সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, কুর্মিটোলা

স্থানাঙ্ক: ২৩°৫০′৪৯″ উত্তর ৯০°২৪′৪২″ পূর্ব / ২৩.৮৪৬৮৫৯৫° উত্তর ৯০.৪১১৭৪৫৩° পূর্ব / 23.8468595; 90.4117453
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা
অবস্থান
মানচিত্র

,
১২২৯

বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫০′৪৯″ উত্তর ৯০°২৪′৪২″ পূর্ব / ২৩.৮৪৬৮৫৯৫° উত্তর ৯০.৪১১৭৪৫৩° পূর্ব / 23.8468595; 90.4117453
তথ্য
ধরনআধা সরকারি
প্রতিষ্ঠাকাল১৯৭৮ (1978)
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
ইআইআইএন১০৮৫৪৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষউইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি
প্রধান শিক্ষকমোহাম্মদ আব্দুর রাজ্জাক
শ্রেণীকেজি - ১০ম
বয়স৪- ১৮ পর্যন্ত
ভর্তি২,৩৬৫ জানুয়ারি ২০১৭-এর হিসাব অনুযায়ী
ভাষাবাংলা ভাষা
ক্যাম্পাসের ধরন"H" আকৃতি
রং     নীল ,      আকাশী
দলের নামবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
ওয়েবসাইটcasckurmitola.edu.bd

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিচালনা করে আসছে। ১৯৭৮ সালে বিদ্যালয়টি তাদের যাত্রা শুরু করে। বর্তমানে বিদ্যালয়ে ৫১ জন শিক্ষক, ১১ জন কর্মচারী ও ২৩৬৫ জন শিক্ষার্থী রয়েছে।[১]

অবকাঠামো ও নিয়মাবলি[সম্পাদনা]

এই বিদ্যালয়টির অবকাঠামো ইংরেজি অক্ষর এইচ (H) এর মত।বিদ্যালয় ভবন দুই তলা।তবে নবনির্মিত ভবন তিন তলা। তৈরী হচ্ছে কলেজ শাখাও। বিদ্যালয়টির সামনে ২০০ মিটার বিশাল খেলার মাঠ আছে। বিদ্যালয়টির ভিতরে পিটি করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং একটি ক্যান্টিন রয়েছে। বিদ্যালয়টির দুটি শিফট রয়েছে। মর্নিং শিফট মেয়েদের ও কেজি থেকে ক্লাস ২ পর্যন্ত ছেলেদের জন্য ও ডে শিফট ৩য় থেকে ১০ম শ্রেণির ছেলেদের জন্য। দুই শিফটেই ৬ পিরিয়ড করে ক্লাস হয়। তৃতীয় পিরিয়ডের পর টিফিন পিরিয়ড শুরু হয়। প্রত্যেকটি ক্লাস ৩৫-৪০ মিনিট হয়।[২]

শিক্ষা[সম্পাদনা]

কেজি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করে। এস এস সি পরিক্ষার জন্য বিদ্যালয়ে ৩ টি গ্রূপ আছেঃ বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ। মানবিক বিভাগ শুধুমাত্র মেয়েদের জন্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস কম্পিউটার ল্যাবে নিয়ে করানো হয়, যা কোরিয়ানদের সাহায্যে নির্মিত। এই বিদ্যালয়ে বছরে দুইটি সেমিস্টার পরীক্ষা হয়। এখানে প্রতি বছরই পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি পরীক্ষায় এখান থেকে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে।

শিক্ষক[সম্পাদনা]

এ বিদ্যালয়ে ৫২ জন শিক্ষক বর্তমানে কর্মরত এবং সবাই অভিজ্ঞ শিক্ষক।

শিক্ষার্থী[সম্পাদনা]

২৩৬৫ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করে। ১১৯০ জন বালক ও ১১৭৫ জন বালিকা রয়েছে।

উৎসব ও অনুষ্ঠান[সম্পাদনা]

বিদ্যালয়টি বিভিন্ন উৎসব পালন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয় দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক ও অন্যান্য অনুষ্ঠান পালন করে এ বিদ্যালয়টি।

ভর্তি[সম্পাদনা]

শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য প্রথমে একটি লিখিত পরিক্ষা দিতে হয় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরিক্ষা নেয়া হয় ও যারা উত্তীর্ণ হয় তাদের ভর্তি করানো হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Us"Civil Aviation High School। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮ 
  2. "Info about"Civil Aviation High School (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ[সম্পাদনা]