ভগৎবীর তামাঙ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভগৎবীর তামাঙ (১ জুন, ১৮৫৯ - ১৯২৪) একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকারী শহীদ। তিনি জাতিতে গোর্খা ছিলেন।[১][২] জেলে বন্দী অবস্থায় মারা যান।

বিপ্লবী কর্মকাণ্ড[সম্পাদনা]

ভগৎবীর তামাঙ এর জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতেদার্জিলিং জেলার গয়াবাড়ি চা বাগান এলাকায়। তার পিতার নাম আশিকদেও তামাঙ। গয়াবাড়িতে কর্মরত ছিলেন ভগৎবীর। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দেন বৃদ্ধ বয়েসে। চা বাগান কর্মী ও শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন তিনি। সরকারবিরোধী কার্যকলাপের জন্যে কয়েকবার গ্রেপ্তার হয়ে তার অল্পকালের জেল হয়েছিল।[৩]

মৃত্যু[সম্পাদনা]

১৯২৩ সালের আগস্ট মাসে পূনরায় গ্রেপ্তার হন ভগৎবীর তামাঙ এবং দার্জিলিং জেলেই মারা যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gorkha Freedom Fighters"। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারী ২০১৮ 
  2. "State against a new state, the Gorkhaland story"। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারী ২০১৮ 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাংগালী চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৭৩। আইএসবিএন 81-85626-65-0