তর করা হয়েছে এবং ব্যবহারকারীকে এই নামেই জমা দিতে বলা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তালিকায় যোগ করতে চাই[সম্পাদনা]

আমি একটি বিশেষ এক নিবন্ধকে তালিকায় যোগ করার অনুরোধ জানাচ্ছি। সেটি খুবই তাত্পর্যপুর্ন। সেটি হলো List of unsolved problems in physics । যার বাংলা শিরনাম করতে চাই পদার্থবিদ্যার অমিমাংশিত প্রশ্ন। বর্তমান বিজ্ঞান ভিত্তিক সমাজের জন্য এই নিবন্ধটি আশাকরি খুবই গুরুত্বপূর্ন। পার্থ 🇮🇳 ২১:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। “নতুন যুক্ত করা হয়েছে” অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

I want to translate an elaborate topic about football. — Subha.d2017 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

“নতুন যুক্ত করা হয়েছে” তিনটি ফুটবল সংক্রান্ত নিবন্ধ যুক্ত করেছি। আরও বেশ কিছু যুক্ত করবো পরবর্তীতে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ থাকা সত্ত্বেও অস্তিত্ব নেই দেখাচ্ছে[সম্পাদনা]

নমস্কার, আমি একটি নিবন্ধ তৈরী করেছিলাম - কৌষিতকী উপনিষদ্। কিন্তু জমাদান করার সময় অস্তিত্ব নেই দেখাচ্ছে। দয়া করে একটু মিলিয়ে দেখবেন আপনাদের প্রধান পাতায়। — Sgsinha (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি বানান ভুল করেছেন, নিবন্ধটি লিখেছেন কৌষিতকী উপনিষদ্‌ নামে। সুতরাং এই নামে জমা দিন, তাহলেই দেখাবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধর্ম বিষয়ক কয়েকটি নিবন্ধ যুক্ত করতে চাই[সম্পাদনা]

~নমস্কার, ধর্ম বিষয়ক দু'টি নিবন্ধ যুক্ত করতে অনুরোধ জানাই - কর্ম যোগ (Karma Yoga), হিন্দু তীর্থসমূহ (Hindu Pilgrimage Sites), অধর্ম (Adharma), বৈরাগ্য (Vairagya) ব্যবহারকারী:Sgsinha

“ধর্ম ও বিশ্বাস” অনুচ্ছেদে আপনার প্রস্তাবিত প্রথম নিবন্ধটি যুক্ত করেছি, তবে বাকীগুলো বেশ ছোট হওয়ায় যুক্ত করতে পারছি না, দুঃখিত। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পরিভাষার ব্যবহার[সম্পাদনা]

অনুবাদ করার সময় এমন কিছু শব্দ পাচ্ছি যার সঠিক পরিভাষা বাংলায় নেই/প্রচলিত নয়। এইসব ক্ষেত্রে উইকিপিডিয়ার অনুসৃত নীতি কী? — Zunaedsifat (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া:পরিভাষা পাতায় হয়ত আপনি কিছু পরিভাষা পেতে পারেন তবে তালিকাটি অসম্পূর্ণ। যদি এখানে না পান এবং যদি বাংলায় প্রচলিত না থাকে তাহলে উৎস ভাষায় যেভাবে উচ্চারণ করা হয় সাধারণত সেভাবেই বাংলা অক্ষরে লিখা হয়। তবে, আমরা সবসময় চেষ্ঠা করি প্রচলিত বা কাছিকাছি পরিভাষা ব্যবহার করার। তবে কোনক্রমেই, একেবারেই অপ্রচলিত বা নতুন কোন পরিভাষা নিজে তৈরি করে ব্যবহার করা যাবে না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ পরিচিতি[সম্পাদনা]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত উৎসবের নিবন্ধযোগ্য বিষয়াবলি তে বাংলাদেশ সম্পর্কিত কোন প্রবন্ধের-ই উল্লেখ নেই, যা অত্যন্ত দুঃখজনক। অন্ততপক্ষে বাংলাদেশ, এর বিভাগীয় শহর গুলো এবং বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক ঘটনাবলিসমূহ এই প্রতিযোগিতার অপরিহার্য অংশ হওয়া উচিত। https://en.wikipedia.org/wiki/

ladesh https://en.wikipedia.org/wiki/Dhaka https://en.wikipedia.org/wiki/Chittagong https://en.wikipedia.org/wiki/Sylhet https://en.wikipedia.org/wiki/Rajshahi https://en.wikipedia.org/wiki/Khulna https://en.wikipedia.org/wiki/Mymensingh https://en.wikipedia.org/wiki/Language_Movement https://en.wikipedia.org/wiki/Shaheed_Minar,_Dhaka https://en.wikipedia.org/wiki/Six_point_movement https://en.wikipedia.org/wiki/Agartala_Conspiracy_Case https://en.wikipedia.org/wiki/7_March_Speech_of_Bangabandhu https://en.wikipedia.org/wiki/Operation_Searchlight https://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

উপরিউক্ত বিষয় গুলো নিবন্ধনে আমি অত্যন্ত আগ্রহী। — Mahmuda Bangladesh (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সুধী, আপনার দুঃখ পাওয়ার কিছু নেই, আপনি যে নিবন্ধগুলোর কথা বলেছেন সে নিবন্ধগুলো ইতিমধ্যে বাংলা উইকিপিডিয়াতে রযেছে (ইংরেজি নিবন্ধের বামপাশে ভাষার বারে আপনি বাংলা দেখতে পাবেন)। এই প্রতিযোগিতাটি যে নিবন্ধগুলো নেই সেগুলো তৈরির উদ্দেশ্যে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যেটা ই্ংরেজীতে আছে ঐ ভাষাতেই থাক|শুধু শুধু বাংলা করার দরকার কী?ঐ বিষয়ে ভিন্ন একটা প্রবন্ধ লিখলেই হয়|— SMNSakib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@SMNSakib: বাংলা করলে কি সমস্যা? --আফতাব (আলাপ) ২০:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যাদের প্রবন্ধ কপি করছেন তারা জানতে পারলে সমস্যা|এর ফলে বাংলাদেশ সম্পর্কে খারাপ দৃষ্টি তৈরি হবে|আর আপনি কি এদের অনুমতি নিয়েছেন?এরকমভাবে কপি করার জন্য জাফর ইকবাল স্যারকেও আলোচিত করা হয় এবং বিদেশে বাংলাদেশের মানহানি হয়|— SMNSakib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@SMNSakib: হ্যাঁ, আমরা কপিরাইট মেনেই অনুবাদের লিঙ্ক দিয়েছি। আপনি যখন কিছু লিখে সংরক্ষণ করেন, সেই সংরক্ষণ বোতামের নিচে আপনি কোন লাইসেন্সের আওতায় প্রকাশ করছেন তা দেয়া আছে সেটি দেখুন।আফতাব (আলাপ) ০২:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পদার্থবিজ্ঞান সম্পর্কিত দুটি নিবন্ধ[সম্পাদনা]

proton decay - প্রোটন ক্ষয় এবং baryon asymmetry - ব্যারিয়ন অপ্রতিসাম্য, পদার্থবিজ্ঞানের এই দুটি গুরুত্ত্বপূর্ণ নিবন্ধ তালিকায় যোগ করতে অনুরোধ করছি। Soumyapatra13 (আলাপ) ১৬:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

“বিজ্ঞান” অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পিয়ার টু পিয়ার[সম্পাদনা]

পিয়ার টু পিয়ার শিরোনামে আমি একটি প্রবন্ধ অনুবাদ করছি. আগে এই প্রবন্ধটি প্রস্তাবিত প্রবন্ধ ছিলো, দুখ্হের বিষয় আমি এখন প্রবন্ধটিকে তালিকাতে দেখতে পাচ্ছি না. দ্বিতীয়, আমি পূর্ব উল্লেখিত প্রবন্ধটি {{কাজ চলছে/২০১৮}} কোড দিয়ে প্রকাশ করতে পারি? Jhalmuri (আলাপ) ২২:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Jhalmuri, নিবন্ধটি এখনো আছে পিয়ার-টু-পিয়ার নামে সুতরাং, আপনি নিশ্চিন্তে অনুবাদ করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভৌত রাশির তালিকা[সম্পাদনা]

ভৌত রাশি নিয়ে নিবন্ধ থাকলেও ভৌত রাশির তালিকা নিয়ে নিবন্ধ নেই। আমি বিভিন্ন উৎস থেকে সঠিক তথ্য দিয়ে নিবন্ধ টি তৈরি করতে পারব। তাই, আপনাদের নিকট নিবন্ধ টি শুর করার জন্য অনুমতি চাচ্ছি। আশা করছি আপনারা নিবন্ধ টি শুরু করার জন্য অনুমতি দিবেন। -Md. Mashroor Zilan Snigdho (আলাপ) ০১:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি ইংরেজি থেকে আপনি যেকোন সময় বাংলা করে অনুবাদ করে উইকিপিডিয়ায় প্রকাশ করতে পারেন। এ জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে এটি প্রতিযোগিতায় যুক্ত করতে পারছি না (কারণ নিবন্ধটির মূল লেখা নেই বললেই চলে) বলে দুঃখিত। প্রতিযোগিতা ব্যতীত আপনি এমনিতেই নিবন্ধটি লিখতে চাইলে লিখে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মৃত্যু[সম্পাদনা]

আমি " মৃত্যু " নিয়ে একটি নিবন্ধ যোগকরার প্রস্তাব করছি। Arpon Barua (আলাপ) ০২:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইতিমধ্যে মৃত্যু নামে বাংলাতে নিবন্ধ রয়েছে। আপনি চাইলে সংশ্লিষ্ট নিবন্ধটি সমৃদ্ধ করতে পারেন তবে সেটি প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পদার্থবিজ্ঞান সম্পর্কিত দুটি নিবন্ধ[সম্পাদনা]

Consciousness অর্থাৎ "সংজ্ঞা/চেতনা" ও Theory of everything অর্থাৎ "চূড়ান্ত তত্ত্ব" তালিকায় যুক্ত করার অনুরোধ করছি। — Subhowikipedian (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সবকিছুর তত্ত্বচেতনা নামে দুটি নিবন্ধই বাংলাতে রয়েছে এবং এই দুটি প্রতিযোগিতার জন্য গণ্য হবে না। তবে আপনি নিবন্ধ দুটি এমনিতে সমৃদ্ধ করতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Ami Dublin core niya liktay chi. Ki Kore start kortay Hobe ? — Royjuboraj (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুঃখিত ইংরেজি নিবন্ধটি বেশ ছোট হওয়ায় এটি প্রতিযোগিতায় যুক্ত করতে পারছি না তবে প্রতিযোগিতা ব্যতীত আপনি বাংলা উইকিপিডিয়াতে এমনিতে নিবন্ধটি লিখতে পারেন। উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন? টিউটোরিয়ালটি দেখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পানি (Water) বিষয়ক নিবন্ধ[সম্পাদনা]

আমি পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করি। পানি নিয়ে প্রবন্ধগুলোর লিস্ট দেখতে চাই যেগুলো অনুবাদ করতে চাই, কীভাবে পাবো?

Integrated Water Resource Management (IWRM) বা "সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা" প্রবন্ধএর বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

~ মোঃ সুমন মিয়া আলাপ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

“অন্যান্য” অনুচ্ছেদে Peak water, Aquifer, Groundwater pollution, Stormwater, Rainwater harvesting, Reclaimed water, Water conservation, Water quality নিবন্ধগুলো তালিকাতে যুক্ত করেছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৫, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এ ইংরেজী নিবন্ধটি নিম্নোক্ত কারণে যুক্ত করা উচিৎ_

  1. বাদাম আমাদের প্রধান একটি ফল যার সাথে প্রায় সবাই পরিচিত|
  2. বাদাম পুষ্টিগুণ গভীর ভাবে জানা উচিৎ যেহেতু সবাই খায়|
  3. এটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই হয়|


S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ০৯:১১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাদাম নামে ইতমধ্যেই নিবন্ধ রয়েছে সুতরাং আপনি এটিকে সমৃদ্ধ করতে পারেন তবে এটি প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Timeline of historic inventions[সম্পাদনা]

Timeline of historic inventions নিবন্ধটি তালিকায় যুক্ত করার অনুরোধ রইলো। Shahidul Hasan Roman আলাপ ১১:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এই নিবন্ধটি মূলত একটি তালিকা এবং কিছু কিছু তালিকা যদিও যুক্ত করা হয় কিন্তু সেগুলোতে বিশদ বর্ণানাও থাকে। তাই এটি যুক্ত করা উচিত হবে না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আন্তজাতিক মানবিক আইনের বাস্তবায়ন নিয়ে লিখতে চাই, এর ইংরেজি আনুবাদটি কিভাবে পাব? Juthy huque (আলাপ) ১৩:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Juthy huque: International humanitarian law , International human rights law আপনি কি এই নিবন্ধগুলো খুজছেন?? Shahidul Hasan Roman আলাপ ১৬:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]