ডক্টর অব এডুকেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পল শান কুও-হসি সম্মানসূচক ডক্টর অব এডুকেশন প্রদান ক্রা হয়

ডক্টর অব এডুকেশন (লাতিন এদুকেশনিস দক্তর বা দক্তর এদুকেশনিস থেকে এড.ডি. বা ডি.এড.) হল শিক্ষাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য প্রদত্ত ডক্টরাল ডিগ্রি। এই ডিগ্রি গ্রহীতারা বিভিন্ন শিক্ষা, বেসামরিক, প্রাইভেট প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা, গবেষণা, প্রশাসন, চিকিৎসা বা পেশাদারী অবস্থান দখল করে।

ইতিহাস[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশ শতাব্দীর শেষ ভাগে যখন গবেষণা বিশ্ববিদ্যালয়সমূহ প্রতিষ্ঠা হয়, তখন শুরু থেকেই বিজ্ঞান ও কলায় ডক্টরেট প্রদান করা হতো। বিংশ শতাব্দীর শুরু থেকে, এই বিশ্ববিদ্যালয়সমূহ পেশাদারী ক্ষেত্রেও ডক্টরেট ডিগ্রি প্রদান শুরু করে। প্রথম পেশাদারী ডিগ্রি প্রদান করা হয়েছিল চিকিৎসা ও আইন বিষয়ে। স্বল্পকাল পরেই, অভিজ্ঞ ব্যক্তিদের সামাজিক চাহিদা অনুসারে শিক্ষাও ডক্তরেট প্রদান শুরু হয়।[১] ১৮৯৩ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার্স কলেজ থেকে শিক্ষা ক্ষেত্রে প্রথম ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করা হয়। ১৯২১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টব অব এডুকেশন (এড.ডি.) প্রদান করা হয়। ১৯৩৪ সালে টিচার্স কলেজেও এড.ডি. ডিগ্রি চালু হয়।[১] দুই প্রতিষ্ঠানেই উচ্চ-মান সম্পন্ন গবেষণার জন্য শিক্ষার আন্তঃশৃঙ্খলাপূর্ণ প্রকৃতি এবং পরিমাণগত ও গুণগত পদ্ধতির অভিজ্ঞতা প্রয়োজন।[২]

কানাডা[সম্পাদনা]

কানাডায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অনুষদ থেকে এড.ডি. ডিগ্রি প্রদান করা হয় এবং এটি শিক্ষায় একটি টার্মিনাল ডিগ্রি। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে (যেমন - সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়) এড.ডি. ডিগ্রি প্রদান করে, অন্যদিকে কয়েকটি বিশ্ববিদ্যালয় (ম্যাকগিল, কুইন্স, টরন্টো, ম্যানিটোবা ও নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয়) শিক্ষায় পিএইচডি ডিগ্রি প্রদান করে, আবার কয়েকটি বিশ্ববিদ্যালয় (অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন, ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়, আলবার্টা, কালগ্যারি ও ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়) দুই ডিগ্রিই প্রদান করে।[৩][৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Toma, Douglas J. (নভেম্বর ২০০২)। Legitimacy, differentiation, and the promise of the Ed.D. in higher education (ইংরেজি ভাষায়)। Annual Meeting of the Association for the Study of Higher Education: Education Resource Information Center (ERIC)। পৃষ্ঠা 11–12। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "Doctor of Education"gs.harvard.edu (ইংরেজি ভাষায়)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Universities Canada Study Program Database - Ph.D. in Education"UniversityStudy.ca (ইংরেজি ভাষায়)। Universities Canada। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Universities Canada Study Program Database - Ed.D."UniversityStudy.ca (ইংরেজি ভাষায়)। Universities Canada। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮