ব্যবহারকারী আলাপ:SMNSakib

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ব্লকচেইনের গঠন|মূল শিকল বা চেইন(কালো)প্রাথমিক ব্লক(সবুজ)থেকে অন্তিম ব্লক পর্যন্ত ব্লকের বৃহত্তম অনুক্রম নিয়ে গঠিত|একক শ্রেণীর ব্লক(গোলাপী)মূল চেইনের বাইরে স্থান পায়|


বিটকয়েন নেটওয়ার্ক

তথ্য


একটি ব্লকচেইন তথা ব্লকএর শিকল হলো ক্রমাগত বর্ধমান রেকর্ড তালিকা যাকে বলে ব্লক এবং যা ক্রিপ্টোগ্রফির মাধ্যমে সংযুক্ত ও নিরাপদ|প্রতিটি ব্লক প্রকৃতিগতভাবে পূর্বের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাস নিয়ে গঠিত যা একটি কার্যকাল এবং কার্যপ্রকৃতির সমন্বিত তথ্য[১]|গঠনগতদিক বিবেচনায়,ব্লাকচেইন হলো তথ্য পরিবর্তনরোধী একটি কৌশল|এটা হলো একটি খোলা বিভাজিত তথ্যভান্ডার যা...

উৎস[সম্পাদনা]

SMNSakib (আলাপ) ০৬:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি সবই শুনছি[সম্পাদনা]

ভাই,গুগলে আমার নামে সার্চ করলে এসব লেখালেখি পাওয়া যায়|তাই এভাবে(মনে হচ্ছে না ও শুনছে./..) পাতাটি নষ্ট করবেন না|আর প্রাথমিক ব্যবহারকারী হিসেবে হয়ত কিছু ভুলবুঝাবুঝি হতে পারে|কিন্তু এখন আমি যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছি|অনুগ্রহ করে কম্পিউটার ভাইরাস,হুগো ওয়েভিং প্রভৃতি দেখুন|
ধন্যবাদ S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ০২:১৮, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মার্চ 2018[সম্পাদনা]

স্বাগতম, আলাপ পাতা অথবা উইকিপিডিয়ার এমন কোন পাতা যেখানে মুক্ত আলোচনার সুযোগ রয়েছে, যেমন ব্যবহারকারী আলাপ:NahidSultan, সেখানে মন্তব্য প্রদানের পর আপনার স্বাক্ষর যোগ করুন। পর পর চারটি টিল্ড চিহ্ন ( ~~~~ ) লেখার মাধ্যমে আপনি এটি করতে পারেন। এর মাধ্যমে আপনার সাক্ষর, ব্যবহারকারী নাম অথবা আইপি ঠিকানা এবং স্বাক্ষর করার সময় যুক্ত হয়ে যাবে। এছাড়া আপনি সম্পাদনা পাতার উপরের টুলবার হতে স্বাক্ষর বাটনে ক্লিক করার মাধ্যমেও এটি করতে পারেন। স্বাক্ষর ব্যবহার করার ফলে উইকিপিডিয়ার অন্যান্য সম্পাদকরা জানতে পারবে যে ঐ নির্দিষ্ট মন্ত্যব্যটি কার দ্বারা এবং কখন যোগ করা হয়েছে। ধন্যবাদ CAPTAIN RAJU(T) ১৯:৩৮, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বিশ্বকোষীয় অবদান রাখুন[সম্পাদনা]

জনাব SMNSakib, আপনি কি উইকিপিডিয়ায় আপনার প্রোফাইল সাজাতে এসেছেন না বিশ্বকোষে অবদান রাখতে এসেছেন? আপনার সম্পাদনা দেখে মনে হচ্ছে তো আপনি আপনার প্রোফাইল সাজাতে ব্যস্ত। খেয়াল করুন, আপনার ব্যবহারকারীর পাতা যদি এই নীতিমালা না মানে তাহলে কিন্তু অপসারণ করা হতে পারে। দয়া করে আপনার প্রোফাইল সাজানো বন্ধ করে ব্লকচেইন নিবন্ধটির অনুবাদ শেষ করুন। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৬:০৩, ৩ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ওকে না বলে বাধা দিয়ে দেন। মনে হচ্ছে না যে আফতাবের মন্তব্য শুনছে এবং মনে হচ্ছে যে ও এখনও অপ্রয়োজনীয় সম্পাদনা করে চলবে। মাহির২৫৬ (আলাপ) ০১:৩৫, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি শুনছি সবই এখানে আপনারা যেভাবে সম্পাদনা করছেন তা আমার জন্য ক্ষতিকর ও অসম্মানজনক|কারণ এগুলো গুগল অনুসন্ধানে পাওয়া যাচ্ছে|যেটা আমার জন্য নিরাপদ না|তাই "মনে হচ্ছে না ও শুনছে না..."বা অনুরূপ সম্পদনা না করার অনুরোধ রইল| আর প্রথম পর্যায়ের ব্যবহারকারী হিসেবে ভুলত্রুটি থাকতেই পারে|তবে সম্প্রতি আমি যথেষ্ট অবদান রাখার চেষ্টা করছি| অনুগ্রহ করে পাতাগুলো দেখে আসুন:
ধন্যবাদ S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ০৩:০০, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে আপনি শুনতেন যে উইকিপিডিয়া ফেসবুক নয় (এত সময় দিয়ে ব্যবহারকারী পাতা সম্প্রসারণ করলে ভালো হয় না) ও যে আফতাব আপনাকে ব্লকচেইন নিবন্ধ আরো অনুবাদ করতে অনুরোধ করলো, যে অনুরোধটা এখনও উত্তর দিয়েছেন না। মাহির২৫৬ (আলাপ) ০৩:৩৫, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি করেছি তো জনাব,মাহীর;আমি জনাব অফতাভের সাথে ওনার ব্যবহারকারী পাতায় এ বিষয়ে আলোচনা করেছি|তাই এখানে উত্তর দেয়ার প্রয়োজন হয় নি|আর ব্লকচেইন-এর এখনো অনুবাদের ড্রাফট চলছে|শেষ হলে তারপর তা বাংলায় টাইপ করা হবে|আশা করি বুঝেছেন| ধন্যবাদ S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ০৫:৪৪, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা, বুঝেছি, ও তার জন্য দুঃখিত। তা ছাড়া একটু কষ্ট করে দুইটা জিনিস করুন: ১) অভ্র কি-বোর্ড দিয়ে বাংলা লিখেন যদি সঠিক দাড়ি ("।") লিখতে পারছেন না, ও ২) মিডিয়াউইকির ফরম্যাটিং আরো ভালো ভাবে শিখেন। (দেখেন কেমন করে লিখছি ও কেমন করে এই আলাপটা সাজাচ্ছি।) আরো সাহায্য লাগলে বলুন। মাহির২৫৬ (আলাপ) ০৬:০০, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
মাহির, এই ব্যবহারকারী শুধু ইংরেজিতে না, কমন্সেও কয়েকটি সক ব্যবহার করেছেন এবং তার মধ্যে একটি সকের সম্পাদনা সারাংশ দেখুন! তারপরও আমার মনে হয়েছিলো সুযোগ দেয়া উচিত; বাংলাতে যদি তিনি কোন সময় ভালো সম্পাদক হয়ে উঠেন এই আশায়। সুতরাং @SMNSakib: আবারও আপনাকে অনুরোধ করছি, ধীরে ধীরে প্রথমে উইকিপিডিয়া কিভাবে কাজ করে বা কিভাবে লিখতে হয় সে বিষয়গুলো প্রথমে পড়ুন, তারপর সম্পাদনা করুন। সামাজিক যোগাযোগ বা ব্লগের মত আপনি উইকিপিডিয়াতে নিজের মত করে লিখা যায় না, যেহেতু এটি একটি বিশ্বকোষ সেহেতু ব্যবহারকারীদের আচরণও তেমন হওয়া উচিত। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১২, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ পরামর্শের জন্য।আমি অবশ্যই বিষয়গুলো বিবেচনায় রেখেই ভবিষৎ-এ উইকিপিডিয়ায় সম্পাদনা করব।
S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ১০:২৭, ১০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
[সম্পাদনা]

.

সুপ্রিয় SMNSakib,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যাকটেরিওফাজ নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনDoraShin15 (আলাপ) ০২:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]