ব্যবহারকারী আলাপ:NahidSultan/সংকলন/২০১৮

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০১৩২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২
২০২৩

নিবন্ধ প্রতিযোগিতা সমস্যা[সম্পাদনা]

১ফেব্রুয়ারি - ২৫ফেব্রুয়ারি পর্যন্ত আামার এসএসসি পরীক্ষা চলবে। আর এমন সময় নিবন্ধ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। তাই আমার পক্ষে সে সময় প্রতিযোগিতায় অংশ নেয়া কঠিন বিষয়। কিন্তু আমি উকিপিডিয়া ভালোবাসি ও প্রতিযোগিতায় অংশ নিতে চাই।আমি উল্লেখিত সময়ের পূর্বেই প্রতিযোগিতার জন্য নিবন্ধ জমা দিতে চাই।


স্টুডেন্ট হিসেবে এই বিষয়ে বিশেষ নজর দেয়ার অনুরোধ রইল। MD Abu Siyam (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতিযোগিতা ৩১শে মার্চ পর্যন্ত চলবে এবং আপনার থিওরি পরীক্ষার পরও এক মাসের মত সময় পাবেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার। আমরা অত্যন্ত খুশি যে, আপনি উইকিপিডিয়া ভালোবাসেন এবং অবদান রাখতে চান কিন্তু যেহেতু সামনে আপনার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেহেতু আমরা আপনাকে উইকিপিডিয়ার চেয়ে পরীক্ষাকেই প্রাধান্য দিতে পরামর্শ দিবো। আর পরীক্ষার পরতো আপনি চাইলে প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। সুতরাং আপনার জন্য শুভ কামনা রইলো।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৬, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]


প্রতিযোগিতার নিবন্ধ অনুবাদ করার জন্য Content:Translation ব্যবহার করা যাবে কি?--MD Abu Siyam (আলাপ) ০৭:৩২, ২৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফজলুল হক মুসলিম হল[সম্পাদনা]

ফজলুল হক মুসলিম হল সম্পর্কে নিবন্ধ তৈরি করতে চাই কিন্তু এটি সার্চ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনঃনির্দেশ করে আশিক (আলাপ) ১৯:০৭, ১৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন করা হয়েছে । দয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ নিবন্ধটি সমৃদ্ধ করুন।ধন্যবাদ।--মহামতি মাসুম (আলাপ) ১৫:৪৬, ১৭ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি জানেন কি বিভাগে[সম্পাদনা]

আপনি জানেন কি বিভাগের নিয়মাবলীতে বলা হয়েছে যে কোন নিবন্ধ গত ১৫ দিনের মধ্যে সম্পাদনা না হলে সেই নিবন্ধকে মনোনয়ন দেওয়া যাবেনা। এই বিষয়ে একটু বিস্তারিত বললে ভাল হয়। খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:৪২, ২০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আজাকির ধারণাটি হলো সাম্প্রতিক নিবন্ধের গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্যগুলো তুলে ধরা। সে জন্য নতুন বা সাম্প্রতিক সম্প্রসারিত নিবন্ধের নিয়মটি থাকে সাধারণত। তবে আমাদের বাংলাতে যেহেতু প্রতিদিন আজাকি আপডেট করার মত এমন নিবন্ধ পাওয়া যাবে না এবং এক্ষেত্রে এখনো ব্যবহারকারীদের মনোনয়নের ব্যাপারে তেমন আগ্রহ নাই সেহেতু ১৫ দিনের মধ্যে সম্পাদনার নিয়মটি রাখা হয়েছে জাস্ট নিয়মের খাতিরে। এমনিতে একটু আধাটু সম্পাদনা করলেই যাতে আজাকিতে উক্ত নিবন্ধটি ব্যবহার করা যায়। যখন আজাকিতে নিবন্ধ বেশি পাওয়া যাবে তখন সেভাবে নিয়মটিও পরিবর্তন করা যাবে। এটি জাস্ট একটি ড্রাফ্ট আরকি। আশা করি বুঝাতে পেরেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৮, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

স্বতস্ফূর্ত উইকিপিডিয়া সম্পাদনায় নিরাশকরণ![সম্পাদনা]

আমি গত অক্টোবর মাসে জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পাতায় কিছু সম্পাদনা করেছিলাম। বিশেষত, বানান সংশোধন এবং জীবনের অভিজ্ঞতা থেকে কিছু সংযোজন। বলে রাখা ভালো যে, গত তিন দশক কলকাতার একাধিক নামি প্রকাশনায় প্রুফ সংশোধন এবং সংবাদপত্রে সম্পাদনা সহায়কের কাজ করার সুবাদে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বাংলা বানানবিধি অনুযায়ী বানান সংশোধন করেছিলাম (যেমন, জানুয়ারি, শ্রেণি, কাহিনি ইত্যাদি)। 'সাল' শব্দটার কোনো ভিত্তি আছে কী? শকাব্দ, খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ--সবই তো সাল! যেহেতু বিশ্ব ইতিহাসে খ্রিস্টাব্দকে মান্যতা দেওয়া হয়, সেজন্যেই 'সাল' না-লিখে 'খ্রিস্টাব্দ' লিখেছিলাম। 'সাথ' শব্দটা হিন্দি থেকে এসেছে। বাংলা শব্দ 'সঙ্গ' থাকতে 'সাথ', 'সাথে' ব্যবহার কেন? মূল পাতায় ছিল 'নাটক করেছেন', আমি লিখেছিলাম, 'নাটক পরিচালনাও করেছেন, কেননা, আমি সৌমিত্রের পরিচালিত নাটক 'নামজীবন' নিজে দেখেছি। এক সময় উনি আমাদের বাড়ির এক কিলোমিটারের মধ্যে থাকতেন। হাওড়ার খুরুট থেকে হাওড়া জেলা স্কুলে পড়তেন সৌমিত্র। ওই অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। অতি সম্প্রতি 'আনন্দবাজার পত্রিকার' 'সেরা বাঙালি' হয়ে তাঁর মন্তব্যটাও ফেলে দেওয়া হয়েছে। আমার সম্পাদনা একশো শতাংশই বাদ দিয়ে দেওয়া কী উইকিপিডিয়ার 'নীতিমালা ও নির্দশাবলি' অনুযায়ী কাজ হল? sukan (আলাপ) ১২:০৮, ২২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে আপনার আলাপ পাতায় যেমনটি বলেছি, আপনি সঠিকভাবে সংশোধন যে করেন না তা নয় কিন্তু সাথে সাথে আপনি সিস্টেম বার্তাগুলোসহ আরো অনেক কিছুই সঠিক থেকে ভুলভাবে লিখেন যে কারণে একসাথে রিভার্ট করতে হয়। আর প্রচলিত বানান সম্পর্কে যদি আপনার কোন আপত্তি থেকে থাকেসেক্ষেত্রে পরিবর্তনের পূর্বে সে নির্দিষ্ট শব্দগুলো নিয়ে প্রথমে আলোচনাসভায় আলোচনা করে সম্প্রদায়ের মতামত নিন। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৮, ২৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া বাংলাদেশ[সম্পাদনা]

আমার বয়স ১৫বছর।আমি উইকিমিডিয়া বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই।যুক্ত হতে কি লাগবে ও যুক্ত হলে কি লাভ হবে তা বিস্তারিত জানতে চাই। (কোন কারণে wikimedia.org.bd তে যেতে পারছি না।তাই এখানে বললেই ভালো হয়।)---MD Abu Siyam (আলাপ) ০৮:২০, ২৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় MD Abu Siyam ভাই, উইকিমিডিয়া বাংলাদেশে প্রতি বছরের মার্চের দিকে সাধারণত নতুন সদস্য নিয়ে থাকে। ১৮ বছরের কম বয়স্কদের জন্য “সাপোর্টিং সদস্য” হওয়ার সুযোগ রয়েছে। সাপোর্টিং সদস্যগণের বার্ষিক ফি ১০০ টাকা। এছাড়া, আপনি সদস্য না হয়েও উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমে যুক্ত হতে পারেন। আমাদের কার্যক্রমে যুক্ত হতে সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। সদস্যগণ সাধারণ উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক সভাগুলোতে অংশগ্রহণ করে এবং সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বার্ষিক কি কি করা হবে এগুলো নিয়ে, একজন সদস্য সোসাইটির সম্পদ উইকিমিডিয়ার কাজে ব্যবহার করতে পারেন, সদস্যগণ চাইলে সোসাইটির যেকোন ধরণের অনুষ্ঠান বা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন (আয়োজন সংশ্লিষ্ঠকাজে), মূল কথা একজন সদস্য উইকিমিডিয়ার শিক্ষামূলক কার্যক্রমগুলোতে শুধু অংশগ্রহণই নয় সরাসরি পরিচালনায় যুক্ত হতে পারেন। সংস্থার গঠনতন্ত্র দেখুন এখানে। এছাড়া, আপনাকে আমি আমাদের পরবর্তী কোন একটি মিটআপে বা আড্ডায় আসার আমন্ত্রণ জানাচ্ছি সেক্ষেত্রে আপনি অফলাইন কার্যক্রম সম্পর্কে ধারণা পাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫১, ৩০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ সমন্ধে[সম্পাদনা]

আমার অনুবাদ সম্পর্কে কয়েকটা প্রশ্ন ছিল জ গুলি হলো ১. 3.36 × 10−10 এই ধরনের সংখ্যা কে কি বাংলা সংখ্যা তে লিখতে হবে? ২. Reference Template এর মধ্যে কোনো বই এর নাম যেমন "Concise Inorganic Chemistry" কে কি বাংলা তে লিখতে হবে? ৩. কোনো সংস্থা বা কোম্পানি যাদের বাংলা নাম নেই সেই গুলি কি বাংলা তে অনুবাদ করে লিখতে হবে? Tushar Singha (আলাপ) ০৫:৩৭, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার প্রথম পয়েন্টের উত্তর, হ্যাঁ সংখ্যা বাংলা করতে হবে। দ্বিতীয় পয়েন্টের উত্তর, আপনার ইচ্ছে, বাংলা করতে পারেন অথবা ইংরেজি রেখে দিতে পারেন। সংস্থা বা কোম্পানির প্রচলিত বাংলা নাম না থাকলে সেক্ষেত্রে ইংরেজিটাই বাংলাতে লিখবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। Tushar Singha (আলাপ) ০৬:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তালিকা[সম্পাদনা]

নাহিদ ভাই নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ এর নিবন্ধ তালিকাতে Dharma নামের একটি ইংরেজি নিবন্ধ তালিকাভুক্ত করা হয়েছে যার বাংলা শিরোনাম দিয়েছেন নিরঁজন; কিন্তু বাংলা উইকিপিডিয়াতে ইতিমধ্যে উক্ত বিষয়ে নিরঞ্জন (ধর্ম) নামে একটি নিবন্ধ রয়েছে। এছাড়া কিছু ইংরাজির অনুবাদেও সংশোধন করা দরকার মনে করছি যেমন Little Ice Age -> ক্ষুদ্র তুষার যুগ, Presidency of Donald Trump-> ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতিত্ব, Early modern period -> প্রারম্ভিক আধুনিক যুগ, Proto-globalization -> আদি-বিশ্বায়ন, ইত্যাদি। ধন্যবাদ! -- পরমাণু আলাপ ১৩:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, ঠিক করেছি।--~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫১, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

[ [প্রযুক্তি ইনস্টিটিউট]] Ei page ti osompunno ,prochur vul ase. Please fix it💦 RIAJUL (আলাপ) ১৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, পাতাটি পুরোটা যান্ত্রিক অনুবাদ ছিল এবং অপসারণ করে তালিকাতে যুক্ত করে দিয়েছি প্রতিযোগিতার। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একই নিবন্ধ একাধিকবার অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

"উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮" তে "পূর্বে তৈরি হয়নি" এমন নিবন্ধের তালিকায় Poppy seed নিবন্ধটি বাংলায় "আফিম চারা" নামে অনুবাদের জন্য দেয়া হয়েছে। কিন্তু Poppy seed নিবন্ধটি ইতিমধ্যেই বাংলায় পোস্ত নামে অনুবাদ করা রয়েছে। একই নিবন্ধ একাধিক নামে একাধিকবার অনুবাদের প্রয়োজন আছে কি?

TH Pallab (আলাপ · অবদান)

ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন একই নিবন্ধ দুবার অনুবাদ করা যায় না এবং এটা ইচ্ছাকৃত নয় ভুলে রয়ে গিয়েছে। ঠিক করা হয়েছে।--~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ[সম্পাদনা]

আমি নিবন্ধন করেছি কিন্তু অনুবাদের পদ্ধতিটা কি এবং তা কোথায়? 103.230.104.29 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সুধী, প্রথমে একটি একাউন্ট তৈরি করুন এবং লগইন করার পর প্রতিযোগিতায় উল্লেখিত পাতায় দেওয়া তালিকাতে যান। তালিকা থেকে বাংলা যে নামগুলো লাল রয়েছে সেগুলোর যে কোন একটিতে ক্লিক করুন (আপনি যেটি তৈরি করতে চান)। এরপর আপনি অনুবাদ করার জন্য বা লিখার জন্য অপশন পাবেন। এবার ইংরেজি নিবন্ধটি থেকে অনুবাদ করুন এবং অনুবাদ প্রকাশ করুন। সহজ ভাষায়, আপনি আমাকে এখানে যেভাবে লিখে এই প্রশ্নটি করছেন ঠিক একইভাবে নিবন্ধ লিখতে হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বর্তমানে Copulation (zoology) নিবন্ধটি অনুবাদ করছি। কিন্তু পাতার প্বার্শে অবস্থিত টেমপ্লেটটি সংযুক্ত করতে পারছি না। কিভাবে টেমপ্লেটটি সংযুক্ত করতে পারবো জানালে উপকৃত হবো? ধন্যবাদ। Effat Jahan Tamanna (আলাপ) -- Effat Jahan Tamanna (আলাপ) ১১:৪২, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

{{যৌনতা পার্শ্বদণ্ড}} এই কোডটি কপি করে যুক্ত করে দিন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অসংখ্য ধন্যবাদ। কিন্তু টেমপ্লেটটি সম্পাদনা করার কোন উপায় আছে কি? এরমধ্যে অনেক ইংরেজি শব্দ রয়েছে। Effat Jahan Tamanna (আলাপ) -- Effat Jahan Tamanna (আলাপ)-- Effat Jahan Tamanna (আলাপ) ১২:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:যৌনতা পার্শ্বদণ্ড এই টেমপ্লেটটি সম্পাদনা করলেই বাংলা হয়ে যাবে। তবে খেয়াল করবেন, = চিহ্নের পরের লেখাগুলো সাধারণত পাল্টাতে হয়। আপনি দুটি ট্যাবে পাশাপাশি নিয়ে কোন কোন শব্দগুলো প্রদর্শিত হচ্ছে শুধু সেগুলো বাংলা করবেন তাহলেই হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪১, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:যৌনতা পার্শ্বদণ্ড এর সম্পাদনা করতে গেলে সম্পাদনা পাতাটি ইংরেজি সম্পাদনা পাতার চেয়ে ভিন্নরকম দেখাচ্ছে। = এর পরের অপশনগুলি দেখাচ্ছেই না। কি করতে পারি? (আলাপ) -- Effat Jahan Tamanna (আলাপ)-- Effat Jahan Tamanna (আলাপ) -- Effat Jahan Tamanna (আলাপ) ১৩:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে ক্লিক করুন দেখতে পাবেন। টেমপ্লেট যদি অনুবাদ না করতে পারেন সেক্ষেত্রে সমস্যা নেই। এটি আপনাকে প্রতিযোগিতার জন্য অনুবাদ করতে হবে না। আমরা কোন একসময় করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। Effat Jahan Tamanna (আলাপ) -- Effat Jahan Tamanna (আলাপ)-- Effat Jahan Tamanna (আলাপ)-- Effat Jahan Tamanna (আলাপ) ১৮:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ami amr nibondho osompurno rekechilam..tarpor ekhn seta abar likhbo kivabe...thik jetuku likhechilam tarpor theke? — Nafis ibna sayed turja (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনার তৈরি বাংলা নিবন্ধটিতে যান। উপরে ডানপাশে “সম্পাদনা” অথবা “উৎস সম্পাদনা” নামে একটা ট্যাব পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর এখানে আপনি আমাকে যেভাবে এই বার্তাটা লিখলেন অন্যদের বার্তার নিচে ঠিক তেমনিভাবে নিবন্ধেও বাকী লেখা যুক্ত করে “পরিবর্তন প্রকাশ করুন” এ ক্লিক করুন। সব সময় একইভাবে করুন। তারপরও সমস্যা হলে দয়া করে আইআরসিতে আসুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০০, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের দারিদ্র্য ভুক্তিটির প্রথম তিনটি অনুচ্ছেদে কিছুটা ভাষাগত সম্পাদনা করেছি। দেখার অনুরোধ থাকলো। যদি মনে করেন, এ-ধরনের ভাষাগত সম্পাদনার প্রয়োজন আছে বা এতে বাংলা ভুক্তিগুলোর মান বাড়বে কিছুটা হলেও, সেক্ষেত্রে আমি এই ধরনের কাজ চালিয়ে যেতে চাই। ~ গৌতম (আলাপ) ০২:৪০, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

গৌতম দা, দেখলাম। আপনাকে ধন্যবাদ। অবশ্যই এরকম ভাষাগত সংশোধন প্রয়োজন রয়েছে এবং নিঃসন্দেহে বাংলা উইকিপির মান এরফলে বৃদ্ধি পাবে। তাই আপনাকে এরকম ভাষাগত সম্পাদনা চালিয়ে যাওয়ার অনুরোধ করবো :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]


Tech News/2018/09 পর্যালোচনা প্রয়োজন. Jhalmuri (আলাপ) ২১:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Please clarify your edit over here. Regards:) Winged Blades of Godric (আলাপ) ০৯:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি রিভার্টের সারাংশ পড়ুন, ওখানেই লিখেছি। তাছাড়া আপনি এই বার্তা দেওয়ার সময় আপনার আলাপ পাতায় লিখছিলাম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

রেকর্ড লেবেল এবং রেকর্ড লেভেল[সম্পাদনা]

আমি গত ৮ই ফেব্রুয়ারি নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ এর জন্য রেকর্ড লেবেল এর অনুবাদ শুরু করি। তালিকাতে যদিও Record Label কে রেকর্ড লেভেল লেখা ছিল আমি সঠিক উচ্চারণে লেখা শুরু করি। আজ নিবন্ধ সম্প্রসারণ করতে এসে দেখি Tanvirmini ১১ই ফেব্রুয়ারি রেকর্ড লেভেল নামে নতুন নিবন্ধ তৈরি করেছে। বিষয়টি দেখার জন্য অনুরোধ থাকলো।--সাজিদ রেজা করিম ১৯:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে আসলে কিছুই করার নেই। যাতে এই সমস্যার সৃষ্টি না হয় এবং একই নিবন্ধ দুজন তৈরি না করতে পারেন সেজন্য তালিকা তৈরি করে দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতা পাতায় উল্লেখ করা হয়েছে “বাংলা নাম থেকে লাল লিংক যুক্ত নাম” বেছে নিয়ে অনুবাদ করতে। এই সমস্যা আগের বছরও হয়েছিল বলে তখন থেকেই প্রতিযোগিতা শুরু পর তালিকার নাম ভুল থাকলেও পরিবর্তনে সতর্কতা অবলম্বন করি কারণ নাম ভুল হলেও তৈরির পর স্থানান্তর করে দেওয়া যাবে। আপনি অভিজ্ঞ ব্যবহারকারী আপনি নিবন্ধ তৈরির সময় যখন ভুল নাম লক্ষ করেছেন তখনই সংশোধনের জন্য বলতে পারতেন অথবা তালিকার নামে তৈরি করে স্থানান্তর করে দিতে পারতেন। এখন দেখা যাক উক্ত ব্যবহারকারী যদি ৪/৫ দিনেও নিবন্ধটি আর সম্পাদনা না করেন সেক্ষেত্রে এমনিতেই ছোট নিবন্ধ হিসেবে অপসারণ করা হবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সাজিদ, নিবন্ধটি সংশ্লিষ্ঠ ব্যবহারকারী ইমেইল করে আপনাকে ছেড়ে দিয়েছেন। সুতরাং আপনি এটি নিয়ে কাজ করতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১০, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Some questions[সম্পাদনা]

Competition to shesh hobe 31 march e.. Kintu prize daua hobe kobe?Rudra Tenio Chakraborty (আলাপ) ১০:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমাদের পর্যালোচনা সবগুলো শেষ হলে এবং পুরস্কার সংক্রান্ত অনুষাঙ্গিক কাজগুলো শেষে হলে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় বলা যায় প্রতিযোগিতা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই পুরস্কার পৌঁছে যায় সাধারণত। তবে এবার যেহেতু একটি অনুষ্ঠান হবে সেহেতু প্রতিযোগিতা শেষের এক মাসের মধ্যেই হওয়ার কথা। দেখা যাক, যাদের নিবন্ধ গৃহীত হবে তাদের কাছ থেকে তাদের ইমেইল সংগ্রহ করা হবে এবং যোগাযোগ রাখা হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া,আমি ব্যবহারকারী নাম ইনপুট করছি...কিন্তু অংশগ্রহণকারী তালিকায় আমাকে অনিবন্ধিত বলতেছে কেন?????? — Imtiaj mrida (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ভাইয়া, ঠিক করে দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুল্লেখিত সম্পাদনার ট্যাগ চাই[সম্পাদনা]

নাহিদ ভাই, কয়েকদিন হলো আমি একটি নতুন প্রবেশদ্বার খুলেছি। এর নাম হলো প্রবেশদ্বার:দিল্লি। আপনি যদি এটিকে পর্যবেক্ষণ করে অনুল্লেখিত সম্পাদনা হিসেবে করতে সাহায্য করেন। -- Bang Bang50 (আলাপ) ২১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে আপনি ঠিক কি ধরণের সাহায্য চয়েছেন সেটা আমি বুঝতে পারিনি। তবে যদি পরিক্ষীত সম্পাদনার কথা বুঝিয়েয়ে থাকেন সেটা অন্য কেউ সম্ভবত আগেই কের দিয়েছে। তবে প্রবেশদ্বারটি ভালো হয়েছে। প্রবেশদ্বারের সাথে সাথে আশাকরি আপনি দিল্লির অঞ্চলসমূহ সম্পর্কিত নিবন্ধগুলো তৈরি করবেন সেক্ষেত্রে মূল প্রবেশদ্বারে লাল লিংক দূর হলে ব্যাপারটি আরও সুন্দর দেখাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

I AM NEW IN WIKI WHAT TO DO? — SMNSakib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়াতে আপনাকে স্বাগমত। শুরু করার জন্য উইকিপিডিয়া:টিউটোরিয়াল পাতাটি আপনাকে সাহায্য করবে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন নিবন্ধ তৈরিকারীদের সম্পর্কে[সম্পাদনা]

যারা প্রতিযোগিতার জন্য নতুন নিবন্ধ তৈরি করছেন, তাদেরকে বিশেষ করে বলতে হবে যেন নিবন্ধের শেষে বিষয়শ্রেণী যোগ করে, ইংরেজি বিষয়শ্রেণী থেকে অনুবাদ করে। আমি দুদিন আগে অনেকগুলি নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করেছিলাম। আজ দেখছি আরও নতুন অনেকগুলি নিবন্ধ যেগুলির বেশির ভাগেই কোন বিষয়শ্রেণী নেই। এভাবে প্রতিদিন ঝাড়ু দেওয়া কষ্টকর। অথচ বিষয়শ্রেণী যোগ করা নিবন্ধ রচয়িতার একটি প্রাথমিক/মৌলিক দায়িত্ব। হয়ত বিষয়শ্রেণী কী করে যোগ করতে হয়, তা একটু বুঝিয়ে দিলেই তারা এটা করতে পারবে। আমি বর্তমান পরিস্থিতিতে ৪০ জন ব্যবহারকারীর প্রত্যেকের আলাপ পাতায় "বিষয়শ্রেণী এভাবে যোগ করুন" এরকম টিউটোরিয়াল বার্তা রাখতে চাচ্ছি না, এত সময় নেই। বরং তাদের সবাইকে একত্রে যদি এ ব্যাপারে একটা গণবার্তা দেওয়া যেত, তাহলে বেশি ভাল হত। সেজন্যই আপনাকে ব্যাপারটা সম্বন্ধে অবহিত করছি। হয়ত আপনি এটা পারবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে যারা এই প্রতিযোগিতার মাধ্যেমে এসে লিখছেন, অনেকেই নিবন্ধ প্রতিযোগিতা পাতাতে সবকিছু লিখা থাকলেও কিভাবে একটা নিবন্ধ লিখতে হবে সেটা এমনভাবে বুঝাতে হচ্ছে যে (আইআরসি চ্যাটের অভিজ্ঞতা থেকে বলছি), বিষয়শ্রেণী যুক্ত করার কথা তাদেরকে বলা এবং বুঝানো একটু কষ্টকরই বটে। অর্ণব ভাই, সমস্যা নেই, প্রতিযোগিতা শেষে তালিকা থেকে কতটি তৈরি হলো সেটিরতো একটি হিসেব থাকছেই তখন সবগুলো একসাথে যুক্ত করে দেব। তাছাড়া, যতগুলো প্রতিযোগিতাতে জমা হবে সেগুলোতে পর্যালোচনার সময়ই ঠিক হয়ে যাবে। তাছড়া, গণবার্তা এক্ষেত্রে পাঠানো ততটা মনে হয় কার্যকরীও হবে না, তারপরও আমি সবাইকে বার্তা পাঠানোর ববস্থ্যা করছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার স্বাক্ষর[সম্পাদনা]

দয়া করে লক্ষ্য করুন যে আপনার স্বাক্ষর অপ্রচলিত <font> ট্যাগ ব্যবহার করছে, যা অপ্রচলিত HTML ট্যাগ লিন্ট ত্রুটি ঘটাচ্ছে।

আপনাকে আপনার স্বাক্ষরের কোড

'''[[User:NahidSultan|<font face="Times New Roman">~ যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Times New Roman">আলাপ</font>]]</sup>'''

থেকে

'''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>'''

এ পরিবর্তন করতে উত্সাহিত করা হচ্ছে। --আফতাব (আলাপ) ২০:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, করেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

How?What?Which?[সম্পাদনা]

I have seen some of the pages which are unchangeble.Who creats them?How administrator remove them ?How to be an administrator?Qualification?What are the differance between administrator and burocrat? — SMNSakib (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সুধী, প্রথমেই বাংলা উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম। যেহেতু এটি বাংলা উইকিপিডিয়া সেহেতু এই সাইটে বাংলাভাষায় বার্তা লেখার জন্য আপনাকে অনুরোধ করছি। প্রশাসক বা ব্যুরোক্র্যাট উইকিপিডিয়ার কিছু বিশেষ অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী। এই অধিকারগুলো নতুনদের দেওয়া হয় না, অত্যন্ত অভিজ্ঞ ব্যবহারকারীদেেই সম্প্রদায়ের ঐক্যমতের ভিত্তিতে দেওয়া হয়। দেখুন, উইকিপিডিয়া:প্রশাসক, উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাট। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ[সম্পাদনা]

নাহিদ, আপনি আমাকে একটি বার্তা পাঠিয়েছেন যার অর্থ আমি বুঝিনি। যদি একটু বুঝিয়ে দেন যাতে ভুল শুধরাতে পারি। https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC_%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE?markasread=1135867 — Nirban Nandy (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আমি বা অন্য কেউ আপনাকে কোন বার্তাই পাঠায়নি, আপনি সম্ভবত ভুল দেখেছেন। যে লিংকটি দিয়েছেন সেটি আপনার তৈরি নিবন্ধের লিংক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা হচ্ছে[সম্পাদনা]

জনাব,
প্রবন্ধের তালিকায় ব্লকচেইন নামক তথ্যপ্রযুক্তি অনুষদের প্রবন্ধটি অনুবাদ করতে গিয়ে লক্ষ্য করলাম পূর্বের ইংরেজী(Blockchain) প্রবন্ধটির স্থানে ভিন্ন একটি ইংরেজী প্রবন্ধ জুড়ে দেয়া হয়েছে|কিন্তু পূর্বেরটি তো আমি অনুবাদ শুরু করে দিয়েছি|এর কোনো ব্যখ্যা কি পাওয়া যেতে পারে?

আপনি ঠিক বুঝাতে চাইছেন বুঝি নাই তবে নিবন্ধটি তালিকাতে যথাস্থানে আছে এবং আপনি ব্লকচেইন নামে তৈরিও করেছেন। এখন শুধু সেটি ইংরেজি থেকে অনুবাদ সম্পূর্ণ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ওপেন করতে চাই[সম্পাদনা]

ভাই আমি কিছু পারতেছিনা প্লিজ হেল্প করেন আমার নাম্ববার: ০১৭০৬৪৪৮৭৩৪ — আহমদ আল -কাহির (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি দয়া করে উইকিপিডিয়া:টিউটোরিয়াল পাতাটি দেখুন এবং দয়া করে মোবাইল নাম্বার বা এজতীয় ব্যক্তিগত তথ্যাদি উইকিপিডিয়াতে প্রকাশ করবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার সহযোগিতা কামনা করছি......[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাই, আপনি বলেছিলেন, ইসরায়েল ও জেরুজালেম এবং কুস্তির ইতিহাস নিবন্ধ দুটি অনুবাদ শেষ হলে আপনি তাতে ছবি, তথ্যসুত্র সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় যুক্ত করে দিবেন। কিন্তু তা না করায় আমার কোন অনুবাদ এখন পর্যন্ত গৃহীত হয় নি। এমতাবস্থায় আমি খুবই আশাহত বোধ করছি। তাছাড়া, কিছুদিন পর আমার ইয়ার ফাইনাল পরীক্ষা। এই সময় আপনার অসহযোগিতা আমাকে অনুবাদের কাজ চালিয়ে যেতে নিরুৎসাহিত করছে। তাছাড়া , ফ্রিনোড এ ও কথা বলা বা সাহায্য নেয়ার জন্য কাউকে পাওয়া যায় না। তাই আপনার সহযোগিতা কামনা করছি। ইতি, Md. Mortuza Samiur Rahman

প্রথমত, আপনি আমাকে অনুবাদ শেষ করার পর যুক্ত করতে অনুরোধ করেননি। এখানে সবাই স্বেচ্ছাসেবক যেটি আপনাকে আগেই বলেছি সুতরাং আপনার কষ্ট পাবার কিছু নেই। কাউকে অনুরোধ করলে তিনি অবশ্যই তার সময় অনুসারে করে দেবেন। দ্বিতীয়ত, আমার অসহযোগিতা ব্যপারটির কথা বলেছেন যেটি একটু অপমানজনক কারণ এটি আপনারই করার কথা কিন্তু আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম মাত্র এবং আমাকে জানাতে বলেছিলাম। আপনি অনুবাদ শেষে জানাননি কিন্তকু হঠাৎ করে ঠিকই অসহযোগিতার কথা বলছেন। সে যাইহোক, ভাষা নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন দয়া করে। আমি আপনার নিবন্ধগুলো দেখে যুক্ত করে দিচ্ছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৩, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই,Afttabuzaman নামের কেও আমার দুটি আপলোড করা মার্কেটপ্লেস/সাইটের লোগো অপসারণ করেছেন|এটার কারণ কি?আর লোগো গুলো ফ্রি এবং সার্ফেস ওয়েব থেকে পাওয়া|এটাতে কি কিছু করার আছে?ও গুলো কি পূর্বাবস্থায় আনা যায়|লোগো গুলোর হলো:

  • গুরু_ডট_কম.jpeg
  • ৯৯ডিজাইন.jpeg

{{S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ০৫:৪৩, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)}}[উত্তর দিন]

প্রথমত, আপনাকে এরপূর্বে কেন বাধা দেওয়া হয়েছিল সেটি আপনি খুব সম্ভবত এখনো বুঝতে পারেন নি। উইকিপিডিয়া কোন ব্লক সাইট বা সামাজিক যোগাযোগ সাইট নয়। এখানে বিশ্বকোষীয় কিছু নীতিমালা রয়েছে সবকিছু করার জন্য এবং এ জন্যই এরপূর্বে আপনাকে অনেকবার উইকিপিডিয়ার নীতিমালা বা কিভাবে উইকিপিডিয়া কাজ করে সে ব্যাপারে সংশ্লিষ্ট পাতাগুলো পড়তে অনুরোধ করা হয়েছেলি। এছাড়া, যখন কোন কিছু অপসারণ করা হয় বা আপনি কাজ করেছেন এমন কোন বিষয়ে অন্যরা দ্বিমত পোষণ করেন তখন, সেই একই কাজটি পুনরায় না করে উক্ত ব্যবহারকারীর কাছে বিষয়টি নিয়ে আলোচনা করে বুঝে নেওয়া উচিত। আপনার আপলোড করা বিভিন্ন লগো অপসারণ করা হয়েছে কিন্তু আপনি পুনরায় আবার সেই একই কাজ করেছেন। বারবার এরকম করলে বাধা দেওয়া হয়। সুতরাং যেকোন কিছু না বুঝলে সেটি অন্যদের সাথে আলোচনা করে করাই উত্তম পন্থা। এবার আসি আপনার আপলোড করা লগোতে, সহজ ভাষায় আপনি যা কিছু ইন্টারনেটে দেখেন সবকিছুই কপিরাইটকৃত। আর উইকিপিডিয়াতে কপিরাইটকৃত কোন কিছু আপলোডের পূর্বে সংশ্লিষ্ট কপিরাইট হোল্ডারের লিখিত অনুমতি প্রয়োজন হয়। তাছাড়া, কোন সাধারণ ছবি আপলোড করলে সেটি আপনার নিজের তোলা হতে হবে। আর লগোরক্ষেত্রে, উইকিপিডিয়াতে লগো আপলোড করা হয় যে সব লগো নিবন্ধে ব্যবহারের জন্য প্রয়োজন হয়, কিন্তু কোন সংস্থার নিবন্ধই উইকিপিডিয়াতে না থাকলে বা সেই সংস্থাটি উল্লেখযোগ্য না হলে সেটির লগো অপসারণ করে দেওয়া হয়। অাপনার লগোর ক্ষেত্রে, সংস্থাগুলোর নিবন্ধ নেই বা উল্লেখযোগ্য নয় নিবন্ধের জন্য এবং কপিরাইট সমস্যা রয়েছে। তাই দয়া করে আবার অনুরোধ করছি, দয়া করে প্রথমে উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালাসমূহ পরে নিন নতুন কিছু পরীক্ষা করে দেখার আগে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৯, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব,আপনাদের নীতিমালা বিষয়ে জানলাম|লোগো আপলোড করতে অনুমতি লাগে|কিন্তু আমার নিজের তোলা নিম্নবর্ণিত ফাইলটি অপসারণের ব্যখ্যা কী?

  • সাকিব_দ্যা_গ্রেট_১.gif
ওই ছবিটি যেহেতু .gif সেহেতু আপনি যে সফটওয়্যার দিয়ে এডিট করেছেন সেখানকার কিছু ছবিও আছে ওখানে, সেগুলো কপিরাইটকৃত। তাছাড়া আগেই বলেছি, এটি ব্লগ বা সামাজিক যোগাযোগ সাইট নয়। এধরেণের ব্যক্তিগত ছবি উইকিপিডিয়াতে রাখা হয় না। ব্যবহারকারী পাতায় যুক্ত করার জন্য দু/একটি ছবি আপলোড করা যায় নিজের তবে সেটি হতে হবে উইকিমিডিয়া কমন্সে এই সাইটে নয়। কমন্সের কপিরাইট নীতিমালা পড়লে আশাকরি আরও বুঝতে পারেবন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৫, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য দরকার[সম্পাদনা]

ভাই নাহিদ, নিবন্ধ পর্যালোচনা করার জন্য কি কি করতে হবে শুরু থেকে তা একবার পয়েন্ট করে বলে দিলে ভাল হয়|কারণ ওখানকার ভাষা কিছুটা অস্পষ্ট|যেমন পর্যালচনা করার ফর্মে গিয়ে ঠিকভাবে বোঝা যাচ্ছে না| {S M Nazmuz Sakib (The Great) (আলাপ) ১৭:০১, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)}[উত্তর দিন]

পর্যালোচনার ফর্ম আপনার জন্য নয়, এটি নিবন্ধ যিনি পর্যালোচনা করবেন তিনি দেখবেন। নিবন্ধ সৃষ্টিকারীর কাজ হলো শুধু নিবন্ধটি অনুবাদ করে জমা দেওয়া। জমা দেওয়ার পর পর্যালোচনা ফর্মে পর্যালোচকরাই যুক্ত করবেন এবং কোন সংশোধন প্রয়োজন হলে সেটি তালিকার ঘরে মন্তব্য কলামে লিখবেন অনথ্যায় নিবন্ধটি গ্রহণ করেবন।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৬, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা[সম্পাদনা]

ভাই নাহিদ,আফতাবুজ্জামান আমার ব্লকচেইন পাতাটা পরিবর্তন করে দিয়েছে।ওটা তো প্রতিযোগীতার জন্য ছিল!এটা পূর্বাবস্থায় আনা সম্ভব কি না?SMNSakib (আলাপঅবদান) ১৯:০৭, ১ মার্চ ২০১৮ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।। [উত্তর দিন]

সমস্যা[সম্পাদনা]

ভাই নাহিদ,আফতাবুজ্জামান আমার ব্লকচেইন পাতাটা পরিবর্তন করে দিয়েছে।ওটা তো প্রতিযোগীতার জন্য ছিল!এটা পূর্বাবস্থায় আনা সম্ভব কি না?SMNSakib (আলাপঅবদান) ১৯:০৭, ১ মার্চ ২০১৮ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।। [উত্তর দিন]

পাতাটি আপনি যেভাবে লিখেছিলেন সেটা থেকে উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে যেভাবে থাকা প্রয়োজন সেভাবে সংশোধন করে দিয়েছে মাত্র। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৪, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সামান্য প্রবলেম[সম্পাদনা]

নিবন্ধ প্রতিযোগিতার জন্য কি শুধু বাংলা তথ্যসূত্র দিতে হবে?--শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ০৮:০২, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

না, যেকোন তথ্যসূত্র দেয়া যাবে। আপনি ইংরেজি নিবন্ধে যে তথ্যসূত্র আছে সেগুলোই কপি করে যুক্ত করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪৪, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা হচ্ছে[সম্পাদনা]

আমি একটি অনুচ্ছেদ জমা দিয়েছিলাম। গত ৩ তারিখ আমি একটা বার্তা পাই কিছু সংশোধন লাগবে। আমি সংশোধন করেছি, কিন্তু জমা কিভাবে দিব? নোটঃ আর্টিকেলটি জমা দেয়াই আছে। --Durjoy Kar (আলাপ) ১৯;০৪, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)

@Durjoy Kar: পুনরায় জমা দিতে হবে না। আমি আগামীকাল পুনরায় দেখবো। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৬, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বার্তা[সম্পাদনা]

আমি খুব দুঃখিত ভাই কিন্তু কাল রাতের ঘটনার পরে এর চেয়ে ভালো কিছু লেখা বা সম্পাদনা করা সম্ভব না! আমি শুধু এটুকু লিখতে চেয়েছিলাম। আমি একাউন্ট অফ করতে চাচ্ছি, কিভাবে করতে পারি? — Projonmo ekattor (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দেখুন, আমরা ব্যক্তিগতভাবে নিজেরা অনেক কিছুই চিন্তা করি সেগুলো ব্লগে লেখা ঠিক আছে কিন্তু উইকিপিডিয়া যেহেতু একটি বিশ্বকোষ সেহেতু এখানে আমাদের বিশ্বকোষীয় লেখাই লিখতে হয়। আর উইকিপিডিয়ার একাউন্ট অফ করা বলতে যদি ডিলিট করা বুঝিয়ে থাকেন সেক্ষেত্রে এটি উইকিপিডিয়াতে করা যায় না। কেউ একাউন্টট যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে তিনি এটা দিয়ে আর সম্পাদনা না করলেই হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫২, ১১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

ভাই আমি প্রতিযোগিতায় উল্কা বৃষ্টি বিষয়ে নিবন্ধ জমা দিয়েছিলাম।কিন্তু আমি ফুল কমপ্লিট করতে পারি নাই কিন্তু জমা দিয়েদিছিলাম । আজ ৩১ মার্চ কমপ্লিট করেছি, আমার এই নিবন্ধ কি গৃহীত হবে? Zawadul Hasnat Labib (আলাপ) ১৫:৪৫, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, নিবন্ধ সম্পূর্ণ করলে গৃহীত হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৬, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

ভাই আমি freestyle কুস্তি ব্যাপারে অধ পুর্ন নিবন্ধ লিখছি এখনো শেষ করতে পারিনাই। আমার নিব্ন্ধ কি গৃহীত হবে।। লিঙ্ক তো যুক্ত করব কিভাবে।। — Shabib ayman (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ভাই, প্রতিযোগিতা চলবে ৩১শে মার্চ পর্যন্ত সুতরাং আরও অনেকদিন বাকী। প্রতিযোগিতায় অবশ্যই নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে। আর কি ধরণের লিংক যুক্ত করবেন সেটি যদি একটু বিস্তারিত বলেন তাহলে ব্যাখ্যা করতে সুবিধে হয়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৯, ৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ জানাতে[সম্পাদনা]

সুপ্রিয় নাহিদ সুলতান ভাইয়া, আমার তৈরি নিবন্ধটি গ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।আহমেদ লুৎফে ইনাম ১১:৪৮, ৬ মার্চ ২০১৮ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য আপনাকেও ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৯, ৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
 :)

প্রতিযোগিতা শিখ সাম্রাজ্য[সম্পাদনা]

শিখ সাম্রাজ্য এ যে সব ত্রুটি ছিল তা ঠিক করেছি, পারলে একটু দেখে নেবেন। Tarunsamanta (আলাপ) ০৮:১৪, ৮ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা হচ্ছে...[সম্পাদনা]

Olympic symbols|state=expanded ও International Olympic Committee এই দু'টি টেমপ্লেটের বাংলা সংস্করণটি কী?--শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ০৯:০৪, ৮ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তরের জন্য অপেক্ষা করছি।--শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ১০:০৫, ৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট দুটি বাংলাতে নেই। এই টেমপ্লেট দুটি ছাড়াই লিখুন, আমরা পরে যুক্ত করে দিবো। অথবা ইংরেজি টেমপ্লেট থেকে আপনি নিজেই বাংলাতে এগুলো তৈরি করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। আমার নিবন্ধ (অলিম্পিক চিহ্ন) সম্পুর্ণ হয়ে গেছে, টেমপ্লেটগুলি যোগ করলে বাধিত হব। আর যেই ইংরেজি নিবন্ধ থেকে আমি অনুবাদ করলাম এই নিবন্ধটি, সেখানে এমন কিছু 'বহিঃসংযোগ' আর 'আরও দেখুন' আছে যেগুলি বাংলাতে বিদ্যমান নয়। কী করব?--শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ০৭:২৫, ১০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শেষ হয়ে থাকলে জমা দিয়ে দিন। আরও দেখুন বা বহিঃসংযোগ নিয়ে ভাববেন না। আর টেমপ্লেট দেখলাম দুটি যুক্ত করাই আছে। এগুলোর জন্য আপনার নিবন্ধে সমস্যা হবে না। জাস্ট অনুবাদ শেষ হয়ে থাকলে জমা দিতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৫, ১০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একই পাতার দুবার অবস্থান সম্পর্কে[সম্পাদনা]

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এর অংশ হিসেবে তৈরি নুরুন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী, তালিকা থেকে গতকাল অনুবাদ করার পর আজ লক্ষ্য করলাম, এই নামে আরেকটি পাতা আগে থেকেই আছে, ভিন্ন নামে (নুরন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী) ও ভিন্ন বয়ানে। এ বিষয়ে আপনার পরামর্শ কি?

ওহ, আচ্ছা। সেক্ষেত্রে দুটি নামের মধ্যে যে নামের বানানটি সটিক সেই নামে দুটি নিবন্ধ থেকেই তথ্যগুলো একত্রিত করে যোগ করে দিন। এবং অন্য নামটা পুনঃর্নিদেশ দিয়ে দিন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৯, ৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ব্লক প্রসঙ্গে[সম্পাদনা]

@নাহিদ ভাই, আমাকে আর ব্লক করবেননা অনুগ্রহ করে, আমি উইকিপিডিয়াকে ভালোবাসি, আমি এখানে অনেক অবদান রাখতে চাই, আমার আসল আইপি ঠিকানাও আনব্লক করে দিবেন। FeminChor (আলাপ) ১৩:২৭, ১০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@নাহিদ ভাই, আমার মূল আইডি (Bishal Khan) খোলা লাগবেনা, আপনি শুধু আমার আইপি ঠিকানা (103.59.179.0/24) আনব্লক করে দিন, আমার ভিপিএন ব্যবহার করতে আর ভালো লাগছেনা, আমি কথা দিচ্ছি যে উইকিপিডিয়ায় আর কোনো প্রকার ধ্বংসাত্মক কাজ করবোনা। FeminChor (আলাপ) ১১:৫৫, ১১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

আমি 'মুঘল অস্ত্র' শীর্ষক নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করেছি। কিন্তু সেটায় ইংরেজি উইকিপিডিয়া থেকে ছবি যোগ করা কি বাধ্যতামূলক? নাকি ছবি ব্যতীতই আমি নিবন্ধটি পর্যালোচনার জন্য জমা দিতে পারি? Ananya Azad (আলাপ) ১৯:৩০, ১২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি নিবন্ধের প্রয়োজনে যুক্ত করা উচিত। তবে, কিভাবে করতে হয় সেটি যদি না জানেন তাহলে সমস্যা নেই। আমি ছবি যুক্ত করে দিচ্ছি, আপনি ক্যাপশনগুলো অনুবাদ করুন। তারপর জমা দিন। এছাড়া, পরবর্তীতে আপনি নিজেও অবশ্য যুক্ত করতে পারবেন, যেমন ধরুন, আপনার নিবন্ধটির ইংরেজি সংস্করণে গিয়ে এডিট অপশনে ক্লিক করলে নিবন্ধে প্রথম যে ছবিটি দেয়া আছে সেটি এভাবে দেখতে পাবেন: [[File:Ain-i Akbari Weaponry.jpg|thumb|400px|Ain-i Akbari weaponry]]। হুবহু এটি কপি করে বাংলা নিবন্ধে বসিয়ে দিলেই হবে। শুধুমাত্র ক্যাপশন (Ain-i Akbari weaponry) অনুবাদ করলেই হবে। সবগুলো ছবি এভাবে বসিয়ে দিতে পারবেন। আমি করে দেওয়ার আগে আপনি একটু চেষ্ঠা করে দেখুন, যদি না পারেন সেক্ষেত্রে আমাকে এখানে জানান, আমি যুক্ত করে দিচ্ছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৪, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]


সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি নিজে থেকেই ছবি যোগ করতে পেরেছি। পর্যালোচনার জন্য জমা দিয়ে দিলাম। আবারো ধন্যবাদ। Ananya Azad (আলাপ) ০৬:৫০, ১৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য চাই[সম্পাদনা]

নাহিদ ভাই, আমি বর্তমানে Malayalam Script নিবন্ধটি অনুবাদ করছি। কিন্তু সেই নিবন্ধেরই Consonant-vowel ligatures অংশটি অনুবাদ করতে গিয়ে দেখলাম লেখা আছে 'এই সেকশনটি ফাঁকা' (This section is empty.)। উক্ত অংশটি ছাড়া কী নিবন্ধ জমা দেওয়া যাবে? -- শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ১২:৫৮, ১৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই। যেহেতু এটি ইংরেজি থেকে অনুবাদ সেহেতু কোন অনুচ্ছেদ ইংরেজিতে না থাকলে আপনার কিছু করার নেই। আপনি নিশ্চিন্তে বাকী অংশগুলো অনুবাদ করে জমা দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩১, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

আমি একটি নিবন্ধ পর্যবেক্ষণের জন্য জমা দিয়েছি। এখন দেখি একটি অনুচ্ছেদ অনুবাদ করা হয়নি। বাদ পড়ে গেছে। এখন আমি কি ঐ বাদ পড়া অনুচ্ছেদটি যুক্ত করতে পারব? নবিশ (আলাপ) ০৬:০৭, ১৮ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই। প্রতিযোগিতা চলাকালীন সময়ে আপনি আপনার নিবন্ধের যেকোন অংশ সংযোজন করতে পারবেন। তবে করার পর পুনরায় জমা দেওয়ারপ্রয়োজন নেই যদি আগেই জমা দিয়ে থাকেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩২, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন[সম্পাদনা]

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:০৪, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জেট স্ট্রিম[সম্পাদনা]

সুধী,

উল্লিখিত বিষয়ে আমার অনুবাদকৃত নিবন্ধ সম্পন্ন করে জমা দিয়েছি। কিন্তু ছবি ও তথ্যসূত্র যোগ করার অভিজ্ঞতা না থাকায় তা করতে পারি নি। আশা করি আমার অনুবাদ যথাযথ ভাবে পর্যালোচনা করবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

ইতি,

Md. Mortuza Samiur Rahman (আলাপ) ০৯:৫০, ২২ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আসলে কয়েকদিন যাবত খুব একটা সময় পাচ্ছি না নিবন্ধ পর্যালোচনার জন্য তবে ৩০ তারিখ থেকে অাশা করা যায় সময় দিতে পারবো, আশাকরি তখন করে দিতে পারবো। এছাড়া প্রতিযোগিতা শেষ হলে কেউ নিবন্ধ জমা দিতে পারবেন না তবে খুব সম্ভবত জমা দেয়া নিবন্ধ সংশোধনের জন্য এক সপ্তাহ সময় পাবেন যেগুলো সংশোধন করতে হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৩৫, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শফিক রেহমান এর জন্মস্থান ভুল[সম্পাদনা]

আমার জানা মতে শফিক রেহমানের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া এর নবীনগর। কিন্তু এখানে দেওয়া বগুড়া। এমন কি উইকিপিডিয়া নবীনগর এর মধ্যে দেওয়া উনার জন্ম নবীনগর। কিন্তু এখানে কেন ভুল?? — 119.30.32.139 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দয়া করে আপনার কথার সাপেক্ষে তথ্যসূত্র প্রদান করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৩২, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আরবি থেকে বাংলা তে অনুবাদ করতে চাই,,,, আমাকে কোন লিনক দেওয়া যাবে?[সম্পাদনা]

আমি কি কি অনুবাদ করতে পারবো,, আমাকে অবহিত করলে ভাল হতো Tareque hosain (আলাপ) ১৮:১৭, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি যেকোন ভাষা থেকেই বাংলাতে অনুবাদ করে নিবন্ধ তৈরি করতে পারেন যেকোন সময় তবে চলমান প্রতিযোগিতার জন্য শুধুমাত্র ইংরেজি থেকেই অনুবাদ গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৩৩, ২৭ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় নাহিদ ভাই, আমি আইপ্যাড ২ বিষয়ে আমার অসম্পূর্ণ নিবন্ধনটি সম্পূর্ণ করেছি।Fahad Bin Gias (আলাপ) ০৬:৪৯, ২৮ মার্চ ২০১৮ (ইউটিসি)Fahad Bin Gias[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাই, আমি আইপ্যাড ২ বিষয়ে আমার অসম্পূর্ণ নিবন্ধনটি সম্পূর্ণ করেছি।Fahad Bin Gias (আলাপ) ০৬:৫০, ২৮ মার্চ ২০১৮ (ইউটিসি)Fahad Bin Gias[উত্তর দিন]

ফ্রি-স্টাইল কুস্তি[সম্পাদনা]

আমি প্রথম আর্টিকেল হিসেবে ফ্রি-স্টাইল কুস্তি অনুবাদ করে ফেলেছিলাম কিন্তু সম্ভবত তা গৃহীত হয় নি। যদি আমাকে পুনরায় নিবন্ধটি লেখার সুযোগ দিতেন খুব কৃতজ্ঞ থাকতাম।

উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া সম্পর্ক[সম্পাদনা]

সুধী,

আমি উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া সম্পর্ক নিবন্ধটি অনুবাদ সম্পন্ন করে জমা দিয়েছি। অনুবাদ করাকালীন সময় ইংরেজি নিবন্ধে পরিবর্তন আনা হয়েছে। মাঝ পর্যায়ে নিবন্ধে পরিবর্তন করে আমার জন্য পুনরায় সংশোধন করা কঠিন হয়ে পড়েছে। কারণ আমার বার্ষিক পরীক্ষা চলমান।

এমতাবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি।

এছাড়া পূর্ব অভিজ্ঞতা না থাকায় আমার অনুবাদকৃত নিবন্ধে তথ্যসূত্র এবং ছবি যোগ করতে পারি নি। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি।

ইতি,

Md. Mortuza Samiur Rahman (আলাপ) ০৭:২৬, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইতিমধ্যেই অংকন আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৭, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পূর্বে আংশিক সম্প্রসারণ করা হয়েছে কিন্তু প্রতিযোগিতার নিওম মানা হয়নি এমন নিবন্ধ নতুন করে সম্প্রসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

একটি নিবন্ধ ১ ফেব্রুয়ারী আংশিক সম্প্রসারণ করা হয়েছে এক প্যারা। এরপর আর কিছু করা হয়নি সেটি কি নতুন করে সম্প্রসারণ করতে পারব? — Aamamun.ce (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

অবশ্যই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩০, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জরু‌রি সাহায্য প্র‌য়োজন[সম্পাদনা]

না‌হিদ ভাই, আ‌মি আজ ৫:২০ মি‌নিট এ তা‌লিকায় থাকা উপাত্ত সং‌কোচন নিবন্ধ‌টি সম্পূর্ণ অনুবাদ ক‌রে জমা দি‌য়ে‌ছি। কিন্তু জম‌া দেওেয়ার প‌রে দেখা‌চ্ছে যে, পাতা‌টি তৈ‌রি করা হয়‌নি এবং পাতা‌তি লাল র‌ঙে চি‌হ্নিত তরা হ‌য়ে‌ছে। সমস্যা কি ক‌রে সমাধান করা যায়? দয়া ক‌রে, জানা‌বেন এবং সাহায্য কর‌বেন।

@T. Galib: আমি ঠিক করে দিয়েছি। ধন্যবাদ!! --Shahidul Hasan Roman (আলাপ) ১৪:৪৩, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Shahidul Hasan Roman: ধন্যবাদ। এখন কি এটা পর্যা‌লোকগণ পর্যা‌লোচনা কর‌তে পার‌বেন? --T. Galib (ব্যবহারকারী আলাপ:T. Galib) ২১:১২, ৩০ মার্চ ২০১৮ (ইউ‌টি‌সি)

Tourist Spot Details In Dhaka.jpg প্রসঙ্গে[সম্পাদনা]

নাহিদ, ভাই আমি এই ছবিটি নিজে তৈরি করি এবং আপলোড দিয়েছিলাম। কিন্তু এটি কপিরাইট এর আওতাধীন করা হয়েছে কেন। এটির কোনো দ্বিতীয় কপি নেই। আর আমি ছবিটি জলছাপ মুক্ত আপলোড করেছিলাম।~~

অনুরোধ[সম্পাদনা]

নাহিদ দা, আমি প্রত্যয়। আমার মাধ্যমিক শেষ হল এই মাসের ২০ তারিখ। নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ - তে অংশগ্রহণ করতে চেয়েও তাই পায়নি। তারপর পুরী বেরাতে গেলাম, কাল ফিরলাম। হয়তো এই অনুরোধ রাখা অসম্ভব, তাও আপনি যদি প্রতিযোগিতা একদিন আমার জন্য বারাতে পারেন, তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদসহ বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৫:০১, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাড়াতে পারলে ভালো হতো কিন্তু নিবন্ধ আজকের পর আর জমা দেয়া যাবে না। তবে এরমধ্যে যারা নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করে জমা দিয়েছেন তারা ছোটখাটো সংশোধনের জন্য ৭ এপ্রিল পর্যন্ত সময় পাবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৪, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ জমা দিতে পারছিনা! বলছে যে সময় শেষ হয়ে গেছে, যদিও আমার দেশে এখন সারে এগারোটা বাজে। কিছু একটা করুন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৮:০৩, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এটা খেয়াল ছিল না, জমা দিন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৬, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শেষ 'পোঁচ': চিত্রের ক্যাপশন অনুবাদ[সম্পাদনা]

আমার প্রবন্ধটি অনুবাদ করা শেষ। তবে আমি আপনার কথামতো রেনেসাঁ শিল্প প্রবন্ধটির চিত্রের শিরোনামগুলো অনুবাদ করে দিয়েছি। দয়া করে যাচাই করে নিন এবং আমার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আপনার মতামত জানান। — Subhowikipedian (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ধন্যবাদ। আপনার নিবন্ধ গৃহীত হয়েছে সুতরাং এরপর আর আপনার কিছু করতে হবে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৪, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নাহিদদা, ফরাসি বিপ্লবের কারণ নিবন্ধটি পুরোপুরি আমি অনুবাদ করি। কিন্তু নিবন্ধ পর্যালোচনা টেবিলে Tanjirul Islam নামটি দেখাচ্ছে। আপনি নিবন্ধটির ইতিহাস থেকে দেখে বুঝবেন যে এটি কেবল আমিই লিখেছি। Tanjirul Islam কেনো কৃতিত্ব নিচ্ছেন আমি বুঝতে পারছিনা। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৫৯, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাদ দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৩, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

আপনার পরামর্শে আইপ্যাড ২ আইপ্যাড ২ পেজটির অনুবাদ সম্পূরণ করেছি।Fahad Bin Gias (আলাপ) ২০:৫৫, ৫ এপ্রিল ২০১৮ (ইউটিসি)Fahad Bin Gias[উত্তর দিন]

সাহায্য[সম্পাদনা]

আপনার পরামর্শে আইপ্যাড ২ নিবন্ধনটি সম্পূর্ণ করেছি । আমার নিবন্ধনটি কি গৃহীত হয়েছে?Fahad Bin Gias (আলাপ) ২১:০৫, ৫ এপ্রিল ২০১৮ (ইউটিসি)Fahad Bin Gias Fahad Bin Gias (Fahad Bin Gias)[উত্তর দিন]

আ‌লোচনা ই‌ভেন্ট[সম্পাদনা]

আমরা এখন গ্রন্থাগা‌রে কিন্তু এখা‌নে তো কিছুই পাই না। কোথা? T. Galib (আলাপ) ১১:১৯, ৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ই‌ভেন্ট সম্প‌র্কে[সম্পাদনা]

গ্রন্থাগা‌রে আসলাম কিন্তু এখা‌নে তো পেণাম না। কোথায়? T. Galib (আলাপ) ১১:২১, ৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইভেন্ট পাতায়তো তিনটি মোবাইল নাম্বারও দেয়া ছিলো, একটু ফোন করবেন না! তাছাড়া, যখন ইভেন্ট চলমান থাকে তখন উইকিপিডিয়র আলাপ পাতায় বার্তা না দিয়ে ফেইসবুকের ইভেন্ট পাতায় বার্তা রাখলেও কেউ না কেউ নিশ্চয়ই দেখতে পেত। পরেরবার আসলে অবশ্যই একবার ফোন করবেন এসে, তাহলেই হবে :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৫, ৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮[সম্পাদনা]

নিবন্ধ প্রতিযোগিতায় একটি ফর্ম ফিল আপ করতে বলেছিলেন ফিল আপ করেছি কিন্তু সাবমিট করার সময় নেটওয়ার্ক আপ ডাউন করছিলো বুঝতে পারছি না ফর্মটি সাবমিট হয়েছে কি না। যদি একটু কনফার্ম হন তাহলে একটি বার্তা দিলে বুঝতে পারতাম, ধন্যবাদ। Tarunsamanta (আলাপ) ১৪:৫১, ৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৩, ৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একটি প্রসঙ্গ[সম্পাদনা]

এই ছবিটি কি বাংলা উইকিপিডিয়ায় আজকের নির্বাচিত ছবিতে সংযুক্ত করা যাবে? আপনার পরামর্শ আশা করছি। অগ্রিম ধন্যবাদ।- রাফি (আলাপ) ০৬:৩৪, ২২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই। কমন্সে যেহেতু এটি মান সম্পন্ন চিত্র হিসেবে উত্তীর্ণ হয়েছে সুতরাং এটি বাংলাতে যুক্ত করতে বাধা নেই। আজকের নির্বাচিত চিত্রের খালি স্লট দেখে একদিন যুক্ত করে দিন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:০৭, ২৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসসালামু আলাইকুম, নাহিদ ভাই। আসা করি ভালো আছেন। আজ আমি আপনাকে একটি বিষয় সম্পর্কে জানতে একটু বিরক্ত করছি। আমি গত বছরের উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলাম। অতঃপর জানুয়ারি মাসে আমার ঠিকানাসহ যাবতীয় তথ্যাদি প্রদান করেছি, কিন্তু আমি এখন পর্যন্ত আমার সার্টিফিকেট ও পোস্টকার্ড হাতে পাইনি। অনুগ্রহ করে জানাবেন যে, আমার সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠিয়ে দিয়েছেন কি-না? এবং কবে নাগাদ আমি সেগুলো হাতে পাবো? আমার উত্তরের অপেক্ষায় রইছি। --Waraka Saki (আলাপ) ১৫:৪৭, ২৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, প্রতিযোগিতার ব্যপারটি হলো, যে দেশের অংশগ্রহণকারী তিনি ভিন্ন দেশের পোস্টকার্ড পেয়ে থাকেন। সুতরাং উইকিমিডিয়া বাংলাদেশকে শুধু অন্য দেশের অংশগ্রহণকারীদের ঠিকানা সরবরাহ করা হয়েছিলো। আপনার ঠিকানাটি ঠিক কোন চ্যাপ্টারকে পাঠিয়েছে সেটা শুধু মেটাতে আন্তর্জাতিকভাবে যারা প্রতিযোগিতাটি সমন্বয় করছেন তারা বলতে পারবেন বিশেষ করে Erick Guan (fantasticfears)। তবে আমি বাংলাদেশের অংশগ্রহণকারীদের ঠিকানা কোন চ্যাপ্টারের কাছে পাঠানো হয়েছে সেটি জিজ্ঞেস করে আপনাকে জনাবো। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:০৫, ২৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আলোকচিত্র[সম্পাদনা]

নাহিদ ভাই, আসসালামু আলাইকুম, গত বছরের উইকিমিডিয়ায় আলোকচিত্র প্রচিযোগিতায় বাইতুল মোকাররমের ছবি নির্বাচিত হয়েছে।এটা সংরক্ষিত কোন বিভাগে পরে? — Nazmul Huda Nazu (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রতি বছর উইকি লাভস আর্থ ও উইকি লাভস মনুমেন্টস নামে দুটি আলাদা প্রতিযোগিতা হয়। আর্থ হয় মে মাসে যেটা শুধু বনাঞ্চল নিয়ে আর মনুমেন্টস হয় সেপ্টেম্বরে যেটা শুধু মনুমন্টেস নিয়ে। আপনি যে ছবিটির কথা বলছেন সেটি Commons:Wiki_Loves_Monuments_2017_in_Bangladesh-এর ছিলো। উইকি লাভস আর্থের নয়। মনুমেন্টস প্রতিযোগিতায় ছবি আপলোডে আগ্রহী হলে আপনাকে সেই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৪, ২৪ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

NahidSultanBot[সম্পাদনা]

আপনার পরিচালিত বট নিবন্ধ পরিষ্কারের পর এই সারাংশ লেখে: 'বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।' এই ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। -- আদিব (আলাপ) ১৪:১৬, ৩০ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা, ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৫২, ৩০ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে সাহায্য করুন।[সম্পাদনা]

ভাইয়া আমার বয়স এখন 16। যখন আমি উইকিমিডিয়া যুক্ত হই তখন আমার বয়স 14/15 ছিল। কপিরাইট সম্পর্কে কোনো ধারণা ছিলনা।যে কারণে ছবি আপলোড এ অনেক ভুল করেছি।এখন অনেকটাই কপিরাইট সম্পর্কে বুঝেছি,শিখেছি,ধারণা নিয়েছি। ইনশাআল্লাহ এখন আর অতীতের ভুলগুলো হবেনা।দয়া করে আপনি যদি আমার আইপি ঠিকানা মুক্ত (Unblock) করে দিতেন তাহলে উইকিপিডিয়া উন্নতিতে,নতুন কিছু যুক্ত করতে সতর্কতার সহিত সাহায্য করতে পারতাম। Krd এই বাধাটি প্রদান করেছেন। বাধার কারণ হিসেবে বলা হয়েছে:Open proxy।

বাধা শুরুর সময়: ১৪:২৮, ৯ সেপ্টেম্বর ২০১৫ বাধা উঠিয়ে নেয়ার সময়: ১৯:৪৯, ৩ এপ্রিল ২০২১ আমার আইপি ঠিকানাঃ 2A03:2880:0:0:0:0:0:0/32 ব্লক নম্বরঃ #252568 দয়া করে আমাকে একটু বিবেচনা করবেন। ধন্যবাদ । Sajib Babu (আলাপ) ০৯:৩৬, ৩ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

দেরীতে উত্তর দেওয়া জন্য দুঃখিত, তবে আপনার একাউন্টে কোন বাধা নেই। আপনি যে ডিভাইস থেকে সম্পাদনা করছেন খুব সম্ভবত সেটি মোবাইল সুতরাং আইপি ঠিাকানা পরিবর্তন করলেই আপনি সম্পাদনা করতে পারবেন বা ছবি আপলোড করতে পারবেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৫, ৩ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অসুবিধা হচ্ছে...[সম্পাদনা]

আমি কোড দিয়ে সম্পাদনা করায় বেশী অভ্যস্ত। কিন্তু মোড বদলানোর জন্য কোনও অপশন পাচ্ছি না। কী করব? --শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ১৭:১৩, ১৯ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এখন করতে পারছি। বিব্রত করার জন্য দুঃখিত। :) --শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ১৭:১৬, ১৯ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আর একটা অসুবিধা হচ্ছে... আমি বর্তমানে ভারতীয় বণ্যপ্রাণী নিবন্ধটি তৈরী করছি। ওখানে একটি টেমপ্লেট ছিল যা বাংলা ভাষায় ছিল না। তাই টেমপ্লেটটি তৈরী করে নিবন্ধে ব্যবহার করলাম। কিন্তু এখন দেখছি, যে নিবন্ধের শুরুতে একটা শব্দ আসছে যেটা কোনও ভাবেই মেটানো যাচ্ছে না। কী করব? (একটি লিঙ্ক দিয়েছি, সেটা টিপলেই দেখতে পাবেন শব্দটি।) --শৌনক বন্দ্যোপাধ্যায় (আলাপ) ০৭:১৫, ২০ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আশাকরি কেউ একজন সমস্যাটি ঠিক করে দিয়েছেন। আমি এক মাস উইকিতে ছিলাম না এ জন্য আপনার প্রশ্ন দেখতে পাইনি। দুঃখিত। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৬, ৩ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Short invitation[সম্পাদনা]

Hello Mr. Nahid!

I Arka from the English Wikipedia , is here to invite you to The Bengali Translators' Club.

The aim of the club is to provide wikipedians a platform to translate to and from between Bengali and English.

I warmly welcome you! Pls visit: https://en.m.wikipedia.org/wiki/Wikipedia:Translation/Discussion/bn

Dr. Sroy (আলাপ) ১০:৫৯, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি) Dr. Sroy (আলাপ) ১০:৫৯, ১০ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জিজ্ঞাসা[সম্পাদনা]

প্রিয় নাহিদ সুলতান ভাই, সালাম নিবেন। আমার কয়েকটা বিষয় জানার ছিলো। উইকিমিডিয়া বাংলাদেশের মেম্বার রেজিস্ট্রেশন কি বন্ধ? ওয়েবসাইটে সর্বশেষ রেজিস্ট্রেশন নবায়ন তারিখ দেখলাম ১৭/০৪/১৭। আরেকটা বিষয় হচ্ছে, আমি উইকিপেডিয়া এশীয় মাস ২০১৭ বা নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ কোনো পুরষ্কারই পাইনি?? Fazal E Tamim (আলাপ) ১১:৫৮, ১৮ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বর্তমানে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রযেছে। তবে কিছুদিনের মধ্যে চালু হবে আশা রাখি তখন, মেইলিং লিস্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে জানানো হবে। এছাড়া, এশীয় মাসে যে সব ব্যবহারকারী বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তাদের পোস্টকার্ড অন্য দেশের চ্যাপ্টার পাঠিয়ে থাকে সাধারণত। পোস্ট অফিসের সমস্যাজনিত কারণে মাঝে মাঝেই পোস্টকার্ড পৌঁছায় না, তবে আপনি যদি বাংলাদেশের পোস্টকার্ড নিতে চান সেক্ষেত্রে যেকোন একদিন আমাদের মিটআপে চলে আসবেন এবং পূর্বে আমাকে অবহিত করলে আমি নিয়ে যাবো। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩১, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি আপলোড প্রসঙ্গে[সম্পাদনা]

ভাইয়া, সালাম নিবেন। অনলাইন পত্রিকা বাংলাদেশ পোস্টের এই লিংকের ছবিটা দোহার পৌরসভা নিবন্ধে আপলোড করার অনুরোধ করছি।- আদিব (আলাপ) ১০:১৭, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

স্থান বা এ জাতীয় ছবি মুক্ত না হলে আপলোড করা সম্ভব নয়। মুক্ত লাইসেন্সের ছবি হতে হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩১, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাইয়া। আদিব (আলাপ) ০৫:৩৪, ৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার প্রসঙ্গে[সম্পাদনা]

ভাইয়া, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার এখনো পাই নি। কবে নাগাদ পুরস্কার পেতে পারি? ধন্যবাদ। --Effat Jahan Tamanna (আলাপ) ১৪:৪৭, ৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পুরস্কার পাঠানো হয়নি, যতদূর মনে পরে আপনি কোন একটি মিটআপে এসে নিতে চেয়েছিলেন। আপনি কি মিটআপে এসেই নিতে চান নাকি, পাঠিয়ে দেব।--~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২২, ৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ভাইয়া, কষ্ট করে আমার পুরস্কারটা একটু পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ। --Effat Jahan Tamanna (আলাপ) ১৪:২৪, ৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৫, ৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

add new content[সম্পাদনা]

I want to add new content in wikipedia. Please help me.
উইকিপিডিয়া:টিউটোরিয়াল-এ আপনি উইকিপিডিয়া সম্পাদনার খুঁটিনাটি জানতে পারবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৯, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ[সম্পাদনা]

নাহিদ ভাই, ইংরেজি পাতা বাংলাতে না থাকলে কিভাবে অনুবাদ করতে হয় অনুগ্রহকরে জানান।

উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন? এটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪০, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

can't realize, what I do now???? আমি নিবন্ধন করেছি

উইকিপিডিয়া:টিউটোরিয়াল-এ আপনি উইকিপিডিয়া সম্পাদনার খুঁটিনাটি জানতে পারবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৯, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া : নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ - পুরস্কার প্রদান সম্পর্কে[সম্পাদনা]

নমস্কার,

আমি উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮তে অংশগ্রহণ করেছিলাম। উক্ত প্রতিযোগিতায় আমি ৭টি নিবন্ধ জমাদান করি যেগুলির প্রত্যেকটিই গৃহীত হয়। অথচ এখনও পর্যন্ত আমি কোন পুরস্কারই হাতে পেলাম না। আমি ভারতে বসবাস করি, আমার না আছে পাসপোর্ট, না আছে ভিসা, কাজেই বাংলাদেশে মিট আপে গিয়ে পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানতে চাইছি, তাহলে পুরস্কার কি আমি হাতে পাবো না? গত বছর এই একই প্রতিযোগিতায় আমি পুরস্কার পেয়েছিলাম এবং ইণ্ডিয়া পোস্ট মারফৎ তা এসেছিল। এ বছরে এই পুরস্কার পেতে গেলে কি করতে হবে যদি জানান, তো ভাল হয়।

ধন্যবাদান্তে

শান্তনু চ্যাটার্জি।

সুধী, আপনার পুরস্কার এ মাসের মাঝামাঝিতে পোস্ট মারফতই পাঠিয়ে দেওয়া হয়েছে পূর্বের মত। আশা করছি এবারও আপনি ইণ্ডিয়া পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৭, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ দাদা, আসলে আমি আপনার আলাপ পাতাটি লক্ষ্য করিনি। তাই অন্যত্র এই একই প্রশ্ন করে ফেলেছিলাম। --শান্তনু চট্টোপাধ্যায় (আলাপ) ০৫:৫৬, ১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক![সম্পাদনা]

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে ধন্যবাদ। আশাকরছি পরিবার নিয়ে আপনার ঈদও ভালো কেটেছে। শুভকামনা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৮, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

পরীক্ষণ[সম্পাদনা]

"এই পাতাটি পরীক্ষিত হিসেবে চিহ্নিত করুন" বলে একটি লিঙ্ক দেখাচ্ছে। এটি দ্বারা কি বুঝায়? জানালে উপকৃত হব।~ রাহিব (বার্তা) ২০:১১, ২৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সহজ ভাষায়, নতুন কোন ব্যবহারকারী যখন কোন একটি পাতা সম্পাদনা করেন তখন যাতে অভিজ্ঞ ব্যবহারকারী সেটা দেখে ট্র্যাক রাখতে পারেন যে কোন পাতাটা পর্যালোচনা করে দেখা হয়েছে কোন পাতাটি হয়নি। আপনি যদি চিহ্নিতকরে পরীক্ষত হিসেবে কোন পাতা সেক্ষে ওই পাতা আর অপরীক্ষিত হিসেবে দেখাবে না অন্য ব্যবহারকারীদের কাছে। সাম্প্রতিক পরিবর্তনে দেখুন লাল কালারের ! চিহ্ন যুক্ত যে পাতাগুলো আছে সেগুলোই পরীক্ষিত নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৮, ২৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-পুরস্কার সম্পর্কে[সম্পাদনা]

আমি এই বছর প্রথম নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমার ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে। কিন্তু এখনো কোন পুরস্কার হাতে পাইনি। কবে নাগাদ পাব জানালে ভালো হত।MD Abu Siyam (আলাপ) ০২:৫৬, ২৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে ঈদের পূর্বে একটি মেইল করা হয়েছিলো, উত্তর পাইনি তখন। কারণটা ছিলো, আপনার শহরে আমাদের একজন গিয়েছিলেন তার কোন একটি কাজে এবং আপনার প্যাকেটটি তার কাছে দিতে চেয়েছিলাম। সেটি বেশি সুবিধে হতো কারণ পোস্ট অফিস পুরস্কার পাঠাতে অনেক দিন সময় লাগিয়ে দেয় এবং এরকম বেশ কিছু পুরস্কার আমাদের দ্বিতীয়বার পাঠাতে হয়েছে সুতরাং আমরা যতগুলো পারি হাতে হাতে দেওয়া চেষ্টা করি। আপনার পুরস্কার রেডি করাই আছে। আমি পাঠানোর ব্যবস্থা করছি ডাকেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৫, ২৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan:আমি খুবই দুঃখিত বিষয়টির জন্য। আমি মেইলটি পড়তে পারিনি। মেইলটি পড়লে তার কাছ থেকেই সংগ্রহ করতাম। যাহোক, আশা করছি ডাকযোগে পাঠিয়ে দিবেন। ডাকযোগে কতদিন লাগতে পারে সেটা বললে ভালো হয়। আর ঠিকানা কি পাল্টিয়ে বিস্তারিত ঠিকানা দিতে হবে?-- MD Abu Siyam (আলাপ) ০৩:৫৪, ২৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এটি আমিও আসলে জানি না, সম্পূর্ণই ডাক বিভাগের উপর নির্ভর করছে। মাঝে মাঝে এক মাস সময় লাগে আবার মাঝে মাঝে কম সময়েই চলে যায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৯, ২৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: আমার পুরস্কারটি কি পাঠিয়েছেন? -- MD Abu Siyam (আলাপ) ১৭:৩৮, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০১, ৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ --MD Abu Siyam (আলাপ)

সমস্যা[সম্পাদনা]

আমার আইডি বন্ধ কেন?Mohammad Raihan (আলাপ) ০৩:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)রায়হান[উত্তর দিন]

সমস্যা কি? Mohammad Raihan (আলাপ) ০৫:০৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)raihan[উত্তর দিন]

আপনার ব্যবহারকারী নামে কোন বাধা নেই। সুতরাং কি সমস্যা সেটা বিস্তারিত বলুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা[সম্পাদনা]

আমি উইকিপিডিয়ায় নতুন পাতা যোগ করতে পারছি না। কেন? জানতে পারি? Ams riyad (আলাপ) ১৬:০০, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যোগ করতে পারার কথা। ঠিক কি সমস্যা হচ্ছে বিস্তারিত জানান দয়া করে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Invitation from WAM 2018[সম্পাদনা]

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2018 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  2. We will have many special prize provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
  3. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ১৬:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

27 Communities have joined WAM 2018, we're waiting for you![সম্পাদনা]

Dear WAM organizers!

Wikipedia Asian Month 2018 is now 26 days away! It is time to sign up for WAM 2018,

Following are the updates on the upcoming WAM 2018:

  • Follow the organizer guidelines to host the WAM successfully.
  • We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  • If you or your affiliate wants to organize an event partnering with WAM 2018, Please Take a look at here.
  • Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.


If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Wikilover90 using ~~~~

that bn.wiki bureaucrats doesn't have the authority to revoke sysop-bit from any user, even in case of community consensus.(ব্যুরোক্র্যাটদের প্রশাসকত্বের অধিকার বাতিল করার কারিগরী ক্ষমতা নেই।)

Out of sheer curiosity, any ideas as to why they aren't allowed and stewards must be called into play?

For example, en.wiki does not exactly allow community-desysops but, if the ArbCom (who is the sole body, vested with the authority to desysop an admin) passes a desysop motion, bureaucrats can enact that.

I appeared over here, from the en.wiki thread about Hasive's activities and my subsequent rewuest to revoke his GAC membership over here.

Winged Blades of Godric (আলাপ) ১০:৩৯, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কারণ এই অধিকারটি বাই ডিফল্ট স্টুয়ার্ডদের কাছে সংরক্ষিত এবং কোন সম্প্রদায় স্থানীয়ভাবে চাইলে ব্যুরোক্র্যাটদের জন্য এই কারিগরী সুবিধাটি যুক্ত করতে পরে স্থানীয়ভাবে এটির প্রয়োজনীয়তাসহ একটি আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পর। তারপর সেই সম্প্রদায়ের ব্যুরোক্র্যাটদের এই অধিকারটি যুক্ত করা হয়। কিন্তু ইংরেজি উইকির মত বিশেষ কোন বড় প্রকল্প ছাড়া এটা সাধারণত যুক্ত করা হয় না নিরাপত্তা ও অন্যান্য কারণে। এছাড়া, বাংলা উইকিপিডিয়াতে এটির প্রয়োজনীয়তাও নেই, সেটি আপনি এ ধরণের একশনের সংখ্যা প্রতি বছর কতগুলো হয় এখানে সেটি দেখলেই বুঝতে পারবেন। স্থানীয় সম্প্রদায়সমূহের এ অধিকারের ব্যাপারে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকলে দয়া করে পড়ুন: Bureaucrat#Removing_access এবং সেখানে লিংক দেয়া ফেব্রিকেটর টাস্কগুলো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৬, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Hmm.... এটা সাধারণত যুক্ত করা হয় না নিরাপত্তা ও অন্যান্য কারণে is new news to me:-) And, the factor of too less number of actions, is a point that ought to have struck me. উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। Winged Blades of Godric (আলাপ) ১৩:০৫, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নাহিদ ভাই, এবছর অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮-এ আমি একজন সংগঠক হতে চাই। অনুগ্রহ করে জানাবেন যে, আমি এর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। ধন্যবাদ।

Waraka Saki (আলাপ) ০৫:১১, ৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইতিমধ্যেই করে ফেলেছেন :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৯, ১০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

How can I add image on an article???Same as them (আলাপ) ১২:১৯, ১৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনভিপ্রেত বার্তা আমার আলাপ পাতায়[সম্পাদনা]

মাননীয় প্রশাসক, জনৈক ব্যবহারকারী:সায়েদ হোসেন আমার আলাপ পাতায় একটি অনভিপ্রেত এবং কুরুচিকর বার্তা দিয়েছেন। আমি কি ওনাকে ব্লক/রিপোর্ট করতে পারি? আমি ওনার বার্তার স্ক্রিনশট নিয়ে রেখেছি। ধন্যাবাদান্তে, Asmita comp (আলাপ) ১১:০২, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অস্মিতা দিদি, কিছু মনে করবেননা, আম্মি দুঃখিত আপনাকে ঋণাত্মক বার্তা দেওয়ার জন্য, উইকিপিডিয়া একটি উদারপন্থী প্রতিষ্ঠান, তবে হ্যাঁ শিষ্টাচার নীতি এই ওয়েবসাইটে আছে, আমি রাগ করে আপনাকে ঐ বার্তা দিয়েছি কারণ আমার আসল এ্যাকাউন্ট সহ আরেকটি গুরুত্বপূর্ণ এ্যাকাউন্টে আমাকে ব্লক করে রাখা হয়েছে (ব্যবহারকারী:Fayaz Rahman) এই ফয়েজ রহমান আইডিতে আমি কোনো অপরাধই করিনি, আমার প্রতি অবিচার করা হয়েছে বলেই আমি আপনার উপর রেগে উল্টাপাল্টা কথা লিখেছি, দুঃখিত দিদি, মাফ করবেন, আর উইকিপিডিয়া একটি মুক্ত প্ল্যাটফর্ম। সায়েদ হোসেন (আলাপ) ১১:০৭, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আইপি নিষেধাজ্ঞা অব্যাহতি বিষয়ে[সম্পাদনা]

জনাব,

আমাকে আইপি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়ায় আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু এটি সাময়িক এবং এর মেয়াদ এতো অল্প দেখে কিছুটা মনোক্ষুন্ন হলাম। বোধকরি আমি এখনো আপনাদের সন্দেহের তালিকা থেকে বের হতে পারি নি। আমার কাজকর্মে কোনো ভুল থাকলে তা কিভাবে সংশোধন করতে পারি ও কিভাবে আপনাদের আস্থাভাজন হতে পারি জানালে অত্যন্ত আনন্দিত হতাম।~ রাহিব (বার্তা) ১৫:৫৮, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় রাহিব, ব্যাপারটা আপনি যেভাবে ভেবেছেন মোটেও সেটা নয়। আইপি বাধারহিতকরণ অধিকারটা কাউকেই অসীম সময়ের জন্য দেওয়া হয় না কিছু ক্ষেত্রে ছাড়া। বৈশ্বিকভাবে, বা স্থানীয়ভাবেও যেগুলো দেওয়া হয় সবগুলোর লগ রাখা হয় এবং সময়ে সময়ে সেটি পর্যালোচনা করা হয় যে, আসলেই প্রয়োজন নাকি প্রয়োজন নাই। ব্যবহারকারী যত অভিজ্ঞ বা বিশ্বাসী হোন না কেন, এটা সাথে অধিকার দেয়ার সময়ক্রমের কোন সম্পর্ক নেই। আপনার অধিকারটি এক মাস দিয়েছি কারণ আইপিভি৬ ঠিকানাগুলো অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট থাকে না। বাধা যেকোন সময় ছেড়ে যেতে পারে যখন ঠিকানা পরিবর্তন হবে। আর এ জন্যই প্রাথমিকভাবে এক মাস দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৮, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এখন বুঝতে পেরেছি। কৌতুহল মেটানোর জন্য আবার ধন্যবাদ।~ রাহিব (বার্তা) ১৬:৪৭, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আরমান আলিফ পাতাটি কেন মুছে ফেলা হলো?[সম্পাদনা]

আরমান আলিফ বর্তমান সময়ে দেশের সবথেকে জনপ্রিয় ব্যক্তি।।।।একমাত্র তাঁর অপরাধী গান ওয়ার্ল্ড মিউজিক তালিকায় ৬০ তম অবস্থান করে। এর পূর্বে ১০০ ওয়ার্ল্ড মিউজিক তালিকায় কোন বাংলাদেশী গান স্থান। পায়নি।।

জানি না Sufian Sohag (আলাপ) ০৮:৫০, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মেহেদী রিয়াদ পাতাটি কেন মুছে ফেলা হল?[সম্পাদনা]

আমার নতুন নিবন্ধ "মেহেদী রিয়াদ" পাতাটি হঠাৎ মুছে ফেলা হলো কেন?জানতে চাই!!— Mehedi Riad (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

কারণ ব্যবহারকারীর তথ্য ব্যবহারকারী পাতায় রাখতে হয় যেটা আপনি ইতিমধ্যে ব্যবহারকারী:Mehedi Riad-এখানে লিখেছেন। মূল নামস্থানে উইকিপিডিয়ার নিবন্ধগুলো থাকে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫২, ৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নাহিদ ভাই! আমি দেখলাম, আপনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (মিডিয়া) পাতার বরাত দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অপসারণের প্রস্তাবনা দিয়েছেন।
আমার প্রশ্ন হল, উল্লেখিত পাতাটি তো ক্রোড়পত্র। নীতিমালা নয়। স্থানীয় এবং দেশীয় যেসব পত্রিকা বিশেষ মহলে প্রসিদ্ধ, সেগুলোর ব্যাপারে কি ক্রোড়পত্রের অপশনাল তথ্যাদির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছা ঠিক হবে? আ হ ম সাকিব বার্তা ০৯:২৪, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি সঠিক। তবে পাতাটি উল্লেখযোগ্যতদা মূল নীতিমালার কোন নির্দিষ্ট বিষয়ের উপর আরও বিস্তারিত ব্যাখ্যামূলক পাতা। আমার ওই পাতাটির উল্লেখ করার করণ হলো, আলোচনায় নির্দিষ্টভাবে যাতে পয়েন্টটি উল্লেখ করা যায়। তার উপর পুরো পাতাটি নীতিমালা না হলেও ওই নির্দিষ্ট অনুচ্ছেদটিকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে পত্রিকার নিবন্ধের উল্লেখযোগ্যতা নির্ধারণ করা হয়। তারমানে এই না যে, শুধুমাত্র ওই কয়টি পয়েন্ট না মানলে নিবন্ধ রাখা যাবে না। রাখা যাবে, যদি মূল নীতিমালায় উত্তীর্ণ হয়। কিন্তু যে তিন/চারটি পাতার প্রস্তাবনা দিয়েছি সেগুলো মূল নীতিমালায় উত্তীর্ণ হয়নি সাথে সাথে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (মিডিয়া)’র মানদণ্ডেও পড়েনি। তাই প্রস্তাবনা দিয়েছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৭, ১৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

WAM Organizers Update[সম্পাদনা]

Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine

  • Here are some recent updates and clarification of rules for you, and as always, let me know if you have any idea, thought or question.
    • Additional souvenirs (e.g. postcard) will be sent to Ambassadors and active organizers.
    • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
    • Only Wikipedia Asian Month on Wikipedia or Wikivoyage projects count (no WikiQuote, etc.)
    • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 bytes and 300 words.
    • If your community accepts an extension for articles, you should set up a page and allow participants to submit their contributions there.
    • In case of redirection not allowed submitting in Fountain tool, a workaround is to delete it, copy and submit again. Or a submission page can be used too.
    • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
    • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, they might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.

Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik

অনুবাদ[সম্পাদনা]

ভাষা ভদ্র/অভদ্র হয় না। ওটা একটা pidgin, এখন Creolization-র পথে। আমি সেই Creolization-র কাজে হাত দিয়েছি। আপনারা খুব বেশি sanskritized বাংলা ব্যবহার করেন। — Soumen4943 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

অবশ্যই ভাষার মাধ্যমে ব্যবহার ভদ্র বা অভদ্র হয়। আপনি আপনার যুক্তি বা পয়েন্ট উল্লেখ করতে কাউকে গালিগালাজ করতে পারেন না। আপনার যদি কোন নির্দিষ্ট নিবন্ধ নিয়ে সমস্যা থাকে তাহলে সে নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তিসহ আপত্তি ভদ্রভাবে তুলে ধরুন, সমগ্র বাংলা উইকিপিডিয়া নিয়ে সমস্যা থাকলে সেটার জন্য উইকিপিডিয়া:আলোচনাসভা রয়েছে। যুক্তি গঠনমূলকভাবেও তুলে ধরা যায়। তাছাড়া আপনি কয়েকটি নিবন্ধে যে সম্পাদনা করেছিলেন, সেখানে মূলত আপনি বাংলা ভাষা ব্যবহার না করে ইংরেজিতে পরিবর্তন করে দিচ্ছিলেন, সেটিও বাংলা উইকিপিডিয়াতে করা উচিত নয়। বিশেষ কোন মতামত থাকলে সেটা আগে যুক্তিসহ অালোচনা করুন তাহলেইতো হয়ে যায়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৮, ২৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। জেন্ট-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৫:৫২, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

তথ্যছক এর সমস্যাটা বুঝতে পারলাম না একজন মহাপুরুষ (আলাপ) ০৫:৫২, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যছকটি বাংলাতে ছিলো না, আমি তৈরি করে দিয়েছি ছকে বামপাশের ফিল্ডগুলো আমি অনুবাদ করে দেব। = চিহ্নের পরে ডানপাশের লেখাগুলো আপনি বাংলা করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৪, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:হাইবাতুল্লাহ আখুনজাদা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪৪, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আ হ ম সাকিব বার্তা ১৭:৪৪, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/হুমায়ূন আহমেদ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪৪, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আপনার মন্তব্য জানান। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৪৪, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পাতা সম্পর্কে[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন, জনাব আমি ভূল বসত ব্যবহারকারী:Masum Ibn Musa/হেডার পাতাটিতে কিছু সম্পাদনা করার কারনে পাতাটি এলোমেলো হয়ে গেছে। দয়া করে আপনি যদি এই ব্যবহারকারী:Masum Ibn Musa/হেডার পাতাটি পূর্ব অবস্থায় এনে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। Maruf Hossain (আলাপ) ২০:১৮, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

করেছি। অন্যদের পাতায় বিশেষ কারণ ব্যতীত সম্পাদনা কিন্তু উচিত নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২০, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাই এমন ভুল আর কখনও করবো নাMaruf Hossain (আলাপ) ২০:২২, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি জাস্ট জানালাম আরকি। ভুল মাঝে মাঝে মানুষের হবেই। এটা স্বাভাবিক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৪, ১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বেস্ট ইলেকট্রনিক্স[সম্পাদনা]

বেস্ট ইলেকট্রনিক্স সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। কোনো প্রকার বিজ্ঞাপনের উদ্দেশ্যে এটি তৈরী করিনি। ধন্যবাদ (Md.shamsularefin41 (আলাপ) ০৩:১৯, ২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি))[উত্তর দিন]

@Md.shamsularefin41:আপনি বেস্ট ইলেকট্রনিক্স নিয়ে না লিখে তাঁদের মূল প্রতিষ্ঠান জামান গ্রুপ নিয়ে লিখেন। --আফতাব (আলাপ) ০৩:২৭, ২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

What's Next (WAM)![সম্পাদনা]

Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?

Tool problem
If you faced problem submitting articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 7th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Participates still can submit their contribution of November before December 5th at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 7th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.
Some Questions
  • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ০৪:৫৯, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

লোগো আপলোড কপিরাইট প্রসঙ্গে[সম্পাদনা]

বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের লোগো আপলোডের ক্ষেত্রে কপিরাইটের সম্মুখীন হচ্ছি। লোগোগুলো আপলোড করার জন্য কি পদ্ধতিতে করতে হবে। এবং এই লোগোগুলি কি কপিরাইটে আছে তা জানার মাধ্যম কি। Jubair Sayeed Linas (আলাপ) ১৮:০৭, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যেকোন প্রতিষ্ঠানের লোগো বাই ডিফল্ট কপিরাইটকৃত যদি না কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বিশেষভাবে লিখিত দেয় যে, তাদেরটা কপিরাইট মুক্ত। সুতরাং যেকোন লোগোই কমন্সে আপ করা যাবে না (আমি নিশ্চিত না আপনি কমন্সের কথা বলছেন কিনা তবে বুঝে নিলাম কমন্স)। প্রতিষ্ঠানের লোগো সবসময়ই প্রয়োজনীয় কপিরাইট ট্যাগ দিয়ে ফেয়ার ইউজ নীতিমালায় স্থানীয় উইকিপিডিয়াতে আপলোড করতে হয় নিবন্ধে ব্যবহারের জন্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৪, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সরকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি ধরণের কপিরাইট থাকে তা জানার উপায় কি? কোন কপিরাইট ট্যাগ ইউজ করব সেটি জানতে ইচ্ছুক। Jubair Sayeed Linas (আলাপ) ১৮:১৯, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিমিডিয়া কমন্সে যেহেতু আপ করা যাবে না সেহেতু বাংলা উইকিপিডিয়াতে আপ করলে সব লোগোর ক্ষেত্রে কপিরাইট ট্যাগ হলো, টেমপ্লেট:মুক্ত নয় লোগো~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৬, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এক শব্দের কবিতা হয় কিনা ভালো করে আগে জানুন তারপর না হয় পাতাটি বাতিল করবেন ? কবিতার কতটুকু বা আপনি জানেন মশাই[সম্পাদনা]

এক শব্দের কবিতা হয় কিনা ভালো করে আগে জানুন তারপর না হয় পাতাটি বাতিল করবেন ? কবিতার কতটুকু বা আপনি জানেন মশাই — নিকোটিন ওয়েব ম্যাগ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@নিকোটিন ওয়েব ম্যাগ: উইকিপিডিয়াতে আপনার আগ্রহ দেখে আনন্দিত হলাম। আপনাকে অনুরোধ করবো উইকিপিডিয়া কী আর কী নয় এব্যাপারে নিবন্ধগুলো পড়তে। এছাড়া আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিতে পারেন। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ১৫:০৪, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অনির্ভরযোগ্য উৎস সম্পর্কে: প্রত্তুত্তর[সম্পাদনা]

অনির্ভরযোগ্য উৎস সম্পর্কে আপনি ভালো কাজই করছেন। তবে আমি সব সময় check করে উঠতে পারি না। আপনাদের বট-জাতীয় কি সব ব্যাপারস্যাপার আছে, সেগুলি ব্যবহার করে যদি করতে পারেন, তবে সময় বাঁচবে। ধন্যবাদান্তে --Jonoikobangali (আলাপ) ১৭:২১, ১১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

স্বেচ্ছাচারী মনোভাব[সম্পাদনা]

User:Al Riaz Uddin Ripon চিত্র:২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার লোগো.png এ স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করছেন। চিত্রটির এসভিজি সংস্করণ আপলোড করার পরে আমি চিত্রটিকে অপসারণের প্রস্তাবনাতে দিই। উনি আপলোডককারী হয়েও প্রস্তাবনা সরিয়ে ফেলেন। আমার জানা মতে অপসাণের উপযোগী না হলে একজন প্রসাশক তা সরিয়ে নেন। তারপরেও আমি কিছু না বললেও {{ভেক্টর সংস্করণ রয়েছে}} ট্যাগটি যোগ করি কিন্তু উনি এটিও সরিয়ে নেন। আমার মনে হয় উনি এই ভাবে সম্পাদনা যুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছেন। একজন মহাপুরুষ (আলাপ) ১৮:৩৫, ১২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মুছে ফেলা হল। --আফতাব (আলাপ) ১৮:৩৯, ১২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: উক্ত লোগোর আলাপ পাতায় আপনাদের দুজনের আলাপ দেখলাম। ব্যাপার হলো, এটিতো একটি লোগো আপনাদের কারো নিজের বানানো নয় সুতরাং কোনটা থাকলো সেটা নিয়ে এতো মন খারাপ করলে হয়। তাছাড়া, Nafiur14 ঠিক কাজটিই করেছেন, লোগোর জন্য সবসময় এসভিজি ফরম্যাট পাওয়া গেলে সেটা দিতে হয়। সে যাইহোক, এটিকে আমি ঠিক স্বেচ্ছাচারী মনোভাব বলবো না। ভুল বোঝাবুঝি হিসেবেই ধরে নিলাম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৫, ১২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বিজ্ঞাপনমূলক ব্যবহারকারী[সম্পাদনা]

উইকিপিডিয়ায় শুধুমাত্র বিজ্ঞাপনের উদ্দেশ্যে খোলা অ্যাকাউন্টগুলো আমার ব্যবহারকারী উপপাতায় তালিকাবদ্ধ করেছি এবং করছি। পাতাগুলো অপসারণ এবং উপযুক্ত মনে করলে বাধাদান করতে অনুরোধ রইল। —আ হ ম সাকিব বার্তা ০৮:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

শাহ আরেফিন[সম্পাদনা]

ভাই শাহ আরেফিন পাতাটি মুছে নেয়া সঠিক হয়নি । কপিরাইট' নিজ লিখা থেকে কপি করে পেইষ্ট করাটা আশা করি ভুল হয় না । ইউকিতে শাহ জালালসহ বিভিন্ন নিবন্ধ লিখেছ আমি । অনুসন্ধান করে সম্পাদনাগুলো দেখতে পারেন । Mdyusufmiah (আলাপ) ০৭:১৫, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া অনলাইন ভিত্তিক বিশ্বকোষ সুতরাং এখানে সবকিছুই চেক করা হয় অলাইনে ও যথাযথ প্রমাণ থাকা সাপেক্ষে যেহেতু, কেউ কাউকে চেনেন না। নিজের লেখা কপি করা অবশ্যই দোষের কিছু না কিন্তু আপনি যদি প্রমাণ উত্থাপণ না করেন সেক্ষেত্রে কারো জানার কথা নয় যে, যিনি অন্য মাধ্যমে লিখেছেন এবং আপনি একই ব্যক্তি। সে যাইহোক, আপনার লেখা পূর্বে যেখানে প্রকাশ করেছেন সেখানে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সে ৩.০ লাইসেন্সের আওতায় যে লেখাটা প্রকাশ করা হয়েছে সেটি লিখুন, অথবা সেখানে লিখুন যে, উইকিপিডিয়াতে আপনি লেখাটি পুনরায় প্রকাশ করেছেন। তারপর প্রমাণস্বরুপ, info-bn@wikimedia.org তে লিংকসহ মেইল করুন। এটা হলো সহজ উপায়, আরও অনেক উপায় আছে, তবে সেগুলো আরও ঝামেলার। আপনি উইকিপিডিয়া কপিরাইট সংক্রান্ত বিস্তারিত উইকিপিডিয়া:কপিরাইট পাতায় পাবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১২, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নির্ভরযোগ্য উৎস প্রসঙ্গে[সম্পাদনা]

সম্প্রতি উইকি থেকে অনির্ভরযোগ্য তথ্যসূত্র সরানোর যে কাজ শুরু হয়েছে তা ধন্যবাদার্হ এবং উইকির নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততা বজায় রাখতে তা অপরিহার্যও। তবে আমি একটি কেসে দৃষ্টি আকর্ষণ করছি। ২০১৮-র নিরাপদ সড়ক চাই আন্দোলন নিবন্ধে আওয়ার ইসলাম নিউজ ফোরামটি 'অনির্ভরযোগ্য উৎস' কারণ দর্শিয়ে সেখান থেকে নেওয়া একটি রেফারেন্স মুছে দেওয়া হয়েছে। আমি যে খবরটি ওখান থেকে নিয়েছিলাম সেটা আর কোথাও পাওয়া যায়নি, কিন্তু নিবন্ধে সেটা গুরুত্বপূর্ণ ছিল; এবং খবরটি সঠিক বলে অনুমিত হয়েছে (যদিও সাইটে খবরটি আর না থাকায় তা দেখা সম্ভব হচ্ছে না)। ফোরামটি চরমপন্থী বা বায়াসড নয় এবং সেখানে গুজবনির্ভর বা প্রচারণামূলক সংবাদও দেখা যাচ্ছে না। আর যে বিষয়ক্ষেত্রে ফোরামটি বেশি জোর দিচ্ছে, ইসলামী রাজনৈতিক-অরাজনৈতিক দল-সংস্থা-ব্যক্তি সম্পর্কিত সংবাদসমূহ, সেসব মূলধারার গণমাধ্যমে খুব কমই আসায় ঐ ক্ষেত্রের নির্ভরযোগ্য সংবাদের জন্য এর ওপরই নির্ভর করতে হচ্ছে। তাই এরূপ সংবাদের ক্ষেত্রে সংবাদউৎস আক্ষরিকভাবে রিলায়েবল সোর্সের কাতারে না পড়লেও কোনো বিশেষ ফিল্ডের (ধর্মীয়/আদিবাসী) সংবাদ পাবার প্রায় একক মাধ্যম হলে এবং চরমপন্থা/মিথ্যা/পক্ষপাতজনিত কোনো অভিযোগ/বিতর্ক না থাকলে নির্ভরযোগ্য উৎস নীতির কেসভিত্তিক বিশেষ বিবেচনা অবলম্বন করা যেতে পারে কিনা তা ভাবার দরকার মনে করছি। - রেজওয়ান (আলাপ) ১৭:২০, ১৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিরাপদ সড়ক চাই আন্দোলনতো জাতীয় ঘটনা ও আন্তর্জাতিকভাবেও কাভারেজ পেয়েছে। এই বড় ঘটনায় কোন তথ্য মূলধারার কোন সংবাদমাধ্যমে যদি না আসে কিন্তু একটি অখ্যাত পোর্টালে আসে সেটাকে কোনভাবেই নির্ভরযোগ্য বলা চলে না। দু একটি অবিতর্কিত ক্ষেত্রে হয়ত এখানে প্রকাশিত কোন সংবাদ থেকে উদ্বৃত করা যেতে পারে যেমন ধরুন, উসলামি কোন ব্যক্তির জন্ম তারিখ, জন্মস্থান বা এ জাতীয় বিষয়। কিন্তু এখানে নির্দিষ্টভাবে একটি ঘটনার বিশেষ দিক উল্লেখ করা হয়েছে যা মাধ্যমে যদি না আসে তাহলে সেটাকে কিভাবে উল্লেখযোগ্য বলা যায়। আরও একটি উদাহরণ দেই, ধরুন কোন একটি সংবাদমাধ্যম সামগ্রিকভাবে নির্ভরযোগ্য কিন্তু বিশেষ বিশেষ কিছু সংবাদের ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব করে সেক্ষেত্রে সংবাদমাধ্যমটি নির্ভরযোগ্য হলেও ওই বিশেষ বিশেষ সংবাদগুলোকে উক্ত বিশেষ ধরণের নিবন্ধের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না। এক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। আশাকরি ব্যাখ্যা করতে পেরেছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৬, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার আপত্তিগুলো, খবরটি মূলধারায় না আসা, উল্লেখযোগ্য না হওয়া এবং পক্ষপাতদুষ্টতা, তিনটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। তো,
প্রথমে খবরটা কভারেজ না পাওয়া নিয়ে বলি। আন্দোলনের আন্তর্জাতিক কভারেজ ছিল ওভারঅল রিপোর্টজাতীয়, ডিটেইল তথ্য সেখানে আশা করা যায় না; এবং দেশের মূলধারার মাধ্যমে আন্দোলনের নিয়মিত আপডেট থাকলেও তার সমস্ত তথ্য এককভাবে কোনো পত্রিকার পক্ষেই ধারণ করা সম্ভব ছিল না; সেক্ষেত্রে বহু পত্রিকার কথা বললে সব পত্রিকাই তাদের সীমিত ছাপানো ক্ষমতায় সবচেয়ে হট খবরগুলোই ছাপানোর চেষ্টা করে, ফলে অধিকাংশ পত্রিকার অধিকাংশ খবরই এক হয়; ফলে সূক্ষ্ণ বা তাদের ভাবনায় অনুল্লেখ্য তথ্য কভারেজ পাবার সম্ভাবনা এমনিতেই কমে যাচ্ছে। এরপর সেসময় সরকারের কড়াকড়ি, হুমকি এবং নিজস্ব নীতির কারণেও পত্রিকাগুলো অনেক খবর প্রকাশে বাধাগ্রস্থ হয় (একাত্তর টিভিকে সতর্কবার্তা দেয়া; সংবাদকর্মীদের খবর সংগ্রহে ছাত্রলীগের বাধা, হামলা; বা পুলিশ ব্যবস্থা নেবে এই আশ্বাসে প্রথম আলো কর্তৃক হামলাকারী ছাত্রলীগকর্মীদের খবর প্রকাশ না করা প্রভৃতি অনেক উদাহরণ রয়েছে; যেসব কারণে ফেসবুক ও পোর্টালগুলো তখন বিকল্প সংবাদমাধ্যম হয়ে ওঠে)। তারপরের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ধর্মীয়/উপজাতীয় ইত্যাদি বিচ্ছিন্ন ক্ষেত্রের সংবাদ কভারেজ কম পাওয়া। এসব কারণে যথেষ্ট পরিমাণ দরকারি খুচরো তথ্য মূলধারার পত্রিকার (টিভি চ্যানেলের ক্ষেত্রেও) বাইরে থেকে সংগ্রহ করার প্রয়োজন পড়ে। তাই মূলধারায় না আসলেই তাকে অনির্ভরযোগ্য বলা যায় না।
দ্বিতীয়ত, এই কেসে, সংবাদটি ছিল যে কয়েকটি ইসলামী দল আন্দোলনে সমর্থন দিয়েছে। তো অধিকাংশ ইসলামী দলগুলো বর্তমান রাজনীতিতে তাৎপর্যহীন হওয়ায় (জামাত, হেফাজত বাদে) মিডিয়া তাদের খবরকে আগ্রহজনক/গুরুত্বপূর্ণ কিছু বলে মনে করছে না। এবং তাই স্বাভাবিকভাবেই যে ফোরামে এদের গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সেখানে খবরগুলো এসেছে। এছাড়া ঐ উত্তাল সময়ে আন্দোলনকারী ছাত্ররাই বেশিরভাগ কভারেজ পেয়েছে, অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন দেয়ার খবরও তাই গৌণভাবে এসেছে। তো মূলধারার মিডিয়া খবরটিকে অগুরুত্বপূর্ণ মনে করলেও আলোচ্য নিবন্ধে আমি সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি; কারণ ইসলামী দলগুলোর সমর্থন ছাত্রদের প্রতি মোরাল সাপোর্ট বৃদ্ধি করছে এবং একইসাথে আন্দোলনের তাত্বিক বিস্তৃতিও নির্দেশ করছে; নিবন্ধে তা উল্লেখের দাবিদার। সুতরাং, অধিকাংশ গণমাধ্যম এই তথ্যকে গুরুত্ব ও প্রাধান্য না দিলেও নিবন্ধে তার তাৎপর্যের কারণে আমি সেটাকে উল্লেখযোগ্য মনে করি।
তৃতীয়ত, সংবাদটি কেবল একটি তথ্য উপস্থাপন করেছিল, (সমকালে সংবাদ ছিল যে বামপন্থীরা আন্দোলনে সমর্থন জানিয়েছেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনের কথাও এরকমভাবে কোনো এক এক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল) এখন এই অবজেক্টিভ তথ্যে কোথায় পক্ষপাত ছিল তা ধরতে পারছি না। একটি পত্রিকা যদি জানায় যে অমুক নারীবাদী সংস্থা সমর্থন জানিয়েছে, বা বামপন্থী দল সমর্থন জানিয়েছে সেটা যেমন নারীবাদী/সমাজতন্ত্রী পক্ষপাত নয় ইসলামী দলের সমর্থনের খবরও তো তেমনই নিরপেক্ষ একটি খবরমাত্র (খবরটি এখনো থাকলে অবশ্য এই আলোচনার সুবিধা হতো)। - রেজওয়ান (আলাপ) ১৬:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিরি ভাষায় আপনার প্রথম পয়েন্ট যা বরেছেন তা সবই আপনার অনুমান বা নিজস্ব মতামত। আপনার দ্বিতীয় পয়েন্টেও আপনি আপনার যুক্তি শুরু করেছেন মতামত বা আপনার নিজস্ব মন্তব্য দিয়ে। আপনি বলার চেষ্টা করেছেন, ইসলামি দলগুলো বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যহীন। এ জন্যই মূলত মূলধারার খবরে না এসে একটি অখ্যাত পোর্টালে এসেছে। এখন তাহলে উইকিপিডিয়ার অন্য একটি বিষয় নিয়ে কথা বলি, কোন কিছুকে যদি তৃতীয় কোন নির্ভরযোগ্য উৎসে তাৎপর্যপূর্ণ মনে না করা হয়, তাহলে সে বিষয়টি নিয়ে উইকিপিডিয়াতে নিবন্ধ থাকতে পারে না। আপনার মত অনুসারে তাই যদি হয় সেক্ষেত্রে তথ্যটি নিবন্ধ থেকে মুছে ফেলাই শ্রেয়। কোথাও প্রকাশ হয়নি কিন্তু অখ্যাত একটি পোর্টালে প্রকাশ পেয়েছে এমন তাৎপর্যহীন তথ্য নিবন্ধেই কেন উল্লেখ থাকতে হবে? আপনার তৃতীয় পয়েন্ট দেখে মনে হলো, আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি কারণ একটির সাথে আরেকটি তুলনা দিয়ে যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে আলোচনা অন্য দিকে যেতে পারে। আপনি বলেছেন, “একটি পত্রিকা যদি জানায় যে অমুক নারীবাদী সংস্থা সমর্থন জানিয়েছে, বা বামপন্থী দল সমর্থন জানিয়েছে সেটা যেমন নারীবাদী/সমাজতন্ত্রী পক্ষপাত নয় ইসলামী দলের সমর্থনের খবরও তো তেমনই নিরপেক্ষ একটি খবরমাত্র”। আমি এখানে আপনার সাথে একমত, অবশ্যই কোন পত্রিকা জানালে সেটা তথ্যসূত্র দেওয়া যাবে। কিন্তু পোর্টালটিতো কোন মূলধারার সংবাদমাধ্যম নয়। সবশেষে, আপনি একটি স্থানে যুক্তি দেয়া চেষ্টা করেছেন যে, মূল ধারার সংবাদমাধ্যমগুলো ভয়ে হোক অন্য কোনভাবে হোক তারা সংবাদ চেপে যায় তাই ফেসবুক ও পোর্টালগুলো তখন বিকল্প সংবাদমাধ্যম হয়ে উঠে। উঠতে পারে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয়। আপনার প্রতি প্রশ্ন: কোন নির্ভরযোগ্য মাধ্যমে যদি তথ্যটি প্রকাশ না হয়, সেক্ষেত্রে তথ্যটিই বা কেন নিবন্ধে খুব বেশি তাৎপর্যপূর্ণ যার জন্য এই পোর্টালকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে হবে? সেক্ষেত্রেতো তথ্যটিই নির্ভরযোগ্য হলো না। খুব বেশি তাৎপর্যপূর্ণ তথ্য হলে সেটি অবশ্যই অন্য মাধ্যমেও আসবে। আপনি আরও অনুমান করেছেন পত্রিকাগুলোর সীমিত ছাপানোর ক্ষমতার কারণে তথ্যগুলো আসেনি। এর প্রেক্ষিতে আসলে কি যুক্তি দেওয়া উচিত বুঝতে পারছি না। তবে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন, পত্রিকাগুলোর ছাপানো সংস্করণের বাইরেও অনলাইন ভার্সন আছে যেখানে জায়গা সংকুলন করা সম্ভব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১২, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত তাৎপর্যপূর্ণ না হলে উইকিতে সে বিষয়ে নিবন্ধ না থাকার নিয়ম রয়েছে, কিন্তু এ নিয়ম তথ্যর জন্য নয় বলেই জানি (তথ্যের জন্য দরকার যে যাচাইযোগ্যতা, সেটা অন্য আলাপ)। এরপর আপনার বক্তব্য যে "খুব বেশি তাৎপর্যপূর্ণ তথ্য হলে সেটি অবশ্যই অন্য মাধ্যমেও আসবে।" কিন্তু প্রকৃতপক্ষে কেন তা আসছে না এবং আসবে না সেটাই কিন্তু আমি আমার প্রথম দুই পয়েন্টে বিশদ বলেছি। আপনার প্রশ্ন যে মূলধারার মাধ্যমে যদি না আসে এবং তাহলে কেন সেটা তাৎপর্যপূর্ণ? এখন এই তাৎপর্যের কারণ আমি দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম, যে, খবরটি আন্দোলনরত ছাত্রদের প্রতি মোরাল সাপোর্ট বৃদ্ধি এবং একইসাথে আন্দোলনের তাত্বিক বিস্তৃতি নির্দেশ করে (যেমন করে সমাজতান্ত্রিক বা আর আর রাজনৈতিক দলগুলোর সমর্থন)। আমি এই কারণে খবরটি তাৎপর্যপূর্ণ মনে করছি, পাশাপাশি মূলধারার গণমাধ্যম কেন সেটাকে তাৎপর্যপূর্ণ মনে করছে না সেটাও ব্যাখ্যা করেছি। এখন আপনি কেন তাৎপর্যহীন মনে করছেন তা জানালে খুশি হবো। আর তাৎপর্য ও নির্ভরযোগ্যতা কি সংযুক্ত? আমার কাছে একটি তথ্য তাৎপর্যপূর্ণ বা দরকারি, তবে তথ্যটির কোনো বিশ্বস্ত উৎস হয়তো আমি পাচ্ছি না, তাতে করে কিন্তু তথ্যটির দরকার বা তাৎপর্য ফুরিয়ে যাচ্ছে না। উৎস নির্ভরযোগ্য না হলেও তাই তথ্য তাৎপর্যহীন হবার কথা না। এছাড়া, আমার তৃতীয় পয়েন্টটি ছিল আপনি যে পক্ষপাতের কথা তুলেছিলেন সেটার উত্তরে, তথ্যসূত্র নিয়ে কিন্তু ওখানে আমি কিছু বলিনি। আর যেসব পত্রিকার অনলাইন ভার্সন আছে, সেগুলোতে জায়গা সংকুলান সম্ভব এতে আমি একমত। কিন্তু পত্রিকাগুলোর না ছাপানোর আরো কারণের উল্লেখ করেছি, বিশেষ করে যখন প্রথম আলো তার চমৎকার অনলাইন ভার্সন থাকা সত্ত্বেও পুলিশের আশ্বাসে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে। আর শেষকথা, আমি জানি যে ঐ পোর্টালটি উইকিনীতিতে রিলায়েবল নয়, কিন্তু পোর্টালটি বায়াসড/বিতর্কিত না হওয়ায় সেখান থেকে দরকারি একটি তথ্য নেয়া যায় কিনা (special context বা বিশেষ ক্ষেত্র হিসেবে) সেটাই আমি বলতে চেয়েছি। - রেজওয়ান (আলাপ) ২১:০০, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি আবারও আপনার নিজস্ব মতামত দিলেন। আপনি যে যুক্তিগুলোর উপর ভিত্তি করে আপনার ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন, তা সবই আপনার স্পেকুলেশন। আপনার কাছে কোন প্রমাণ আছে যে, প্রথম আলো পুলিশের আশ্বাসে খবর প্রকাশ করেনি? অথবা জায়গা সংকুলন না হওয়াতে পত্রিকাগুলো খবর দিচ্ছে না? আমি দুঃখিত কিন্তু এগুলো খুবই হাস্যকর যুক্তি আসলে। আপনি নিজেই বলছেন পোর্টালটি উইকিনীতিতে রিলায়েবল না, আবার বলছেন তথ্যটি বায়াসড বা বিতর্কিত না। যদি পোর্টাল রিলায়েবল না হয় সেক্ষেত্রে তথ্যটি যে সঠিক সেটা আপনি নিশ্চিত কিভাবে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪১, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
দেখুন, উইকিমতে সম্পাদকীয় নীতি ও ফ্যাক্ট চেকিং না থাকার কারণে ঐ পোর্টালটিকে আনরিলায়েবল বলেছি, বায়াস/বিতর্কের কারণে কিন্তু নয়। ফ্যাক্ট চেকিং ও নীতি না থাকায় তথ্যটা সত্য বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং সেই নিশ্চয়তার দাবিও আমি করিনি। কিন্তু ফ্যাক্ট চেকিং না থাকা মানেই যে তথ্যটি মিথ্যা তাও নয়, বরং বলা যায় তথ্যটির ট্রুথ ভ্যালু এখন অনিশ্চিত অবস্থায় আছে। আর যুক্তিগুলো আমি কমন প্রিমাইস ও প্রমাণের ভিত্তিতে বলেছিলাম। প্রথম আলোর উদাহরণ দিয়েছিলাম এখান থেকে। যাইহোক, অনিশ্চিত তথ্য গুরুত্বপূর্ণ হলে সেখানে বিশেষ বিবেচনা ব্যবহার করার ব্যাপারে আপনার মত জানার জন্য কথা শুরু করেছিলাম।। আপনি সম্ভবত ওটা সমর্থন করছেন না, সেক্ষেত্রে আলোচনা সমাপ্ত করা যায়। ধন্যবাদ। - রেজওয়ান (আলাপ) ১৭:১৬, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
মন্তব্য

@Rezwan Khair: ভাই, মূল সমস্যাটা হলো, খবরটা বর্তমান না থাকা। এর কোনো আর্কাইভ ভার্সনও জানা নেই। তাহলে, এই লিংকে যে সংবাদ এটার স্বপক্ষেই ছিল এর প্রমাণ কী? সংবাদ তো অন্যকিছু সম্পর্কেও হতে পারে, তাই নয় কি? আর মূলতঃ এটা উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎসকে অনুসরণ করে না। যেটার ব্যাখ্যা উপরে যুদ্ধমন্ত্রী করেছেন। আশা করবো, ব্যাপারটা সহজভাবে নিতে পারবেন। —আ হ ম সাকিব বার্তা ১৮:৪১, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, খবরটা বর্তমান না থাকলেও যদি থাকতো তবে রাখা যেতো কিনা এবং অনুরূপ খবরের ক্ষেত্রে নীতির স্পেশাল কনটেক্সট রুল প্রয়োগ করা যায় কিনা সেটাই আলাপ হচ্ছে। আর খবরটা কয়েকমাস আগে আমিই ওখান থেকে রেফারেন্স দিয়ে নিবন্ধে যোগ করেছি, তাই ওটা যে ঐ বিষয় নিয়েই এবং পক্ষপাতহীন ছিল তা বলতে পারি। - রেজওয়ান (আলাপ) ২১:০০, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Rezwan Khair: জি ভাই, তাহলে এখানকার আলোচনা এখানেই স্থগিত করতে পারেন। কারণ, আওয়ার ইসলামকে উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকাতে যোগ করা হয়নি। এসব সংবাদপত্রের ব্যাপারে আলোচনাসভায় আলোচনা হয়েছে, হচ্ছে। সেখানে আলোচনা করতে অনুরোধ থাকবে। ধন্যবাদ! —আ হ ম সাকিব বার্তা ০৪:৩৯, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

WAM Postcard collection[সম্পাদনা]

Dear organiser,

Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.

Things to do:

  1. If you're the only organiser in your language edition, Please accept your article, keeping the WAM guidelines in mind.
  2. Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  3. Please update the status of your language edition in this page.


Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (আলাপ) ২১:১৫, ১৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বিশ্বসাহিত্য কেন্দ্র পাতায় পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

ভাইয়া, আমি বিশ্বসাহিত্য কেন্দ্র এর পাতায় বইয়ের তালিকা যুক্ত করেছিলাম। আপনি সেগুলো বাদ দিয়ে দিলেন কেন? Sadmansakib1729 (আলাপ) ০৮:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)Sadmansakib1729[উত্তর দিন]

কারণ বিশ্বকোষীয় ছিলো না, এবং বিশ্বসাহিত্য কেন্দ্র কি কি বই স্কুল বা কলেজে পড়তে দেয় সেই তালিকাটি নিবন্ধে বিশ্বকোষীয় কোন প্রয়োজনীয়তা নেই। দয়া করে পড়ুন, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব, আমি প্রায় সুদীর্ঘ ৫-৬ ঘন্টা ব্যায় করে ঈদে মিলাদুন্নবী প্রবন্ধটি লিখেছিলাম। আমি তথ্যসূত্রও ঠিক করে নিতাম কিন্তু আপনে যা করলেন Really I am speachless...I cant realize that should I curse you or Not...আল্লাহ পাক এর উত্তম প্রতিদান দিন। আর কিছু বলার নেই। — Mbsunny15 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়া ফোরাম বা ব্লগ নয়। যেকোন কিছু যেকোনভাবে উইকিপিডিয়াতে লিখা যায় না। এর জন্য বিশ্বকোষীয় নীতিমালা অনুসারে রচনাশৈলী মেনে লিখতে হয়। আপনার লেখাগুলো হয়ত সঠিক ছিলো কিন্তু বিশ্বকোষীয় নয়। দয়া করে পড়ুন, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়। আমি দুঃখিত আপনার ৫-৬ ঘন্টা লিখতে ব্যায় হয়েছে। কিন্তু কি করবেন, নতুন কোন কিছু করতে হলে আগে সেটি কিভাবে কাজ করে তার ম্যানুয়াল পড়ে দেখা উচিত ছিলো। উইকিপিডিয়াতে আপনি যেকোন বিষয় নিয়েই লিখতে পারেন, শুধু বিশ্বকোষীয় হলেই আর কেউ অপসারণ করবে না। তাই, আমার পরামর্শ হলো অন্যকে অভিশাপের কথা চিন্তা বাদ দিয়ে আপনি আপনার আলাপ পাতার স্বাগতম বার্তাতে দেওয়া লিংকগুলোতে যে নীতিমালা বা অন্যান্য বিষয় আছে সেগুলো পড়ুন এবং জানুন। তারপর আস্তে আস্তে অবদান রাখুন। কোন সাহায্য প্রয়োজন হলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Surprise to see that few test edits invoked your infinite block. I have no plan to run this bot here anymore. Muhammad Shuaib (আলাপ) ০১:২২, ২৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Well, you shouldn't run an unapproved bot according to bot policy. Anyways, since you're not planning to run it here, I'm unblocking your bot but if you want to run in future please get the flag first. Thanks. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কি ভাবে ছবি আপলোড করব?[সম্পাদনা]

কি ভাবে ছবি আপলোড করব? ??????????? — Shakib Hasan06 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Shakib Hasan06: বিশেষ:আপলোড-এ গিয়ে আপলোড করতে পারেন। আ হ ম সাকিব (সম্পর্কে | কথাবার্তা | অবদান) ১৪:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সম্পুর্ন করার জন্যে ধন্যবাদ। Vomla da (আলাপ) ০৪:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

"স্টিগলার নিয়োম" page ta en.wiki "stigler's law of eponyms" & "list of examples of stigler's law of eponyms" milie Bangla onubad kra. ogulor link die din. Vomla da (আলাপ) ০৮:১১, ১৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ[সম্পাদনা]

শুভ নববর্ষ
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আপনার আগামীর দিনগুলো শুভ নববর্ষ। মারুফ হোসেন (আলাপ) ১৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]