হোরাস হেম্যান উইলসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইলসন হোরেস হ্যামেন থেকে পুনর্নির্দেশিত)
উইলসন হোরেস হ্যামেন
জন্ম২৬ সেপ্টেম্বর ১৭৮৬
মৃত্যু৮ মে ১৮৬০
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনসোহো স্কয়ার, সেন্ট টমাস হাসপাতাল
পেশাব্রিটিশ উপনিবেশিক সরকারি কর্মকর্তা
পরিচিতির কারণপ্রাচ্যবিদ

উইলসন হোরেস হ্যামেন (২৬ সেপ্টেম্বর ১৭৮৬ – ৮ মে ১৮৬০) হলেন একজন প্রখ্যাত অধ্যাপক ও শিক্ষাবিদ এবং ঔপনিবেশিক আমলের ব্রিটিশ পদস্থ সরকারি কর্মকর্তা।[১] যদিও তিনি ইন্ডিয়া কোম্পানির মেডিক্যাল সার্ভিসের সদস্য হিসাবে উপমহাদেশে আসেন, তথাপি তিনি প্রাচ্যবিদ হিসাবেই সমধিক পরিচিত।[২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

উইলসন হোরেস হ্যামেন ১৭৮৬ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন এবং প্রথমে লন্ডনের সোহো একাডেমী ও পরে সেন্ট টমাস হাসপাতালে শিক্ষা লাভ করেন।[১][৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৮০৮ সালে ভারতে আসেন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেডিক্যাল সার্ভিসে যোগদান করলেও পরবর্তীতে তা ত্যাগ করে কলকাতা টাকশালে মুদ্রা-ধাতু পরীক্ষক হিসেবে যোগদান করে ১৮৩২ সালে ভারতবর্ষ ত্যাগের পূর্ব পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।[১] এরপর তিনি ১৮৩৩ সাল থেকে অক্সফোর্ডে এবং পরবর্তীতে ১৮৩৬ সাল থেকে লন্ডনে ভারত বিষয় অধ্যাপক হিসাবে দায়িত্ব পাল করেন।[২][৪] তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিষয়ক প্রথম "বোডেন প্রফেসর" ছিলেন।[৫]

রচনাবলী[সম্পাদনা]

তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন, যার মধ্যে রয়েছেঃ[১][২]

  • Lectures on the Religious and Philosophical Systems of the Hindus (১৮৪০);
  • Ariana Aqtinua (সংস্কৃত ব্যাকরণ);
  • A Historical Account of the Burmese War;
  • History of British India (সম্পাদিত - দ্বিতীয় সংস্করণ);
  • Hindu Law (সম্পাদিত - দ্বিতীয় সংস্করণ);
  • Glossary of Judicial and Revenue Terms (১৮৫৫)।
  • Mackenzie Collection-1828
  • English Translation of Meghduta
  • Translation of RigVeda in 6th Edition
  • Vishnu Puranaa-1840

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সিরাজুল ইসলাম (জানুয়ারি ২০০৩)। "উইলসন, হোরেস হ্যামেন"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  2. "Horace Hayman Wilson"। 1902 Encyclopedia। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  3. "Horace Hayman Wilson"। Oxford Reference। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  4. "Horace Hayman Wilson"। The Royal Academy of Arts। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  5. "Horace Hayman Wilson"। Oxford Reference। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]