গ্যা'-ব্জাং-ছোস-র্জে-ছোস-ক্যি-স্মোন-লাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্যা'-ব্জাং-ছোস-র্জে-ছোস-ক্যি-স্মোন-লাম (ওয়াইলি: g.ya' bzang chos rje chos kyi smon lam) (১১৬৯-১২৩৩) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের গ্যা'-ব্জাং-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: g.ya' bzang bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

জন্ম[সম্পাদনা]

গ্যা'-ব্জাং-ছোস-র্জে-ছোস-ক্যি-স্মোন-লাম ১১৬৯ খ্রিষ্টাব্দে তিব্বতের ইয়ার্লুং উপত্যকার দ্মার-মো-ম্খা'-'গ্রো (ওয়াইলি: dmar mo mkha' 'gro) নামক স্থানে প্রাচীন স্নুব্স পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম রাখা হয় দার-মা-রিন-ছেন (ওয়াইলি: dar ma rin chen)[১]

শিক্ষা[সম্পাদনা]

পনেরো বছর বয়সে শিক্ষার্থীর শপথ নেওয়ার সময় তার ন্ম রাখা হয় ছোস-ক্যি-স্মোন-লাম। এর পরবর্তী ছয় বছর তিনি মঠের নিয়ম ও বিনয় সম্বন্ধে শিক্ষালাভ করেন। আঠাশ বছর বয়সে তিনি বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ফাগ-মো-গ্রু-পা-র্দো-র্জে-র্গ্যাল-পোর শিষ্য জ্বা-রা-বা-স্কাল-ল্দান-য়ে-শেস-সেং-গের (ওয়াইলি: zwa ra ba skal ldan ye shes seng ge) নিকট মহামুদ্রা সম্বন্ধে শিক্ষালাভ করেন। এছাড়াও তিনি খাম-বু-য়া-লের (ওয়াইলি: kham bu ya le) নিকটে ছোদ তত্ত্ব ও স্কাল-ল্দান-ব্যাং-য়েসের (ওয়াইলি: skal ldan byang yes) নিকট ঝিজে তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করেন। এছাড়াও তিনি গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে, ঝাং-গ্যু-ব্রাগ-পা-ব্র্ত্সোন-'গ্রুস-গ্রাগ্স-পার্ন্যিং-মা শিক্ষক ঝিগ-পো-ব্দুদ-র্ত্সির (ওয়াইলি: zhig po bdud rtsi) নিকটেও শিক্ষালাভ করেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

১২০৭ খ্রিষ্টাব্দে তিনি গ্যা'-ব্জাং বৌদ্ধবিহার স্থাপন করেন। এই বৌদ্ধবিহারের ভেতরের দেওয়ালে তিনি কারণ্ডব্যূহসূত্রঅবতংসকসূত্রের বিভিন্ন ঘটনা সম্বন্ধীয় চিত্র দিয়ে সাজিয়ে তোলেন। এই বৌদ্ধবিহার স্থাপনের পরে তিনি শাম-বু-ব্চাল নামক এক স্থানে অনুষ্ঠিত ধর্মীয় সম্মেলনে সভাপতিত্ব করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Martin, Dan (2008-08)। "Yabzang Choje Chokyi Monlam"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-08-18  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন[সম্পাদনা]

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 653–9.
  • Tsering Gyalbo, Guntram Hazod and Per K. Sørensen. 2000. Civilization at the Foot of Mount Shampo: The Royal House of lHa Bug-pa-can and the History of g.Ya'-bzang. Vienna: Osterreichische Akademie der Wissenschaften.