মনোরঞ্জন ব্যাপারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোরঞ্জন ব্যাপারী
জন্ম১৯৫০ (আনুমানিক)
জাতীয়তাভারতীয়
পেশাসাহিত্যিক
পুরস্কারসুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার (২০১৪)

মনোরঞ্জন ব্যাপারী (জন্ম: আনুমানিক ১৯৫০) একজন বাঙালি দলিত সাহিত্যিক, যিনি ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক সুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার লাভ করেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মনোরঞ্জন ব্যাপারী বাংলাদেশেবরিশাল জেলায় আনুমানিক ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়েসে দেশভাগের কারণে তাঁর পরিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলে আসে। বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ঘুটিয়ারী শরিফ ইত্যাদি নানা জায়গায় উদবাস্তু শিবিরে ছিন্নমূল পরিবারের সাথে বসবাস করেন ১৯৬৯ সাল পর্যন্ত। আসাম লখনৌ এলাহাবাদ ইত্যাদি ভারতের বিভিন্ন জায়গায় স্বল্প পারিশ্রমিকে নানা ধরনের কাজ করেছেন। একসময় জীবিকার খোঁজে তিনি দণ্ডকারণ্য অঞ্চলে চলে যান। অমানুষিক পরিশ্রম, বর্ণবিদ্বেষমূলক অপমানের মধ্যে দিয়ে তাঁকে বড় হতে হয়েছে। মধ্যভারতের নকশাল আন্দোলনও শ্রমিক নেতা শংকর গুহনিয়োগীর সাথে তাঁর যোগাযোগ ছিল। রাজনৈতিক কারণে জেলে থাকার সময় নিজের চেষ্টায় লেখাপড়া শেখেন তিনি। জেল থেকে মুক্তি পেয়ে মালবাহক, শ্রমিক, কুলী ও মজুরের কাজ করতে করতে চরম দারিদ্র্যের মধ্যেই সাহিত্য সাধনা করেন এই দলিত সাহিত্যিক। দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে হেলেন কেলার বধির বিদ্যালয়ে বর্তমানে রান্নার কাজ করেন তিনি[২][৩]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুগলী জেলার বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। তৃনমূল কংগ্রেস দলের হয়ে তিনি বিধানসভায় প্রার্থী হন।[৪][৫][৬]

সাহিত্য[সম্পাদনা]

শ্রী ব্যাপারীর বিখ্যাত সৃষ্টি ইতিবৃত্তে চণ্ডাল জীবন তাঁর দলিত জীবনের কাহিনি নিয়ে লেখা। কলকাতায় রিকশা চালকের কাজ করার সময় লেখিকা মহাশ্বেতা দেবীর সাথে তাঁর আলাপ হয়। মূলত তাঁরই উৎসাহে লেখা প্রকাশ করেন শ্রী ব্যাপারী। বিভিন্ন লিটল ম্যাগাজিনে তাঁর লেখা গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইগুলি হল:

  • ইতিবৃত্তে চণ্ডাল জীবন – ১ম পর্ব ও ২য় পর্ব
  • অন্য ভুবন
  • বৃত্তের শেষ পর্ব
  • জিজীবিষার গল্প
  • চণ্ডাল জীবন
  • বাতাসে বারুদের গন্ধ
  • অমানুষিক
  • গল্প সমগ্র – ১ম খণ্ড
  • গল্প সমগ্র - ২য় খণ্ড'
  • মতুয়া এক মুক্তি সেনা
  • মরণ সাগর পারে তোমরা অমর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sukhada Tatke। "Manoranjan Byapari: from fetters to letters"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "২৪ ঘণ্টার অনন্য সাধারণ মনোরঞ্জন ব্যাপারী"zeenews.india.com। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "রান্নার চাকরি থেকে ছুটি নিয়ে জয়পুর সাহিত্য উৎসবে বক্তা মনোরঞ্জন"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "Bangla News, Latest Bengali News, News in Bangla, বাংলা নিউজ – HT Bangla"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৭ 
  5. "সামনে হাড্ডাহাড্ডি লড়াই, পথে প্রচারে ঝড় তুললেন লকেট-মনোরঞ্জন-সৃজন-নৌশাদরা"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৭ 
  6. "West Bengal elections 2021: Manoranjan Byapari, a rickshaw puller, cook to an iconic writer in the fray"gulfnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২২