জুলফিকার বাবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলফিকার বাবর
ব্যক্তিগত তথ্য
জন্ম (1978-12-10) ১০ ডিসেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
ওকারা, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১৫)
১৪-১৭ অক্টোবর ২০১৩ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৩-২৬ অক্টোবর ২০১৩ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫২)
২৭ জুলাই ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই৮ ডিসেম্বর ২০১৩ বনাম আফগানিস্তান
টি২০আই শার্ট নং৭৮
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা Tests T20I FC LA
ম্যাচ সংখ্যা ৬৫ ৫০
রানের সংখ্যা ২৭ ২৪ ১,৩২৪ ২৯০
ব্যাটিং গড় ২৭.০০ - ১৬.৭৫ ১৬.১১
১০০/৫০ ০/০ ০/০ ০/৪ ০/০
সর্বোচ্চ রান ২৫* ১৩* ৮১ ৩৯
বল করেছে ৪৯৪ ৯০ ১,৪৬৩২ ২,৫৫০
উইকেট ৩১৫ ৬৮
বোলিং গড় ৪৪.০০ ১৩.৫০ ২০.৮১ ২৭.১৯
ইনিংসে ৫ উইকেট ১৯
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৮৯ ৩/২৩ ১০/১৪৩ ৬/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ১/- ২৬/– ১০/–
উৎস: ক্রিকইনফো, ১০ ডিসেম্বর ২০১৩

জুলফিকার বাবর (উর্দু: ذوالفقار بابر‎‎; জন্ম: ১০ ডিসেম্বর, ১৯৭৮) পাঞ্জাবের ওকারা এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান দলে খেলছেন। এছাড়াও, মুলতান টাইগার্স, কোয়েটা বিয়ার্স, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপম্যান অথরিটি ও পাকিস্তান এ ক্রিকেট দলে খেলছেন তিনি।[১]

২৭ জুলাই, ২০১৩ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর্নোস ভ্যাল স্টেডিয়ামে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২০১৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে টি২০তে সিরিজ সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন বাবর।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zulfiqar Babar"CricinfoESPN। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১২ 

আরও দেখুন[সম্পাদনা]